হ্যাল্লো বন্ধুরা
প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার অবস্থা সব মিলিয়ে মোটামুটি। যাই হোক, এ নিয়ে আর কথা না বাড়াই। আজকের নতুন পোস্টে চলে যাই।
আজ হাজির হয়েছি নতুন আরেকটি পোস্ট নিয়ে। সেটা হচ্ছে- বই এর প্রতি ভালোবাসা! বই পড়ার অভ্যেস মানুষের অন্যতম সেরা অভ্যেস গুলোর মাঝেই একটি অভ্যেস বলেই আমি মনে করি। আর সেই বই গুলো যদি হয় সেল্ফ ডেভলপমেন্ট নিয়ে, আর সেই বইগুলো পড়ে যদি নিজের মাঝে কিছুটা হলেও পজেটিভ পরিবর্তন আনা সম্ভব হয়, তবে তো একদম পোয়া বারো! তবে সেই বই পড়ার আগের মানুষ আর বইটা পড়ার পরের মানুষ এর মাঝে বেশ কিছু পার্থক্য তৈরি হয়েই যায়!
স্কুলে পড়া অবস্থাতেই আমার সিলেবাসের বাহিরের বই পড়ার অভ্যেস তৈরি হয়ে যায়। শুরুতে অবশ্য মুহাম্মদ জাফর ইকবালের লেখা কিশোর উপন্যাস এবং সাইন্স ফিকশন গুলোই পড়া হতো বেশি। তবে স্কুল জীবনেই সেই গন্ডি পেরিয়ে রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু, সমরেশ মজুমদার এর সাতকাহন ও পড়া শেষ হয়! পাশাপাশি হুমায়ুন আহমেদ এর লেখা অসংখ্য বই তো আছেই! বুঝতেই পাছেন, তখন বলা যায় বই পড়ার এক অদম্য নেশা তৈরি হয়ে গিয়েছিলো। এমনকি অনেক বই ই আমি আমার স্কুলের শিক্ষকদের কাছ থেকেও ধার করে এনে এনে পড়তাম!
তবে চাকরি লাইফে ঢোকার পর, বিশেষত, বিয়ের পর নিজের আলাদা সংসার শুরু করার পর অবশ্য সময়ের সাথে সাথে সে অভ্যেস অনেকটাই কমে গিয়েছে। তবে কম বেশি চেষ্টা করি এখনো পড়তে। পড়ি আর না পড়ি, বই কেনা হয় ভালোই! মন চাইলে পছন্দ মতো বই হাতে নিয়ে কয়েক পৃষ্ঠা নেড়ে চেড়ে দেখার ও আলাদা একটা প্রশান্তি কাজ করে আমার! ইংরেজি বই অবশ্য নতুন নতুন পড়া হচ্ছে, মানে এবছর থেকেই বলা যায় শুরু করেছি। তার মাঝেই উইশলিস্টের দুইটি বই অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। আজকে হাতে পেলাম। দুইটি বই ই কিছুটা সেল্ফ ডেভলপমেন্ট রিলেটেড। দ্যা সিক্রেট তো রীতিমতো বেস্ট সেলার একটি বই! বেশ কয়েক মাস থেকেই নিবো নিবো করছিলাম। সাথে রুমির বই ইদানীং পড়তে ইচ্ছে করছিলো, তাই নিয়ে নিলাম। রুমির বই আগে পড়া হয় নি। বইগুলোর সাথে ওরা সুন্দর ব্যাসিক একটা বুকমার্ক ও গিফট করেছে। এই বুকমার্ক দেখে মনে পড়লো আমিও এক সময় এমন কত বুকমার্ক বানাতাম রাতের বেলায় না ঘুমিয়ে! সেই স্মৃতি মনে পড়ে গেলো! আপনাদের সাথে সে নিয়ে না হয় পরে আরেকদিন কথা বলবো! আপাতত এটুকুই রইলো!
এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼
আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রুমি নামটি বই এর উপরে দেখে পোস্টে ঢুকে পরলাম দিদি। 😂 কারন আমার ডাক নাম রুমি। বই পড়ার অভ্যাসটা আমার ও ভীষণ ছিল। সাতকাহন,গর্ভধারিনী বই যে কতবার পড়েছি তার হিসেব নেই।আর হুমায়ুন আহমেদ এর কোন বই ই মনে হয় বাদ পরেনি পড়া থেকে।আপনি তো দেখছি চমৎকার দুটো বই অনলাইন থেকে আনলেন।আপনার অনুভূতি টুকু আমাদের মাঝে শেয়ার করলেন।বই দুটো সম্বন্ধে বিশেষ কিছু জানা হলো আমার।ধন্যবাদ আপনাকে চমৎকার ভাবে বিষয়টি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরে বাহ! দারুণ তো! এই সুযোগে আপনার ডাকনাম টা আমার জানা হয়ে গেলো! আসলেই, নিজের নাম রিলেটেড কিছু দেখলে সেটা এডিয়ে যাওয়া টা ভীষণ মুশকিল!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোট থেকেই একাডেমিক বইগুলোর সাথে আমার আদায় কাঁচকলায় সম্পর্ক। তবে বই পড়া শুরু করেছি আমি এই দেড় বছর মতো হবে। এখন তো শুধু বইয়ের গ্রুপ গুলোতে ঘুরে বেড়ায় বইগুলো দেখলেও ভালো লাগে। যদিও আফসোস হয় টাকা না থাকাই কিনতে পারি না হা হা। আপনার নতুন দুইটা বই দেখে বেশ ভালো লাগল। ইংরেজি ভার্সন গুলো খুব একটা পড়ি না সবসময় ঐ অনুবাদই পড়া হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমারও এ বছর থেকেই ইংরেজি ভার্সনের বই পড়া শুরু হয়েছে। দি সিক্রেট টা শুরু করেছি ইতিমধ্যেই, পড়তে আরাম ই। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit