হ্যাল্লো বন্ধুরা
প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে ভালো আছি।
আজ আবারো আপনাদের সাথে একটি নতুন পোস্ট নিয়ে হাজির হলাম। আমার গত পর্বে আমার দূর্গা পুজোর শপিং এর অভিজ্ঞতার প্রথম পর্ব নিয়ে লিখেছি। আজ হাজির হয়েছি ২য় পর্ব নিয়ে। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে।
তো নূরজাহান মার্কেট থেকে বাড়ির ছেলেদের সকলের জন্য কেনাকাটা করতে করতেই দুপুর একটা পার হয়ে গিয়েছিলো। আর যেহেতু সেদিন ছিলো শুক্রবার, তাই অনেক গুলো দোকানে দোকানী ছিলো না। শুক্রবার এর জামাতে নামাজ পড়তে গিয়েছিলেন। তাই আমরা ঠিক করলাম যে আগে খেয়ে নেই। তারপর বাকি শপিং শেষ করা যাবে। আমরা চলে আসি নিউমার্কেট এর দিকে। ওখামে বেশ কিছু নামী এবং জনপ্রিয় দোকান রয়েছে অনেক দিনের। সেখান থেকেই একটি রেস্টুরেন্টে ঢুকলাম দুপুরের খাওয়ার জন্য চিকেন বিরিয়ানি অর্ডার দিলাম তিনজনই। প্রায় ১০ মিনিট অপেক্ষা করার পর খাবার পরিবেশন করলো। খাবারটি মোটামুটি মানের ছিলো। আহামরি কিছু না, তবে দাম অনুযায়ী কাজ চালানোর মতন।
দুপুরের খাবার খাওয়া শেষ করে আমরা নিউমার্কেট এ কিছু ব্যাগ এর দোকান দেখলাম। মধু ছেলেটা তার রেগুলার উইজের জন্য একটা ব্যাগ কিনতে চাচ্ছিলো। যাই হোক দুই দোকানে ঘুরেই ওর ব্যাক ব্যাগ পছন্দ হলো। মোটামুটি দামাদামি করে পছন্দের ব্যাক প্যাক কিনে ফেলা হলো।
তো বন্ধুরা, আজ এপর্যন্তই থাকলো। সামনে আরো বাকি পর্ব আপনাদের সাথে খুব দ্রুত শেয়ার করবো।
এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে 🌼 ধন্যবাদ 🌼
আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।