ফটোগ্রাফি : তামাক পাতার চাষ (পর্ব ১)

in hive-129948 •  10 months ago  (edited)

|| আজ ৫ মার্চ, ২০২৪||রোজ: মঙ্গলবার ||

হ্যাল্লো বন্ধুরা

প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে ভালো আছি। আজ আপনাদের সাথে একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজ আমার করা কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি।


আগেই বলে রাখি, আমি ছবি তোলার ক্ষেত্রে তেমন একটা পারদর্শী নই।আমার বাংলা ব্লগের অনেক সদস্যই বেশ দারুণ দারুণ ফটোগ্রাফি শেয়ার করে থাকেন, যা দেখলে ভালোই লাগে। তাদের দেখেই আমিও চেষ্টা করছি। আমি স্বরস্বতী পূজো উপলক্ষে এবারে শ্বশুড়বাড়িতে এসে দেখলাম চারপাশে খালি তামাক পাতা নিয়েই সকলে ব্যস্ত। আমাদের শ্বশুড়বাড়ির এলাকায় তামাক চাষ খুব করা হয়। অবশ্য আমার বাবার বাড়ির দিকে আমি কখনো তামাকের চাষ দেখি নি। তামাক চাষ আসলে খুব ভালো, তেমনও না। তামাক খাওয়া যেমন ক্ষতিকর, তেমনি তামাক চাষেরও অনেক ক্ষতিকর দিক রয়েছে। তবুও তামাক কোম্পানিগুলোর বিপুল চাহিদা এবং বেশ ভালো লাভের কারণেই দেশের উত্তরাঞ্চলের অনেক জায়গাতেই তামাকের চাষ করে থাকেন চাষীরা। তাই তামাকের এই সিজনে সামনা সামনি কাজ দেখে তারই কিছু ফটোগ্রাফি করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্যই। আশা করছি আপনারা আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন। তো চলুন মূল পোস্টে চলে যাই---


১ম ছবি:
এটি দেখেই বুঝতে পারছেন, তামাকের জমির ছবি। তামাকের সিজনে গেলে দেখা যায় যে শতকের পর শতক জমি এমন সবুজে ভরা। কিন্তু আসলে এই সবুজ যে খুব একটা পরিবেশ বান্ধব, তা কিন্তু নয়। তবুও অন্যান্য ফসলের চেয়ে অনেক বেশি নিশ্চিত লাভের আশায় কৃষকেরা জমির পরে জমি জুড়ে তামাকের চাষ করে।




২য় ছবি:
এই ছবি টা তামাক গাছের ছবি। আমি আগে কখনো এমন কাছ থেকে তামাক গাছ দেখি নি। তাইই বেশ কৌতুহলের বশেই এই ছবিটি তোলা এবং আপনাদের সাথে শেয়ার করা।



৩য় ছবি:
নিচের ছবিতে দেখা যাচ্ছে তামাক গাছের বড় বড় পাতা গুলো নিচে বিছানো রয়েছে। একজন মহিলা সেই পাতাগুলো একটা একটা করে নিয়ে হাতের সাহায্যেই একটি কাঠিতে সারিবদ্ধ ভাবে গেঁথে নিচ্ছে। আসলে তামাক গাছের বিভিন্ন অংশই ফসল হিসেবে গণ্য করা হলেও মূল ফসল কিন্তু এই পাতা গুলোই। আর এই পাতাগুলো বেশ সময় এবং যত্ন নিয়ে ধাপে ধাপে শুকানো হয়। তারই প্রথম প্রসেস হচ্ছে এটি।



৪র্থ ছবি:
আগের ছবির মতো করে পাতা গুলো একে একে কাঠিতে গাঁথা হয়ে যাওয়ার পরের অংশের ছবি এটি। এভাবে করেই কাঠিতে গাঁথা অবস্থাতেই পরবর্তীতে পাতা গুলো রোদে শুকানো হয়। ছবিতে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, গাঁথার সময় সব কাছাকাছি সাইজের পাতাগুলো একসাথে একটি কাঠিতে গাঁথা হয়েছে। বড় পাতা গুলো আর ছোট পাতাগুলো আলাদা আলাদা কাঠিতে সারিবদ্ধ ভাবে গাঁথা।




৫ম ছবি:
এখানে দেখা যাচ্ছে অনেকগুলো কাঠিতে গাঁথা পাতা গুলো মাটিতে বিছিয়ে রাখা আছে। এগুলো কেবল এক বেলা মাটিতেই রোদ দেয়ার পরের অবস্থা। আবার দূরে দেখা যাচ্ছে অনেক গুলো এইরকমের কাঠিগুলো সারিবদ্ধ ভাবে শুকানো হচ্ছে রোদে। এবং আপনারা খেয়াল করে দেখবেন রোদে শুকানোর ফলে ধীরে ধীরে পাতাগুলোর রঙের ও পরিবর্তন হচ্ছে। তামাকের দাম কিন্তু অনেকাংশে নির্ভরশীল এই পাতার রঙের উপর।


আজকের পোষ্ট এ পর্যন্তই থাকলো। আপনাদের কেমন লেগেছে, জানাবেন কিন্তু। সবাই সাবধানে থাকবেন। সবার সুস্থতা কামনা করি।

এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
🌼 ধন্যবাদ 🌼

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

বাবার চাকরির সুবাদে আমি বেশ কিছু বছর দিনাজপুরের দিকে থাকতাম। আর সেখানেই এই তামাক চাষ দেখেছি। দেখতে সবুজ আর সুন্দর হলেও আসলে এটা মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। আর তামাক চাষে লাভ বেশি হবার কারণে ধানসহ অন্যান্য খাদ্য কম আবাদ করা হচ্ছে। যাইহোক আপনি চমৎকার ফটোগ্রাফি করেছেন বলা যায়। অনেক ধন্যবাদ আপু চমৎকার ফটোগ্রাফীসহ দারুন পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আপনি সঠিক কথা বলেছেন ভাই। এই সবুজ তো আর ভালোর প্রতীক না।

Posted using SteemPro Mobile

একদমই ঠিক বলেছেন আপু। তামাকের দাম কিন্তু অনেকাংশে নির্ভরশীল এই পাতার রঙের উপর। গ্রামে আমরা যখন ছিলাম তখন আমরা এইসব তামাক চাষ করতাম। তামাক বাজারে বিক্রি করলে বেশ ভালো টাকা পাওয়া যায়। ভিন্ন রকম একটি পোস্ট তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

ওহো! আপনি তো তাহলে তামাকের চাষ সম্পর্কে বেশ অনেক কিছুই জানেন। আমি অল্প পরিসরে যা জানি, সেটুকু শেয়ার করার চেষ্টা করেছি। খুব জলদিই ২য় পর্ব শেয়ার করবো। কোন ভুল তথ্য দিলে আপনি ধরিয়ে দিয়েন।

Posted using SteemPro Mobile

ওকে আপু

তামাক চাষ যদিও অনেক লাভের জন্য করা হয়। তবে এই তামাক পাতা মানুষের দেহের জন্য খুবই ক্ষতিকর। আমি এর আগে কখনো এমন তামাক চাষ দেখেনি। আপনার পোস্টে এই প্রথম দেখলাম যাইহোক ফটোগ্ৰাফি গুলো দারুন ভাবে ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইলো।

আমিও এর আগে এত কাছ থেকে কখনো তামাক পাতা বা চাষ দেখি নি। একারণেই সুযোগ পেয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য ফটোগ্রাফি গুলো করে নিয়েছিলাম।

Posted using SteemPro Mobile

আমাদের এদিকে তামাক চাষ করা হয় না। আপনিতো খুব সুন্দর করে তামাক পাতার চাষের ফটোগ্রাফি করেছেন। তবে তামাক পাতা গুলো অনেক বড় বড়। হয়তোবা সামনে থেকে তামাক পাতা গুলো দেখলে আরো ভালো লাগতো। মহিলাটি যে তামাক পাতা গুলো শুকাচ্ছে পাতাগুলো দেখতে অনেক বড় দেখা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে তামাক পাতা প্রথম পর্ব শেয়ার করবেন।

হ্যা আপু। আমি নিজেও অবাক হয়ে গিয়েছি ১ম বার এত কাছ থেকে তামাকের চাষ সম্পর্কে দেখে। সেকারণেই আপনাদের সাথেও শেয়ার করা।আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

বাংলাদেশে কখনো তামাক চাষ সামনে থেকে দেখি নাই। তবে বিদেশে দেখেছি তামাক চাষ সামনে থেকে। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে তামাক চাষের পাতা গুলো দেখতে অনেক বড় বড়। আর আমাদের এদিকে তামাক চাষ করা হয় না। যদিও যারা তামাক চাষ করে শুনেছি তামাক চাষ নাকি অনেক কষ্টকর। তবে আপনি তামাক চাষের সুন্দর ফটোগ্রাফি করে পোস্ট করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর করে তামাক চাষের ফটোগ্রাফি এবং পোস্ট করার জন্য আমাদের মাঝে।

জি ভাই আপনি সঠিক শুনেছেন। তামাক চাষ করা বেশ কষ্টকর। তামাক গাছের আসলে প্রত্যেক বেলায় বেলায় এটেনশন দিতে হয়। নইলে সর্বনাশ হয়ে যেতে পারে। আপনার মূল্যবান মতামত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ জামাল ভাই।

Posted using SteemPro Mobile

তামাকের অনেক ক্ষতিকর দিক রয়েছে দিদি। তারপরেও মানুষ লাভের আশায় এই পাতার চাষ করে। তাছাড়া এই পাতার কিন্তু সারা বিশ্ব জুড়ে অনেক চাহিদাও রয়েছে। তবে তামাক পাতার দাম অনেকটা নির্ভর করে পাতার রং এবং সাইজের উপর। যদিও আমি কখনো কাঁচা তামাক পাতা সামনাসামনি দেখিনি। যাই হোক, আপনার শেয়ার তামাক পাতার ফটোগ্রাফি গুলো বেশ ভাল ছিল দিদি।

আমার জন্য এবারই প্রথম অভিজ্ঞতা ছিল এত কাছ থেকে তামাকের চাষ দেখার। তাই আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি । আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ রঙ্গিনদা।

Posted using SteemPro Mobile