মজাদার আলু- পেঁপে - ফুলকপির নিরামিষ ডালনা রেসিপি

in hive-129948 •  5 days ago 

হ্যাল্লো বন্ধুরা

প্রিয় আমার বাংলা ব্লগবাসী, সবাইকে আমার নমষ্কার /আদাব। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার আশির্বাদে পরিবারসহ বেশ ভালোই আছি। আজ আবারো আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ অবশ্য অনেকদিন পর রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি । আশা করবো আজকের পোষ্ট টি আপনাদের ভালো লাগবে। এই শীতকালটা অন্য কোন দিক ভালো লাগুক বা না লাগুক, একটা দিক বেস্ট লাগে সেটা হচ্ছে মজার মজার সব সবজি এই সময়ে পাওয়া যায়! তার মধ্যেই অন্যতম হচ্ছে ফুলকপি! আজ সেই ফুলকপির সাথে পেঁপে আর আলুর মিশেলে একটি নিরামিষ পদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। মাছ, মাংস, পেয়াজ - রসুন ছাড়াই এত্ত মজাদার রেসিপি এটি, এটি দিয়েই আজকের এক প্লেট ভাত সাবাড় করে দিয়েছি আমি। আসলে নিরামিষ পদ গুলো তো সাচরাচর করা হয় না, তাই অনেকদিন পর খেয়ে রীতিমতো নতুন করে এই রেসিপির ফ্যান হয়ে গেছি বলা যায়! তো আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি রান্নায় চলে যাই। তার আগে এক নজরে রান্নার উপকরণ গুলোও দেখে নেই....

IMG20241216150106.jpg


IMG20241216150122.jpg


উপকরণ সমূহঃ
ফুলকপি
পেঁপে
আলু
টমেটো
লবণ
হলুদ
সয়াবিন তেল
মসলা ( আদা-বাটা, জিরা গুড়া, মরিচ গুড়া)
গরম মসলা গুড়া
শুকনো মরিচ, তেজপাতা, গোটা জিরা
ঘি

IMG20241216122329.jpg


IMG20241216134249.jpg




রন্ধনপ্রণালীঃ



ধাপ-১ :

প্রথমে আমি আলু, ফুলকপি, পেপে এবং টমেটো কেটে নিবো। ফুলকপি কিছুটা বড় করে কেটে নিয়েছি।

GridArt_20241217_001107280.jpg



ধাপ-২ :

এবারে একটি হাড়িতে গরম জলে লবণ দিয়ে সেই জলে মিনিট কয়েকের জন্য ফুলকপি গুলো ভাপ দিয়ে পরে জল ঝড়িয়ে নিবো।

GridArt_20241217_001143311.jpg



ধাপ-৩ :

এবারে একটি কড়াইতে তেল গরম করে তাতে তেজপাতা, দারচিনি, গোটা জিরা, শুকনো লংকা দিয়ে ভালো করে ফোড়ন দিবো। তারপর কেটে রাখা আলু- পেপে দিবো দিয়ে ভালো করে ভাজতে থাকবো। আলু- পেপে তে কিছুটা রঙ ধরলে তার সাথে কেটে রাখা টমেটো কুচি যোগ করে ঢেকে কষিয়ে নিবো।

GridArt_20241217_001211704.jpg


GridArt_20241217_001736916.jpg



ধাপ-৪ :

টমেটো নরম হয়ে হালকা জল বের হবে। সাথে অল্প জল দিয়ে সকল বাটা এবং গুড়া মসলা গুলো দিয়ে ভালো করে কষাতে থাকবো! পরিমাণ মতো লবণ ও যোগ করে নিবো। ভালো করে কষানো হলে, তারপর পরিমাণ মতো জল যোগ করে ফুটতে দিবো।

GridArt_20241217_001826361.jpg



ধাপ-৫ :

আলু-পেপে অনেকটা সেদ্ধ হয়ে জল শুকিয়ে এলে সেই পর্যায়ে ফুলকপি গুলো যোগ করে দিবো। ভালো ভাবে ঝোল শুকিয়ে এলে গরম মসলা দিয়ে ফুটিয়ে নামিয়ে নিবো। নামানোর আগে অবশ্যই ১ চামচ ঘি যোগ করে কিছুক্ষণ ঢেকে রাখবো। ব্যাস, মজাদার আলু-পেঁপে-ফুলকপির মজাদার নিরামিষ রেসিপি তৈরি!

GridArt_20241217_002503464.jpg


GridArt_20241217_002538337.jpg


পরিবেশনঃ


IMG20241216150106.jpg


IMG20241216143928.jpg


IMG20241216150122.jpg


এতক্ষণ সময় নিয়ে আমার পোষ্টটি পড়ার জন্য আপনাকে
🌼 ধন্যবাদ 🌼

20241215_214308.jpg

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
@rme as your proxy
witness_vote.png

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20211205_182705.jpg

আমি- তিথী রানী বকসী, স্টিমিট আইডি @tithyrani। জাতীয়তাঃ বাংলাদেশী। শিক্ষাগত যোগ্যতা : একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বিবাহিতা এবং বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছি।২০২৩ সালের জুন মাসের ১৯ তারিখে স্টিমিটে জয়েন করেছি।
ভ্রমণ করা, বাগান করা, গান শোনা, বই পড়া, কবিতাবৃত্তি করা আমার শখ। পাশাপাশি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন কিছু না কিছু শিখতে, ভাবতে। যেখানেই কোন কিছু শেখার সুযোগ পাই, আমি সে সুযোগ লুফে নিতে চাই৷ সর্বদা চেষ্টা থাকে নিজেকে ধাপে ধাপে উন্নত করার।



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ফুলকপির নিরামিষ ডালনা রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার কাছে অনেক ভালো লেগেছে। এত মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ রায়হান ভাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

  ·  5 days ago (edited)

Screenshot_2024-12-17-01-32-17-77_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-12-17-01-30-26-47_0b2fce7a16bf2b728d6ffa28c8d60efb.jpg

Screenshot_2024-12-16-21-02-08-45_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-12-16-21-00-46-29_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg

Screenshot_2024-12-16-23-52-32-00_23bb9e0ea952186c441897efdc323bdd.jpg

SuperWalk টাস্কের স্ক্রিনশট শেয়ার করবেন এখন থেকে।

আচ্ছা ভাইয়া। আমি গতকালকের টা এডিট করে যুক্ত করে দিচ্ছি।

দিদি এত সুন্দর রেসিপি খাবার মেনুতে থাকলে এক প্লেট কেন এক গামলা ভাব শেষ করে দিতে পারবো। একটি সবজি দিয়ে অনেক চমৎকার ডালডা রেসিপি তৈরি করেছেন দেখে খেতে ইচ্ছা করছে। এ ধরনের নিরামিষ রেসিপি অবশ্যই অনেকদিন খাওয়া হয় না। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাই। আমারো বেশ অনেকদিন পর এমন নিরামিষ ডালনা খাওয়া হলো!

একদম ঠিক বলেছেন আপু শীতের সময় আর কিছু ভালো লাগুক আর না লাগুক শীতের সবজি গুলো সবার কাছে খুবই প্রিয়। আলু ,পেঁপে ও ফুলকপি দিয়ে দারুন নিরামিষ রান্না করেছেন । যেটা খুবই পুষ্টিকর খাবার। অনেক ভালো লাগলো আপনার রেসিপি তৈরি। সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

  ·  5 days ago (edited)

আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ রিপন ভাই।

অসাধারণ দিদিভাই আপনি অনেক সময় নিয়ে যত্নের সাথে শীতের সবজি আলু,পেঁপে, ফুলকপির নিরামিষ ডালনা রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। যা দেখে আমার খুবই ভালো লাগলো সেই সাথে খেতে ইচ্ছে করছে। শীতকালটা আমার একমাত্র এই সবজির জন্যই বেশি ভালো লাগে। কারণ এই শীতকালে টাটকা টাটকা সবজি পাওয়া যায়। যাইহোক দিদিভাই আপনার রন্ধন প্রণালী এবং পরিবেশন দেখে মনে হচ্ছে রেসিপিটা খুবই সুস্বাদু হয়েছিল। আর এই রেসিপি দিয়ে অনেকগুলো ভাত খেয়ে নেয়া যাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই সুস্বাদু এই রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সব তরকারিতে পেঁয়াজ রসুন আমার একদম ভালো লাগে না৷ আর অতিরিক্ত পেঁয়াজ রসুন কিন্তু শরীরের ক্ষতিও করে। আমিও তাই বেশিরভাগ সময়ই এই ভাবেই রান্না করি পেঁয়াজ রসুন ছাড়া। নিরামিষ আর আমিষ বললাম না কারণ পেঁয়াজ রসুন নিরামিষ আমিষের আওতায় পড়ে না৷ নিরামিষ আমিষের সংজ্ঞাটা আলাদা৷ সেটা আপনাকে পরে কখনও গল্প করতে করতে বলব। কেমন?

আমাদের এখানে পেয়াজ-রসুন ও আমিষের কাতারেই ফেলে। ছোটবেলা থেকে দেখে আসা আর কি! তবে আপনার থেকে বিস্তারিত জানতে আগ্রহী বৈ কী!

image.png

আপু শীতের সময়ে বিভিন্ন সবজি দিয়ে এই নিরামিষ আমিও প্রায় সময় তৈরি করি। আমার খুব পছন্দের একটি সবজি। ভাত দিয়ে খেতে যেমন ভালো লাগে তেমনি রুটি কিংবা পরোটার সাথে খেতে আরো বেশি ভালো লাগে। শীতের সময়ে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় বলে এই রেসিপি খেতে বেশি ভালো লাগে। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

হ্যা, এই সবজি টা ভাতের সাথেও যেমন মজা লাগে, রুটির সাথেও বেশ মজা লাগে!

ফুলকপি আলুর টমেটো পেঁপে দিয়ে বেশ মজাদার একটি নিরামিষ রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার রেসিপিটি দেখেই তো লোভ লেগে গেল। শীতের সময় সবজি খেতে সেই স্বাদ।শীতির সময় নানান রকমের সবজি দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলে খেতেও বেশ মজাদার হয়।অনেক ধন্যবাদ দিদি, লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

বেশ সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। সত্যিই শীতের সবজির মজাই আলাদা!

এভাবে সবজি রান্না করলে খেতে দারুণ লাগে। আর ফুলকপি দিলে তো এই ধরনের রেসিপির স্বাদ অনেকাংশে বেড়ে যায়। গরম গরম ভাত কিংবা রুটির সাথে এই রেসিপিটা খেতে দারুণ লাগবে। বেশ ভালো লাগলো রেসিপিটা দেখে। যাইহোক এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

জি ভাই। গরম ভাত কিংবা রুটি, দুই এর সাথেই বেশ জমে যায় এমন মাখো মাখো সবজি!

মাছ মাংস খেতে সবসময় ভালো লাগেনা। মাঝেমধ্যে নিরামিষ রেসিপি হলে খেতে বেশ মজাই লাগে। আজকে আপনি আলু পেঁপে এবং ফুলকপি দিয়ে মজার নিরামিষ ডালনা রেসিপি করেছেন। তবে আপনার রেসিপিটি দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। মজা নিরামিষিসিবিটি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

সেটাই আপু, সব সময় মাছ মাংস খেতে ভালো লাগে না। মাঝে মাঝে এভাবে নিরামিষ তরকারিতেই রুচি ফেরে।

একাবারেই ঠিক বলেছেন শীতকালের মজা হলো মজাদার সব্জির জন্য। আর সে সকল সব্জি খেতে বেশ ভালো লাগে। আর এভাবে ফুল কপি রান্না করলে তা খেতে অসাধারন লাগে।তবে আমি শেষে ঘি দেই না। একদিন দিয়ে দেখবো।

নিরামিষ রান্নায় ঘি টা এড করলে সেটার স্বাদ টা ভালো লাগে আমাদের দুজনেরই। তাই নিরামিষ বেশির ভাগ রান্নাত্রি কিছুটা ঘি যোগ করা হয় আমার।

অনেক মজাদার রেসিপি তৈরি করেছেন আপু। শীতকালীন সবজি খেতে আমি অনেক পছন্দ করি। আপনার তৈরি করা আলু পেঁপে ও ফুলকপির নিরামিষ ডালনা রেসিপি দেখে বেশ লোভনীয় লাগছে। দেখে বোঝাই যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ এত মজার রেসিপি শেয়ার করার জন্য।

জি আপু, বেশ মজা হয়েছিলো খেতে। ধন্যবাদ।

ফুলকপি আমার সবচাইতে পছন্দের সবজি। বিশেষ করে শীতের সময় এটা না থাকলে ঐ রেসিপি আমার একেবারে ভালো লাগে না। ফুলকপি পেপে দিয়ে নিরামিষ ডালনা রেসিপি টা বেশ দারুণ তৈরি করেছেন আপু। পাশাপাশি চমৎকার উপস্থাপন করেছেন রেসিপি টা। ধন্যবাদ আপনাকে।

বাহ! আপনার সবচাইতে পছন্দের সবজি যে ফুলকপি, জেনে ভালো লাগলো। আমারো! সবজি তে তো অবশ্যই, বিশেষ করে পাকোড়া 😋😋