সরিষার ক্ষেত ফটোগ্রাফি || ১০% লাজুক খ্যাকের জন্য

in hive-129948 •  3 years ago 

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @torikul001
আজ শুক্রবার , জানুয়ারী ১৪/২০২২


আসসালামু আলাইকুম।
আশা করি সবাই অনেক ভালো আছি। আমিও অনেক ভালো আছি। আপনাদের দোয়াই। ফটোগ্রাফি নিয়ে এসেছি।চলুন শুরু করা যাক।

IMG_20220114_131920_414.jpg

IMG_20220114_132016_369.jpg

IMG_20220114_131941_666.jpg

IMG_20220114_131847_443.jpg

IMG_20220114_131836_258.jpg

IMG_20220114_131614_897.jpg

সরিষা ক্ষেত টি দেখতে পাচ্ছেন। সেটা হলো আমার নিজস্ব সরিষা খেত। সকালে ঘুম থেকে উঠে আমি সরিষা ক্ষেতে বেড়াতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি এই ছবিগুলা সংগ্রহ করি এবং সরিষা ক্ষেতের কি অবস্থা সেটা দেখার জন্য আমি কিন্তু সরিষা খেতে যাই এবং মনে হল যে এখান থেকে কিছু ছবি নিলে ব্লক তৈরি করতে পারব।

একা গিয়েছিলাম আমার সরিষা খেতে। সেখানে সেলফি নিয়েছি একটা এবং বেশ কিছু সরিষা ক্ষেতের ছবি সংগ্রহ করতে পেরেছি।

IMG_20220114_130112_589.jpg

IMG_20220114_130105_023.jpg

এখানেই গম গুলা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু সরিষা ক্ষেতের পাশের জমি থেকে নেওয়া এটা আমার নিজস্ব জমি এখানে আমি প্রায় বেড়াতে যায়।জমিগুলো দেখার জন্য।

শ্রেণী --------- সরিষা খেত

ভূগৈালিক অবস্থা ---------https://w3w.co/turnips.quivered.mothballs

মোবাইল ক্যামেরা----------infinix hot play

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ফটোগ্রাফি গুলো ভালো করেছেন। তবে আপনার উপস্থাপনা টা ভালো ছিল না। যদিও আপনি এখনো লেভেল -৩ এর ক্লাস করেননি। কিন্তু তারপরও আরেকটু ভালো আশা করেছিলাম পোস্ট টা। একটু সাজিয়ে লিখলে ভালো লাগত।

এই গঠন মূলক কথা বলার জন্য ধন্যবাদ আপনাকে

সরিষার ক্ষেতে ঘুড়তে অনেক মজা লাগে এই শীতের সময়ে। সরিষার ক্ষেত মানেই অন‍্যরকম এক ভালো লাগা। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর লেগেছে আমার কাছে। উপস্থাপন সম্পর্কে আরো লেখার প্রয়োজন ছিল আপনার। সেই সাথে মার্কডাউনের ব‍্যবহারের অনেক ঘাটতি ছিল। আশা করছি এবিবি স্কুলের ক্লাস গুলো নিয়মিত করবেন এবং সকল কিছু জেনে নিবেন। ধন্যবাদ আপনাকে।

জি ভাইয়া আমি ক্লাস গুলো নিয়মিত করছি। ধন্যবাদ আপনাকে

সরিষা ফুলের ফটোগ্রাফি গুলো সত্যিই অসাধারণ দেখাচ্ছে। আসলেই হলুদ ফুল গুলো দূর থেকে দেখতে যেমন সুন্দর দেখায় কাছ থেকে অনেক সুন্দর লাগে। আমার খুব ভালো লাগে এই সুন্দর ফুল গুলো দেখলে। কারণ ফুল গুলো দেখতে খুবই সুন্দর। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল এত সুন্দর ফটোগ্রাফি আমাদের শেয়ার করার জন্য।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার পোস্ট পড়ার জন্য। ভালো থাকবেন সুস্ত থাকবেন এই কামনায় করি

খুব সুন্দর ফটোগ্রাফি। সরিষাগুলো দেখে মন ভরে গেলো। আমাদের এখানেও সরিষা খেত আছে। আমি প্রায়ই দেখতে যাই। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

➡️ সরিষা ক্ষেতের ফটোগ্রাফি দেখতে খুবই ভালো লেগেছে। সরিষা ক্ষেত দেখতে খুবই সুন্দর দেখায়। আমাদেরও বাড়ির পাশে অনেক বড় একটি জমিনের মধ্যে সরিষা ক্ষেত করেছে। আমি প্রায় সময় বিকেল বেলা ওইখানে গিয়ে বসে থাকি। আমার খুবই ভালো লাগে। শুভকামনা রইল আপনার জন্য।

ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর লাগছে। সরিষা ক্ষেতের ফটোগ্রাফি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখতে অসাধারণ লাগছে।

সরিষার ক্ষেতের অসাধারণ কিছু আলোক চিত্র আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন।।
আমার ও খুব ভালো লাগে। মাঝেমধ্যেই ঘুরাঘুরি করি।
সুন্দর উপস্থাপন করেছেন।।

সরিষা ক্ষেতের অনেক সুন্দর কিছু আলোকচিত্র আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনি খুবই সুন্দর ভাবে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য তা আমাদের মাঝে তুলে ধরতে সক্ষম হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর কিছু জিনিস আমাদের মাঝে তুলে ধরার জন্য।