নিজ হাতে তৈরী রঙিন কাগজের ফুল ❀ ১০% প্রিয় লাজুক খ্যাকের জন্য

in hive-129948 •  3 years ago 

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @torikul001
আজ মঙ্গলবার , জানুয়ারী ১১/২০২২


আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও অনেক ভালো আছি। আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদের মাঝে (আমার বাংলা ব্লগ) কমিউনিটিতে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরী করেছি। তা এখন উপস্থাপন করব। চলুন শুরু করা যাক।

IMG_20220110_195907_236.jpg

সর্বশেষ মূল ছবি


ধাপ - ০১


IMG_20220110_192444_698.jpg

               রঙিন কাগজ দিয়ে ফুল তৈরী প্রয়োজনী উপকরণ 

১। রঙিন কাগজ
২। গাম
৩। কাইচি
৪। কাটা কম্পাস
৫। কলম

ধাপ - ০২


IMG_20220110_192658_118.jpgIMG_20220110_192731_658.jpg

রঙিন কাগজ নেই। এবং কাগজটি সুন্দর করে ভাজ করে নেই।

ধাপ - ০৩


IMG_20220110_192935_013.jpg

কাটা কম্পাস দ্বারা সুন্দর করে বৃত করে নেই এবং সেটাকে কাইচির সাহায্যের সুন্দর ভাবে কেটে ফেলি।

ধাপ - ০৪


IMG_20220110_193039_750.jpg

রঙিন কাগজ গুলো বৃত্ত করার কাজ শেষ হয়ে গেছে এখন পরবর্তী ধাপে যাব আমি এখন।

ধাপ - ০৫


IMG_20220110_193140_061.jpg

রঙিন কাগজের যে বৃত্তগুলো তৈরি করেছি সেগুলো এখন গামের সাহায্যে লাগিয়ে দেয়।

ধাপ - ০৬


IMG_20220110_193602_563.jpg

রঙিন কাগজের বৃত্ত গুলো মড়ক বানানোর কাজ শেষ হয়ে গেছে। এখন পরবর্তী ধাপে চলে যাব।

ধাপ - ০৭


IMG_20220110_193959_497.jpg

বড় একটি কার্টুন কাগজ নেই এবং এটি বৃত্ত তৈরি করে ফেলি।

ধাপ - ০৮


IMG_20220110_194224_721.jpg

বৃত্ত তৈরির কাজ শেষ হয়ে গেছে।

ধাপ - ০৯


IMG_20220110_194726_703.jpg

কার্টুনের বৃত্তটির উপরে এবার আমি গাম লাগিয়ে দেয়।

ধাপ - ১০


IMG_20220110_194908_363.jpgIMG_20220110_195433_649.jpg

রঙিন কাগজের মোড়ক গুলো খুব সুন্দর ভাবে ওই কার্টুনের ওপরে আঠা লাগানো আছে। ওইখানে একটা একটা করে লাগিয়ে দেই।

ধাপ - ১১


IMG_20220110_195717_758.jpg

এই ফুলটি আলাদা ভাবে তৈরি করে নেয় এবং এটি ওই মড়কের সাথে মেরে দেয়।

IMG_20220110_195923_440.jpgIMG_20220110_195907_236.jpg

অনেক কষ্টের পর এই ফুলটি তৈরি করতে আমি সক্ষম হই এবং সর্বশেষ এই ছবিটি আমি সেখান থেকে সংগ্রহ করে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ফুল আপনি তৈরি করেছেন। ফুলের কালার কম্বিনেশন টা খুব সুন্দর ছিল। অনেক দক্ষতা সহকারে আপনি কাজটি করেছেন বোঝাই যাচ্ছে। এবং আপনি ফুলটি তৈরি প্রত্যেকটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেন দেখিয়েছেন।অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফুল তৈরি করে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

রঙিন কাগজ ব্যবহার করে আপনি চমৎকার একটি ফুল বানিয়েছেন।প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন।আপনার জন্য শুভ কামনা রইলো।

আমার পোস্ট পড়ার জন্য ধন্যবাদ আপনাকে

বাহ্ দারুণ হয়েছে! রঙিন কাগজের তৈরি ফুলটি আপনি খুব সুন্দর করে তৈরি করেছেন। প্রতিটি ধাপ বিস্তারিতভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

আমি ধাপ গুলি খুব সুন্দর করে বর্নণা করেছি। সেটা বলার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

রঙ্গিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ফুল বানিয়েছেন। আমার খুবই ভাল লাগল। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আমার আসলেই এগুলো দেখতে অনেক ভালো লাগে। দারুন ছিল। আপনার জন্য শুভকামনা রইল


IMG_20220106_113311.png

আমি ভাল জিনিস উপহার দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

রঙিন কাগজ ব্যবহার করেও অসাধারণ একটি ফুল তৈরি করেছেন ভাইয়া । ধাপে ধাপেআপনি সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।যা ফুলের সৌন্দর্য বৃদ্ধি করেছে। এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনি খুব সুন্দর করে আমার পোস্ট পড়ে যেগুলো গুছিয়ে আমাকে লিখেছেন। তার জন্য ধন্যবাদ

সবুজ আর কমলা রঙিন পেপার দিয়ে অনেক সুন্দর একটা ফুল তৈরি করেছেন। কমলা কালারের ফুলের উপরে আবার নিন ছোট একটা ফুল দিয়েছেন দেখতে তো তাতে আরো অনেক সুন্দর দেখাচ্ছে। আমার কাছে দেখে ভীষণ ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফুল তৈরি করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য

পাবনার তৈরি কাগজের ছবিটি খুবই চমৎকার হয়েছে। আপনি অনেক দক্ষতার সাথে মাপজোক সব ঠিক রেখে দারুন ভাবে তৈরি করেছেন। আর প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

বাহ ভাইয়া রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর ফুল তৈরি করেছেন আপনি। সত্যি অনেক ভালো লাগলো দেখে আপনার পরিচয় গুলো। প্রত্যেকটা ধাপ নিখুঁত ভাবে তৈরি করে শেয়ার করেছেন আমাদের সাথে। শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটা ফুল তৈরি করেছেন। রঙিন কাগজ টাকে গোল গোল করে কেটে ফুল তৈরি করতে অনেক সময় লেগেছে। তেমনি অনেক সুন্দর এবং আকর্ষণীয় দেখাচ্ছে আপনার ফুল তৈরি টা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল এত সুন্দর একটা ফুল তৈরি করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

আমিও খুব খুশি এই ফুলটি আপনাদের মাঝে উপহার দিতে পেরে। ধন্যবাদ জানাই আপনাকে।

আপনার হাতে তৈরি রঙিন কাগজের ফুলটি সত্যি খুব সুন্দর ছিল। এবং দেখতে দারুণ লাগছিল। আপনি অনেক পরিশ্রম করেই অনেক সময় নিয়ে আমাদেরকে অনেক সুন্দর একটি রঙিন কাগজের ফুল উপহার দিয়েছেন। এবং প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখেছেন। আপনার প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল।

ভাই আপনার রঙ্গিন কাগজের ফুল আসাধারণ হয়েছে। ফুল বানানোর প্রত্যেকটি ধাপ অনেক সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে একটা সুন্দর রঙিন কাগজের ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

রঙিন কাগজ ব্যবহার করে আপনি খুব সুন্দর একটি ফুল তৈরি করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে বিশেষ করে কালার কম্বিনেশন টা দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য

আপনার রঙিন কাগজের ফুলটি দেখতে খুবই সুন্দর হয়েছে। বেশ ভালই বানিয়েছেন জিনিসটি। এভাবেই সুন্দর সুন্দর পোস্ট আমাদের সাথে শেয়ার করতে থাকুন। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া আপনাকে কাজে উৎসাহিত করার জন্য।

Loading...

রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি ফুল তৈরি করেছেন।খুব ভালো লাগলো।আর প্রতিটি ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন।শুভ কামনা রইলো আপনার জন্য।

আপনি রঙিন পেপার দিয়ে অনেক সুন্দর একটি ফুল তৈরি করেছেন যা দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।