ফটোগ্রাফি নিজ গ্রামের ফল|| ১০% প্রিয় লাজুক খ্যাকের জন্য।

in hive-129948 •  3 years ago 

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @torikul001
আজ শুক্রবার , জানুয়ারী ২১/২০২২


আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। ইনশাল্লাহ সবার অনেক ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

IMG_20220121_145906_896.jpg

IMG_20220121_145903_643.jpgIMG_20220121_145901_529.jpg

আমাদের গ্রাম্য অঞ্চলে খেজুর গাছ কিন্তু খুবই জনপ্রিয় একটি গাছ। কারণ এই গাছটি থেকে প্রতিটি মানুষই বিভিন্ন ভাবে উপকৃত হয় থাকে।

IMG_20220121_145829_428.jpg

খেজুরের উপকারীতাঃ

খেজুর শক্তির একটি ভালো উৎস এবং এই খেজুর খেলে শরীরের ক্লান্তি দূর করে। খেজুরের মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে। আবার এই খেজুর গাছকে আমরা চাকু দ্বারা কেটে তা থেকে রস বের করে খেতে পারি। খেজুর গাছের পাতা দিয়ে আমরা পার্টি তৈরি করেতে পারি।

IMG_20220121_145856_533.jpg

খেজুর গাছে উঠার নিয়মঃ

খেজুর গাছে উঠতে হলে আপনাকে অবশ্যই কিছু নিয়ম-কানুন মেনে চলতে হবে। যেমন প্রথমে এসে আমি ধারালো ছুরি দ্বারা ধাপ তৈরী করে নেই। তারপর ধাপে ধাপে পা দিয়ে গাছে উঠতে পেরেছিএবং সেখান থেকেই এটা আমি সংগ্রহ করি।

IMG_20220121_145526_891.jpg

অচেনা এক ফল

অচেনা এক ফল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এটা সাধারণত সব জায়গায় দেখতে পাওয়া যায় । কিন্তু এটি আমাদের গ্রামে একটি জায়গায় আছে। আমরা সবাই তাকে বেল বলে পরিচয় দেয়।

IMG_20220121_145445_422.jpg

ফলের ভিতরের অংশঃ

এই ফলটা যদি আমরা ভেঙে ফেলি তাহলে ভেতরের অংশটি দেখতে সাধারণত দেশীয় বেলের মত। তাই আমরা এর নাম বলি মোটা বেল। এর তো নাম আছে কিন্তু আমরা কেউ জানিনা।

IMG_20220114_092627_580.jpg

এই বেলের গা একসময় সাদা ধরনের হয়ে যায়। তারপরে আমরা বুঝতে পারি যে এই বেলটা হয়তো পেকে গেছে। তখনই আমরা এটাকে গাছ থেকে পেড়ে রেখে দেই। কিছুদিন পরেই খাওয়ার জন্য খুবই উপযোগী হয়ে ওঠে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। শুভেচ্ছা রইল সবাইকে।

মোবাইলinfinix hot play
ফটোগ্রাফিগ্রাম্য
ফটোগ্রাফারনিজ
দেশবাংলাদেশ
ভূগৌলিক অবস্থাhttps://w3w.co/consonant.worksites.impoverish



ধন্যবাদ সবাইকে

@torikul001

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ দারুন কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম তো ভালোই লেগেছে ।আপনার গ্রামের খেজুর গাছের দৃশ্য এবং বেল গাছের দৃশ্যের সাথে আপনার ছবি খুব সুন্দর ফুটে উঠেছে। পরবর্তী সময়ে আরও সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে চাই।

➡️ অন্য ধরনের সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। অন্যরকম একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

ভাই ভালো ছবি তুলেছেন আপনি কিন্তু ছবি তোলার জন্য গাছে না চরাটাই ভালো পরে বিপদ ঘটে গেলে তার জন্য কেউ দায়ী থাকবে না। শুভকামনা রইল আপনার জন্য

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আপনার যেই ফটোটা দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনি খেজুর গাছে উঠে খেজুরের ফুলের সাথে যেই ছবিটা দিয়েছেন সেই ছবিটা আমাকে মুগ্ধ করেছে ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।