এসো নিজে করি ||রঙিন কাগজ দিয়ে পাতা ফুলের গাছ|| ১০% প্রিয় লাজুক খ্যাকের জন্য।

in hive-129948 •  3 years ago 

হ্যালো..!!
আমার প্রিয় স্টিমিট বন্ধুরা,
আমি বাংলাদেশ থেকে @torikul001
আজ রবিবার , জানুয়ারী ৯/২০২১

IMG_20220109_005900_117.jpg

আজ আমি আপনাদের মাঝে পাতা ফুল নিয়ে হাজির হয়েছি সেটা এখন উপস্থাপনা করব। চলুন শুরু করা যাক।

১ নং ধাপ

IMG_20220109_133025_124.jpg

প্রয়োজনীয় উপকরণঃ
১। রঙিন কাগজ
২। গাম
৩। কাইচী

২ নং ধাপ

IMG_20220109_000759_642.jpg

সবুজ একটি কাগজ নেই।

৩ নং ধাপ

IMG_20220109_000825_739.jpg

সবুজ কাগজ দিয়ে। পাতা ফুলের লগ তৈরী করে নেই।

৪ নং ধাপ

IMG_20220109_000949_839.jpg

কিছু সবুজ কাগজ নেই। পাতা তৈরী করার জন্য

৫ নং ধাপ

IMG_20220109_001045_648.jpg

রঙিন কাগজ গুলো তিন ভাগে ভাগ করে নেই। এবং পরপর তিনটা ভাজ করি।

৬ নং ধাপ

IMG_20220109_001904_046.jpg
কাইচি দ্বারা সুন্দর করে কাগজের টুকরো কে পাতা আকৃতি করে কেটে নেই। খুবই সাবধানতার সাথে এটি কেটে নিতে হবে। নইলে পাতা আকৃতি করা সম্ভব হবে না।

৭ নং ধাপ

IMG_20220109_002104_612.jpg

পাতা আকৃতি করি এখন কেটে নেয়া হয়ে গেছে আমার। আমি এখন এগুলা মিলিয়ে রাখতে পারি।

৮ নং ধাপ

IMG_20220109_002943_651.jpg

কাইচি দ্বারা সুন্দর করে চিকন চিকন করে কেটে নিতে হবে। খুব সাবধানতার সাথে কাটতে হবে। যেন এটা বেশি ভিতরে কেটে না যায়।

৯ নং ধাপ

IMG_20220109_003427_990.jpg
পাতাগুলো সুন্দরভাবে চিকন চিকন করে কাটা কাজ শেষ হয়ে গেছে। এখন আমি পরবর্তী ধাপে যেতে পারি।

১০ নং ধাপ

IMG_20220109_003936_806.jpg
কাগজের পাতাগুলোকে কলম দ্বারা আলতোভাবে টেনে টেনে রেখে দেই। খুব সাবধানতার সাথে টানতে হবে। যেন কাগজের পাতা গুলো ছিড়ে না যায়।

১১ নং ধাপ

IMG_20220109_004818_804.jpg

রঙিন কাগজ দিয়ে যে লগ তৈরি করেছিলাম। সেটার সাথে গাম দ্বারা পাতাগুলো একটা একটা করে লাগিয়ে দেই।

সর্বশেষ ১২ নং ধাপ

IMG_20220109_005523_908.jpg

অতিকষ্টের ফল আমি পেলাম। কারণ পাতা ফুল বানানোর কাজ শেষ। এই পোস্টটি তৈরি করতে গিয়ে আমি অনেকখানি বিপর্যয়ের মধ্যে পড়ে গিয়েছিলাম কারন কিভাবে তৈরি করব এটার জন্য। কিন্তু পরে আমি এটা খুব ভালো ভাবে তৈরী করে ফেলি। লেখার মাঝে কোন ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

IMG_20220109_184253_759.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

রঙিন কাগজ ব্যবহার করে পাতা ফুলের গাছ দারুন ভাবে তৈরি করেছেন। অনেক ভালোলাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল


IMG_20220106_113311.png

ধন্যবাদ আপনাকে ভাইয়া আমার পোস্ট পড়ার জন্য

রঙিন কাগজ দিয়ে তৈরি পাতা ফুলের গাছ খুবই সুন্দর হয়েছে। সবুজের প্রকৃত রুপ আপনার তৈরির মধ্যে অসাধারণ হয়েছে। অনেক অনেক শুভকামনা রইল ভাই। 😍😍

রঙিন কাগজ দিয়ে পাতা ফুলের গাছ অনেক সুন্দর হয়েছে। পাতাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। আপনি অনেক সুন্দর করে রঙিন কাগজের ব্যবহার করে এই পাতাগুলো তৈরি করেছেন। যা আমার কাছে খুবই ভালো লেগেছে। ভাইয়া আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অনেক সুন্দর ভাবে রঙিন কাগজের ব্যবহার করে পাতা ফুল তৈরি করার জন্য।

ভাই সুন্দর হয়েছে আপনার কাজ। কিন্তু ছবি তোলার সময় পেছনের ব্যাকগ্রাউন্ড অন্য কোন কালারের হওয়া উচিত ছিল তাহলে পাতা ফুলের গাছটি দেখতে আরো সুন্দর লাগতো। শুভকামনা রইল আপনার জন্য।

ভাইয়া অসাধারণ একটি ফুলের গাছ বানিয়েছেন আপনি। প্রতিটা ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

রঙিন কাগজ দিয়ে আপনি খুবই চমৎকার পাতা ফুলের গাছ বানিয়েছেন।খুবই সুন্দর হয়েছে ধাপ গুলো গুছিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

ওয়াও বেশ ভালো হয়েছে আপনার রঙিন কাগজ দিয়ে পাতা ফুলের গাছ। আর ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা রইল

রঙ্গিন কাগজ দিয়ে তৈরি পাতা ফুলের গাছটা দেখতে অনেক সুন্দর লাগছে। পাতা ফুলের গাছ তৈরির প্রতিটি ধাপের বিবরণ গুলো অতি চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। খুবই সুন্দর একটি পোষ্ট উপহার দেয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।