একটি দেশের পতাকা, ওই দেশের আত্মমর্যাদার প্রতীক।

in hive-129948 •  18 days ago 
জাতীয় পতাকা শুধুমাত্র কাপড় নয়, এটি প্রতিটা দেশের পরিচয়। আমরা যে দেশে বাস করি তার প্রতীক । ওই ছোটো পতাকার মধ্যে লুকিয়ে থাকে একটি দেশের ইতিহাস। আর তাই এই পতাকা নিয়ে আমাদের সকলের গর্ব। একটি দেশের পতাকা গর্ভ হয় কখন যখন সে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করে পতাকা অর্জন করা হয় । স্বাধীনতার জন্য কতটা ত্যাগ স্বীকার করেছেন। পতাকার রং রক্ত, ঘাম দিয়ে রাঙানো। পতাকার জন্য কতো মানুষকেই না প্রাণ দিতে হয়েছে। তাই পতাকার প্রতি শ্রদ্ধা থাকাটা এবং আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।


4eb7af48-de6c-4e1f-9241-b70f06c39816.webp

সোর্স: AI created


যেকোনো ইস্যু নিয়ে পতাকাকে ক্ষুন্ন করা এটা সত্যি খারাপ একটি কাজ। দেশের মধ্যে অরাজকতা বিশ্রাম করা হতেই পারে কিন্তু তাই বলে এই না অন্য দেশের পতাকা কে মান ক্ষুন্ন করতে হবে। একবার নিজের দেশের কথাই ভেবে দেখেন নিজের দেশের লাল পতাকাকে অর্জন করতে গিয়ে কত কিছু করতে যে কত রক্ত ঝরাতে হয়েছে। নিজের দেশেরটা যেমন অর্জন করতে এতটা ত্যাগ দিতে হয়েছে ঠিক তেমনি অন্য দেশেও তার পতাকার জন্য অনেক কিছু করেছে এটাও তা আপনাদের মাথায় রাখতে হবে। প্রতিটা মানুষের মতো দেশপ্রেম রয়েছে আর দেশপ্রেমের মূল উদ্দেশ্য কিন্তু পতাকা কারণ একটা পতাকায় কিন্তু দেশের মানুষ পরিচয় তুলে ধরে। যেকোনো খেলার ইভেন্টে বাজে কোন জায়গায় দেখবেন একটা দেশের পতাকা তুলে রেখেছে এর অর্থ কি ওই দেশে কেন অংশগ্রহণ করেছে তাহলে বুঝতে হবে পতাকাটা কত মূল্যবান। যারা এই পতাকার মর্ম বোঝে না তারা এ ধরনের কাজ করার কাজে লিপ্ত থাকে। কোন বিষয়ের উপরে আপনার খুব থাকতে পারে রাগ থাকতে পারে দেশের মানুষের প্রতি আপনার অভিন্ন মতামত থাকতে পারে তাই বলে আপনি পতাকার উপরে এ ধরনের কাজ করতে পারেন না। এটা একদিকে যেমন দৃষ্টিকোসর অন্যদিকে তেমন দুই একটা দেশের অপমান করা। তাই ব্যক্তিগত মতামত অনুযায়ী আমি মনে করি এসব কিছু ছাড়িয়ে দেশের কথা সম্মান করা উচিত।


প্রতিটা মানুষের ভিতরে তার নিজের দেশের প্রতি ভালোবাসা রয়েছে এবং পতাকার প্রতি সম্মান রয়েছে । কেউ যদি এই সম্মান টাকে অক্ষুন্ন করে তাহলে কিন্তু সেটা সহ্য করার মতো নয়। প্রত্যেকটা দেশের প্রতি দেশের মানুষের প্রতি পতাকার প্রতি মানুষের শ্রদ্ধেয় ভক্তি থাকা উচিত। মানুষ খারাপ হতে পারে দেশ খারাপ হতে পারে কিন্তু পতাকা এই পতাকার জন্য অনেক ইতিহাস থাকে অনেক রক্ত থাকে। অনেক কষ্টের বিনিময়ে যে পতাকা পেয়ে থাকে সে কথা কাউকে অন্য কারো অসম্মান করা কোন অধিকার নেই। যে কোন দেশের ভাতৃত্ব বোধের মধ্য দিয়ে চলতে হবে। একটা বিষয় অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে সেটা হলো একটা জিনিস আপনার কাছে যেমন গুরুত্বপূর্ণ ঠিক ওই জিনিসটা অন্যের কাছে গুরুত্বপূর্ণ। তাই দেশের মধ্যে যেকোনো ইস্যু নিয়ে আপনার দ্বন্দ্ব বিরোধ থাকতে পারে কিন্তু এগুলো পতাকাকে অসম্মান করার সাহসটা না দেখানো উচিত। কারণ একটা দেশের পতাকা ওই দেশে পরিচয় বহন করে।


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার দুইটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

খুবই সুন্দর করে পতাকার বিষয়টি ব্যাখ্যা করলেন ভাই। পতাকা প্রাপ্ত করতে গিয়ে অনেক রক্ত ঝরাতে হয়েছে একথা সত্য। যে কোন দেশকেই অনেক কষ্ট করে তাদের পতাকা অর্জন করতে হয়। তাই কোন দেশের পতাকাতেই অসম্মান করার অধিকার কারো নেই। আসলে আবেগের বশবর্তী হয়ে মানুষ অনেক ভুল কাজ করে থাকে। আপনি সেগুলোই সুন্দর করে ব্যাখ্যা করলেন।

আপনার সাথে একমত ভাই, হয়তোবা আবেগের বসতে কাজটি করেছে। কিন্তু আবেগটা সেই পর্যন্ত পৌঁছানো উচিত নয়, যেটা কোন দেশ এবং দেশের জনগণের মনে রক্তক্ষরণ হয়। আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

পতাকা একটি দেশের সম্মান। কেউ যদি অতি আবেগি হয়ে পতাকার সম্মান নষ্ট করে তাহলে সেটা মানসিক অসুস্থতার লক্ষণ। যাইহোক সকলের শুভ বুদ্ধির উদয় হোক এবং জাতীয় পতাকার সঠিক সম্মান দেবে এই কামনা করি।
বেশ গুছিয়ে লিখেছেন ভাই।

মানুষের বুদ্ধি লোপ পেয়েছে বলেই এ ধরনের কাজ করতে সাহস পায়। জ্ঞান যুক্ত মানুষ সঠিক পথে থাকে সব সময়।

আজকের দিনে এসে সোশ্যাল মিডিয়া তোলপাড় পতাকার অবমাননা নিয়ে। পতাকা হলো একটি দেশের প্রতীক। পতাকাকে অপমান করা মানে পুরো গোটা দেশকে অপমান করা। তাই আমাদের সকলের উচিত প্রতিটি দেশের পতাকাকে সম্মান করা। আমরা একজন বিবেকবান মানুষ হয়ে কখনোই পতাকাকে অবমাননা করতে পারি না। যারা পতাকার অবমাননা করে তাদের এই হিংসাত্মক মনোভাব ত্যাগ করা উচিত।

যদি সম্মান না দিতে পারেন অসম্মান করা দরকার নেই। উদ্বিগ্ন কোনো কাজ না করাটাই শ্রেয়।

দারুন বলেছেন ভাইয়া একটি দেশের পতাকা, ওই দেশের আত্মমর্যাদার প্রতীক।
আসলে দেশের সাথে টানাপোড়েন হতে পারে সময়ের সাথে তা ঠিকও হয়ে যাবে কিন্তুু তাই বলে অন্য দেশের পতাকাকে অসম্মান এটা কাম্য নয়।অন্য দেশের পতাকা অবমাননা করতে গিয়ে যে নিজের দেশ ও দেশের পতাকাকে অপমান করার সুযোগ করে দেয়া হয় তা বোঝার ক্ষমতা থেকেও বুঝতে চাই না আমরা। ধন্যবাদ ভাইয়া সুন্দর কথা গুলো তুলে ধরার জন্য।

চলার পথে কিছু জিনিস থাকে যেগুলোকে কখনোই নাড়ান দেয়া উচিত না। আমি মনে করি পতাকা তার মধ্যে অন্যতম।

সুন্দর লিখেছেন ভাই। একটা দেশের পতাকা সবসময় ঐ দেশকে প্রকাশ করে থাকে। পতাকা টা কোন এক টুকরো কাপড় না একটা গৌরবের প্রতিক। আমি চাই না এভাবে কোন দেশের পতাকা অবমাননা করা হোক।

আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।