আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি খেলাধুলা বিষয় সম্পর্কে আপনাদের সামনে একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি।
খেলার রিভিউ।
পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে অর্থাৎ এটাই শেষ ওডিআই ম্যাচ। যেহেতু এটি শেষ ওডিআই ম্যাচ তাই আমি আগের দুইটার ফলাফল আপনাদের সামনে বলছি, প্রথম ওডিআই পাকিস্তানকে পরাজিত করে এবং দ্বিতীয় ওডিআই পাকিস্তান অস্ট্রেলিয়া কে পরাজিত করে। অর্থাৎ এখন তারা একে একে সমতায় রয়েছে। শেষ ওডিয়াতে পাকিস্তান ট্রসে যেতে ব্যাট করার সিদ্ধান্ত নেন এবং তাদের সিদ্ধান্তটা কিন্তু ভালো একটা সিদ্ধান্ত নেয় এবং এই সিদ্ধান্তে তারা বেশ ভালো কাজে লাগিয়েছে। পাওয়া প্লে প্রথম ১০ ওভার এর মধ্যে তাদের দুইটা উইকেট হারিয়ে ফেলে। দ্বিতীয় ওডিআই ম্যাচে অস্ট্রেলিয়ার বেশি সুবিধা করতে পারেনি কিন্তু আজকে শেষ ওটাই ম্যাচ নিশ্চই তারা ভালো কিছু করবে।
অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ানডে ম্যাচের মত শেষ ওয়ানডে ম্যাচেও তাদের শোচনীয় ভাবে পরাজিত হবে মনে হচ্ছে কারণ এই মুহূর্তে তাদের ৬ উইকেট শেষ। অস্ট্রেলিয়ার পিছে অস্ট্রেলিয়ার এমন বাজে পারফরম্যান্স সত্যি হতাশা করেছে। যেখানে ২২ ওভার খেলা শেষে ১০০ রান হয়নি উইকেট হারিয়েছে তারা ছয়টি । অস্ট্রেলিয়া নিজেদের মাঠে কিন্তু দারুণ ছন্দে থাকে কিন্তু তাদের এই ছন্দপতনের মূল কারণ খুঁজে পেলাম না। তবে যদি বলি যে পেয়েছি সেটা হল পাকিস্তানের বোলিংরা। তারা চারটা পেশার নিয়েছে এই অস্ট্রেলিয়ার সিরিজে। এবং তারা যে উদ্দেশ্য নিয়ে করেছে সেটা কিন্তু তারা সফলকাম হয়েছে।
শেষ পর্যন্ত তারা ১৪০ রানে অল আউট হয়ে যায়। যদিও একজন থাকে কিন্তু শাহিন আফ্রিদির বলে তার হাতে লাগায় সে আর খেলতে পারেনা অর্থাৎ সে ইনজুরিতে চলে যায়। আর তার ইনজুরির কারণেই তাদের নয় উইকেটে ১৪০ রানে ইনিংস শেষ করতে হয়। হারিস রউফ শাহিনা আফ্রিদিদের বোলিং তোকে তারা দাঁড়াতে পারেনি। পাকিস্তানে বলেন কৃতজ্ঞ জানানো উচিত কারণ তারা তিনটে ওডিআই ম্যাচের তিনটাই ভালো বল করেছে তবে শেষ দুইটাতে তারা সত্যি দুর্দান্ত। নিজেদের এই মাঠে এভাবে তাদেরকে পরাস্ত করবে এবং এভাবে তাদেরকে ধবল ধোলাই করবে এটা তারা কখনোই ভাবেনি অস্ট্রেলিয়া টিম।
এদিকে দ্বিতীয় ওডিআই ম্যাচ যেভাবে অস্ট্রেলিয়া বোলিং দিয়ে ধবল ধোলাই করেছে ঠিক তেমন শেষ রোডে ম্যাচে একই অবস্থা আমরা দেখলাম। একই পিছে যেখানে অস্ট্রেলিয়ার পাকিস্থানে বোলিং এর সামনে দাঁড়াতে পারেনি সেখানে পাকিস্তান অস্ট্রেলিয়ার মাঠে এসে অস্ট্রেলিয়া বোলিংদেরকে ধবল ধোলাই করল। অর্থাৎ প্রায় 80 রানের কাছাকাছি তখন প্রথম উইকেট পড়ে অবশ্য তারপরের ওই একই ওভারেই আবারও একটা উইকেট পড়ে যদিও দুই উইকেট পরে তারপরও পাকিস্তান ছিল বেশ স্বাচ্ছন্দে খেলে গিয়েছিল মনে হচ্ছে না যে তাদের কোন প্যারা রয়েছে। তবে ব্যাটিংয়ের সাইন আইয়ুবকে প্রশংসা না করলেই নয় যেখানে মরা পিছে সে দারুন ভাবে ছন্দে খেলে গেছে।
প্রথম ওপেনিং ছুটিতে যে ভিত গরে দিয়েছে তাতে ১৪০ রান করতে বেশি সময় লাগে নি তাদের। শেষের কাজটা ঠিকই করে গেছেন মুহাম্মদ রেজওয়ান নতুন ক্যাপ্টেন্সি এবং বিগত ক্যাপ্টেন বাবার আজম। দুজনার ধরনধারী ব্যাটিংয়ে তারা ৮ উইকেটে ম্যাচ জিতে নাই। এখানে একটা তথ্য দিয়ে রাখি প্রায় ২২ বছর পরে অস্ট্রেলিয়া থেকে কোন একটা সিরিজ জিতল পাকিস্তান। তাই বলতেই হয় পাকিস্তানের জন্য এটা একটা স্বপ্নের সিরিজ ছিল। সিরিজ শেষে ম্যান অফ দ্যা ম্যাচ এবং ম্যান অফ দ্যা সিরিজ হয় হারিস রউফ। তিন ম্যাচে তিনি উইকেট নিয়েছেন দশটি। এক কথায় আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বাই হারিস রউফ।
পোস্ট বিবরণ
শ্রেণী | স্পোর্টস |
---|---|
ডিভাইস | poco M2 |
স্ক্রিনশট সোর্স | FOX cricket |
লোকেশন | মেহেরপুর |
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
---|
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খেলাটা আমি সরাসরি দেখেছিলাম খুবই ভালো লেগেছিল। অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তান সিরিজ জয় করেছে সেটা দেখে খুবই ভালো লেগেছিল। আমরা শেয়ার করা রিভিউটা দেখে খুবই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আপনি খেলাটা দেখেছেন বলে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে তাদের কাছে ওয়ানডে সিরিজ জেতা মোটেই সহজ না। এটা যেকোনো দলের পক্ষে বেশ কঠিন। তবে এখানে আমি কৃতিত্ব দেব পাকিস্তানের বোলারদের। তাদের চমৎকার বোলিংয়ের জন্যই সিরিজ টা জিতেছে তারা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এতে কোন সন্দেহ নেই যে তাদের বোলিংয়ের দাপটেই তারা জিতেছে সহমত পোষণ করলাম আপনার সাথে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit