পশু পাখির কিছু ফটোগ্রাফি।

in hive-129948 •  8 days ago 

আমি @tuhin002
বাংলাদেশ থেকে।
১০ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ।

২৩ রজব ১৪৪৫ হিজরি। ২৪ জানুয়ারী ২০২৪ খ্রিস্টাব্দ।


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারকাতুহু


বাংলা ভাষায় ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ফাউন্ডার "এডমিন ও মডারেটর প্যানেল সহ সকল সদস্যদের জানাই অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌র অশেষ রহমতে আমিও ভাল আছি।



১ নং ফটোগ্রাফি।

IMG_20241230_103942.jpg

আপনারা এই ছোট খাঁচার মধ্যে যেগুলো দেখতে পাচ্ছেন এটা একটি খরগোশ। জি হা আমি কুষ্টিয়াতে গিয়েছিলাম সেখানে পাশে একটি রাস্তার পাশে একটা দোকানে দেখেছিলাম এই খরচ গুলো। যদি ওই খরগোশগুলো বিক্রয়ের উদ্দেশ্যই কিন্তু খাঁচার মধ্যে আবদ্ধ করা হয়েছে । এরা মূলত বোনের পশু আরে বোনের পশুগুলো সব সময় বাইরে থাকাটাই কিন্তু দেখতে বেশি ভালো লাগে। কিন্তু পৃথিবীর মানুষের কোন নীতিতে বসবাস করে বুঝিনা তারা এসব পশুগুলোকে বিক্রির উদ্দেশ্যে খাঁচায় পড়ে রেখেছে। বর্তমান সময় দেখা যায় অনেকেই নিজের বাঁশ গৃহে এসব খরচ গুলো পুষে থাকে। তবে খরগোশগুলো দেখতে ভীষণ সুন্দর এবং খরগোশ আমারও বেশ ভালো লাগে। তবে বোনের পশু বনেতেই সুন্দর লাগে।


২ নং ফটোগ্রাফি।

IMG_20241230_104136.jpg

এই খাঁচার মধ্যে যে পাখিগুলো দেখতে পারছেন এই পাখিগুলোর নাম আমার জানা নেই তবে পাখিগুলো দেখতে ভীষণ সুন্দর। বলতে পারেন পাশে গুলো দেখতে অনেক তার টিয়ে পাখির মত তবে এই পাখির মাথার উপরে অনেক বড় ঝুট রয়েছে। যখন পাখিগুলো কিচিরমিচির করছিল তখন খুবই ভালো লাগছিল। তবে পাখিগুলো যদি খাঁচার মধ্যে না হয়ে যদি কোন গাছে বসে এমন কিছু মিসির করতে তাহলে সৌন্দর্যটা আরো বেশি বৃদ্ধি পেত। খাঁচার মধ্যে পাখি গুলো দেখে মনে হচ্ছে এরা খুব একটা ভালো নেই। প্রকৃতির সৌন্দর্য সেখানেই মানায় যেখানে প্রকৃতি রয়েছে। এই পাখিগুলো বিক্রয়ের উদ্দেশ্যে খাঁচার মধ্যে বন্দি করা হয়েছে।


৩ নং ফটোগ্রাফি।

IMG_20241230_104124.jpg

এই খাঁচার মধ্যে আপনারা যে পাখি দেখতে পারছেন এটি হল কবুতর। যদিও এর নাম আমরা কবুতর বলে কিন্তু এর আসলে কেন আম রয়েছে যে নামটি আমার জানা নেই আর এসব কবুতরগুলোর দাম অনেক বেশি। আমি ওই দোকান থেকে জিজ্ঞাসা করেছিলাম এই কবুতরগুলো সম্পর্কে তিনি বলেছিলেন এসব কবুতরগুলো আড়াই থেকে তিন হাজার টাকা করে জোড়া বিক্রি করা হয়ে থাকে। এসব কবুতরগুলো যদি নিজের বাড়িতে পোষ মানিয়ে যদি পোষা যায় তাহলে আমার মনে হয় বেশ লাভজনক একটা প্রজেক্ট। তবে কবুতর গুলো দেখতে কিন্তু সাধারণ কবুতরের থেকেও ভিন্ন তাদের দেখেশুনে মনে হচ্ছে এরা একটু অন্য জাতের। তবে কবুতর গুলা আমার কাছে বেশ দারুন লেগেছে।


৪ নং ফটোগ্রাফি।

IMG_20241230_103935.jpg

পৃথিবীতে পাখির প্রজাতির শেষ নেই বিভিন্ন ধরনের পাখি দেখা যায় আর এসব পাখিগুলোর নাম জানা অনেক কঠিন। এই খাঁচার মধ্যে যে পাখিগুলো দেখতে পারছেন এই পাখিগুলো অবশ্য টিয়া পাখির মত কিন্তু আবার টিয়া পাখি কিনা সেটাও আমি জানিনা। আমি অবশ্য সেখানে দোকানদারকে জিজ্ঞাসা করতে পারি নাই কারণ কেমন হবে বিষয়টা জেনে নিজের কাছে তাই জিজ্ঞাসা করা হয়নি। তবে সব কথার এক কথা হলো এই পাখিগুলো সবই বিক্রয়ের উদ্দেশ্যে খাঁচার মধ্যে রাখা হয়েছে। তবে এই পাখিগুলোর দাম কিন্তু অনেক কেন বুঝি জানি না প্রাকৃতিক জিনিসগুলো কাছে বন্দী করে বেশি দামে বিক্রি করছে এরা মানুষের কাছে আর মানুষের সেগুলো ক্রয় করছে। আমার কাছে মনে হয় এগুলো ক্রয়-বিক্রয় না করে প্রকৃতির মাঝে ছেড়ে দেয়া উচিত।


৫ নং ফটোগ্রাফি।

IMG_20241230_103929.jpg

এই খাঁচার মধ্যে আবদ্ধকৃত হলো পাখি। এই পাখি সম্পর্কে সবারই জানা কারণ এই পাখিটি আমাদের চারপাশে ঘুরে বেড়ায়। এই পাখির নাম হলো ঘুঘু। এই পাখির কয়েকটি জাত রয়েছে এইসব জাতের মধ্যে শ্রেষ্ঠ জাত হলো বরণ জাত। এই জাতের ঘুঘু গুলো বেশ বড় হয় অন্য যে কোন ঘুঘুর থেকে। এ পাখিগুলো পালক গুলো বেশ সুন্দর গলায় এমন সুন্দর ভাবে পেঁচানো থাকে আকারে দেখলে মনে হয় যেন হার জড়ানো রয়েছে। এই পাখিগুলোও কিন্তু বৃক্ষরের উদ্দেশ্যে এই খাঁচার মধ্যে আবদ্ধ করা হয়েছে। তবে একটা বিষয় খেয়াল করলাম এরা এর মধ্যে ছটফট করছে অর্থাৎ তারা প্রকৃতির সান্নিধ্য পেতে চাচ্ছে। কিন্তু আমরা মানুষগুলো বড়ই নিষ্ঠুর তাদেরকে খাঁচার মধ্যে আবদ্ধ করে রেখেছি তাদের জীবনকে একটা বন্ধু শালা করে রেখেছি।


৬ নং ফটোগ্রাফি।

IMG_20241230_103917.jpg

এই পাখিটির নাম হল তিতির। সাধারণত গ্রাম অঞ্চলে খুব কম দেখা যায় আমার মনে হয় দেখাও যায় না এই বিষয়টাও কিন্তু বেশ। তবে দিদির কিন্তু মানুষ গ্রামের মানুষগুলো যেমন মুরগি বসে ঠিক তেমনভাবে পুষে থাকে আর এইগুলো কিন্তু বেশ বড় হয়ে থাকে। দিদির কিন্তু মুরগির মতই কিন্তু ডিম পেড়ে থাকে আর এসব গুলো কিন্তু অনেক লাভজনক এবং মাংস উৎপাদনকারী জিনিস। দিদির পাখিগুলোর দামও কিন্তু অনেক বেশি আর এরা কিন্তু বেশ সুলভ আচরণ করে থাকে। তবে এগুলো কিন্তু খুব কম দেখা যায় তবে বিদেশীদের কিন্তু অনেক বেশি কদর হয়েছে এটা কারণ তারা কিন্তু অনেক পুষে থাকে এগুলো। তবে এত বড় একটা তৃতীয় ছোট্ট একটা খাঁচার মধ্যে কিন্তু সে সুন্দরভাবে বেড়াচ্ছে এবং খাচ্ছে। সব মিলে তিতির পাখিটা দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে।


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ আজকের মতো শেষ করছি।


ডিভাইসের নামPoco
মডেলM2
ফটোগ্রাফার@tuhin002
ক্যাটাগরিফটোগ্রাফি


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার দুইটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব সুন্দর হয়েছে ফটোগ্রাফি গুলো। বিশেষ করে খরগোশের ফটোগ্রাফি আমার খুব ভালো লাগলো কারণ খরগোশ আমার খুব পছন্দের। মাঝে মাঝে পশু পাখির দোকানে গেলে আমিও এরকম ফটোগ্রাফি করি। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

আপনার পছন্দের সাথে আমার পছন্দের বেশ মিল রয়েছে ভাই ধন্যবাদ আপনাকে।

Screenshot_2025-01-24-08-40-12-236_com.twitter.android.jpg

Screenshot_2025-01-24-08-43-50-878_com.android.chrome.jpg

আজকে আপনার মাধ্যমে নতুন কয়েকটি পাখির ফটোগ্ৰাফি দেখতে পেলাম।ফটোগ্ৰাফির পাশাপাশি দারুন বর্ণনাও দিয়েছেন দেখে আরো বেশি ভালো লাগলো। খরগোশ এবং তিতির পাখির ফটোগ্ৰাফিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে

আপনার ভালো লেগেছে এটা যেন আমারও বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

বেশ কয়েকটি পশু পাখির ফটোগ্রাফি দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি পাখির ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা তিতির পাখির ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে। এছাড়া ও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন হয়েছে।

চেষ্টা করি সব সময় সুন্দর কিছু জিনিস আপনাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপনি অনেকগুলো খাঁচার পাখির ফটোগ্রাফি দেখিয়েছেন। সুন্দর ছিল আপনার এই পাখির ফটোগ্রাফি গুলো। অনেক অনেক ভালো লেগেছে দারুন ভাবে ফটোগ্রাফি করেছেন দেখে। আমার দীর্ঘ দিনের শখ রয়েছে ভালো লাগার কিছু পাখি পুষে রাখবো। পাখি পালতে খুব ভালো লাগে আমার।

আপনার মত আমারও ইচ্ছে পশুপাখি পুষতে কিন্তু এগুলো তো মুক্ত অবস্থায় থাকলেই বেশি সুন্দর লাগে।

ভাইয়া আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কিছু পাখির ফটোগ্রাফি শেয়ার করছেন।সবগুলো পাখির ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হলাম। খুবই সুন্দরভাবে ফটোগ্রাফি করছেন এবং সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

খাঁচায় থাকা পশু পাখিদের ফটোগ্রাফি গুলো দারুন ছিল। খরগোশ এবং ঝুটিওয়ালা পাখির ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করলেন। ধন্যবাদ আপনাকে সুন্দর এই ফটোগ্রাফী শেয়ার করার জন্য।

আপনাদের ভালো লাগাটাই হলো আমার সার্থকতা ধন্যবাদ আপনাকে।

আপনার তোলা সবগুলো ফটোগ্রাফি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। একই সাথে প্রত্যেকটি ফটোগ্রাফির খুবই সুন্দর বর্ণনা উপস্থাপন করেছেন। যাহোক আপনার সবগুলো ফটোগ্রাফির মধ্যে তিতির পাখির ফটোগ্রাফিটি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে।

আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

ভাইয়া অনেক মানুষ পশু পাখি লালন পালন করে। আজকে আপনি দেখছি বিভিন্ন ধরনের পশু পাখির ফটোগ্রাফি করেছেন। তবে এক সময় আমি নিজেও খরগোশ পালন করতাম। তবে আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অসম্ভব ভালো লাগলো। ধৈর্য ধরে বিভিন্ন ধরনের পশু পাখির ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

আপনি খরগোশ পালন করতেন এটা যেন বেশ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

বাড়িতে পালন করা এইরকম পশুপাখি দেখলে আমার বেশ ভালো লাগে। একসময় আমার অনেক গুলো খরগোশ ছিল। দারুণ লাগছে খরগোশ টা দেখে। পাখিগুলো বেশ সুন্দর দেখছি। পাশাপাশি অন্য ফটোগ্রাফি গুলো বেশ দারুণ করেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।।

অনেকেই খরগোশ পুষে থাকে আসলে এগুলো বাড়িতে কিন্তু একটা বড় সৌন্দর্য।

খুবই সুন্দর ভাবে আজকে আপনার এই পোস্ট এখানে সাজিয়ে তুলেছেন৷ যেভাবে আপনি আজকে এখানে এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন এখানে আপনি যেভাবে এত
সুন্দর ভাবে এই পশু পাখির ফটোগ্রাফি শেয়ার করেছেন তা একেবারে অসাধারণ দেখা যাচ্ছে৷ এর মধ্যে আপনি যে চার নাম্বারে ছোট ছোট অনেকগুলো পাখি একসাথে শেয়ার করেছেন তা আমার অনেক পছন্দ হয়েছে৷

সবসময় চেষ্টা করি ফটোগ্রাফি গুলো সুন্দর ভাবে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। যাতে আপনাদের কাছে ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।