"আসসালামু আলাইকুম সবাইকে"
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন সবাই ? আশা করি ভাল আছেন।আল্লাহর রহমতে আমিও ভাল আছি।আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি **হ্যালো........
আজকে পুনরায় হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি একটি এক্রেলিক পেইন্টিং শেয়ার করব। অনেকদিন হলো এক্রেলিক পেইন্টিং করতে অনেক সময়ের সাথে ধৈর্য্য লাগে। অনেক মনোযোগ দিয়ে করতে হয়। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। তাহলে আমার আজকের এক্রেলিক পেইন্টিং শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে এঁকেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করছি ।
ধাপ -১✓
প্রয়োজনীয় উপকরণ সমূহঃ
- এক্রেলিক কালার
- ব্রাশ
- সাদা কাগজ
- রংয়ের বাটি
ধাপ -২✓
আমার এক্রেলিক পেইন্টিং টির জন্য সর্বপ্রথমে আমি একটি কাগজ, কালার এবং ব্রাশ নিয়েছি। প্রথম ধাপে আমি কাগজের একপাশে লম্বা লম্বি গ্রীন ইয়োলো কালারটি করেছি।
ধাপ -৩✓
গ্রীন ইয়োলো কালারটি খুব সুন্দরভাবে মিশ্রণ করা হয়ে গেলে, তার পাশে মিডিয়াম ইয়োলো কালারটি, গ্রীন ইয়োলো কালার এর সঙ্গে সুন্দর ভাবে মিশিয়ে নিয়েছি।
ধাপ -৪✓
এবার পরর্বতী ধাপে গ্রীন ইয়োলো ও মিডিয়াম ইয়োলো এর সঙ্গে লাইট ইয়োলো কালারটি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তিনটা কালার অনেক সুন্দরভাবে মিক্স করা হলে পেইন্টিংটি দেখতে সুন্দর লাগবে।
ধাপ -৫✓
আমি এক পাশে দেয়াল আর্ট করব। তাই পরর্বতী ধাপে আমি মিডিয়াম ইয়োলো কালার দিয়ে বর্ডার দিয়ে নিয়েছি।
যাতে পরবর্তী ধাপে দেয়াল আর্ট করতে সুবিধা হয়।
ধাপ -৬✓
এই ধাপে আমি একটি পরিপূর্ণ দেয়াল আর্ট করেছি। দেয়াল এর ইটগুলো আর্ট করতে আমি মিডিয়াম ইয়োলো, গ্রীন ইয়োলো এবং সাদা কালার ব্যবহার করেছি।
ধাপ -৭✓
দেয়াল এর একপাশে আমি কিছু ফুল গাছ এর লতাপাতা আর্ট করব। প্রথমে আমি হালকা ব্রাউন কালার এর পাতা দিয়েছি। তার ওপর সবুজ রঙের পাতা দিয়েছি।
ধাপ -৮✓
পরবর্তী ধাপে আমি সবুজ কালার এর পাতা একেঁ সম্পূর্ণ করেছি।
ধাপ -৯✓
পরবর্তী ধাপে আমি ফুল গুলো আকাঁর চেষ্টা করেছি। ফুল গুলো আকাঁর জন্য আমি গোলাপি কালার ব্যবহার করেছি।
ধাপ -১০✓
সর্বশেষ ধাপে আমি ফুল গুলোর মাঝে সাদা কালার দিয়েছি যাতে এটা দেখতে সুন্দর দেখায়। এবং সর্বপরি আমি এই আর্টটির সঙ্গে নিজের সিগনেচার দিয়েছি।
আমার আর্টটি শেষ হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি তুহিন ব্লগ।আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।আমার মাতৃভাষা বাংলা।আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি।এই ব্লগে কাজ করার মধ্যমে আলাদা প্রশান্তি পায়।আমি পাশাপাশি একটি ব্যবসা করি।এ ছাড়া আমার একটি বাগান আছে। এবং বাগানে অনেক ফল ও সবজির চাষ করে থাকে।আমি ছবি আঁকতে পছন্দ করি।মাছের চাষ আমার প্রধান পেশা।এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম।সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
ধাপ -১✓
প্রয়োজনীয় উপকরণ সমূহঃ
- এক্রেলিক কালার
- ব্রাশ
- সাদা কাগজ
- রংয়ের বাটি
ধাপ -২✓
আমার এক্রেলিক পেইন্টিং টির জন্য সর্বপ্রথমে আমি একটি কাগজ, কালার এবং ব্রাশ নিয়েছি। প্রথম ধাপে আমি কাগজের একপাশে লম্বা লম্বি গ্রীন ইয়োলো কালারটি করেছি।
ধাপ -৩✓
গ্রীন ইয়োলো কালারটি খুব সুন্দরভাবে মিশ্রণ করা হয়ে গেলে, তার পাশে মিডিয়াম ইয়োলো কালারটি, গ্রীন ইয়োলো কালার এর সঙ্গে সুন্দর ভাবে মিশিয়ে নিয়েছি।
ধাপ -৪✓
এবার পরর্বতী ধাপে গ্রীন ইয়োলো ও মিডিয়াম ইয়োলো এর সঙ্গে লাইট ইয়োলো কালারটি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। তিনটা কালার অনেক সুন্দরভাবে মিক্স করা হলে পেইন্টিংটি দেখতে সুন্দর লাগবে।
ধাপ -৫✓
আমি এক পাশে দেয়াল আর্ট করব। তাই পরর্বতী ধাপে আমি মিডিয়াম ইয়োলো কালার দিয়ে বর্ডার দিয়ে নিয়েছি।
যাতে পরবর্তী ধাপে দেয়াল আর্ট করতে সুবিধা হয়।
ধাপ -৬✓
এই ধাপে আমি একটি পরিপূর্ণ দেয়াল আর্ট করেছি। দেয়াল এর ইটগুলো আর্ট করতে আমি মিডিয়াম ইয়োলো, গ্রীন ইয়োলো এবং সাদা কালার ব্যবহার করেছি।
ধাপ -৭✓
দেয়াল এর একপাশে আমি কিছু ফুল গাছ এর লতাপাতা আর্ট করব। প্রথমে আমি হালকা ব্রাউন কালার এর পাতা দিয়েছি। তার ওপর সবুজ রঙের পাতা দিয়েছি।
ধাপ -৮✓
পরবর্তী ধাপে আমি সবুজ কালার এর পাতা একেঁ সম্পূর্ণ করেছি।
ধাপ -৯✓
পরবর্তী ধাপে আমি ফুল গুলো আকাঁর চেষ্টা করেছি। ফুল গুলো আকাঁর জন্য আমি গোলাপি কালার ব্যবহার করেছি।
ধাপ -১০✓
সর্বশেষ ধাপে আমি ফুল গুলোর মাঝে সাদা কালার দিয়েছি যাতে এটা দেখতে সুন্দর দেখায়। এবং সর্বপরি আমি এই আর্টটির সঙ্গে নিজের সিগনেচার দিয়েছি।
আমার আর্টটি শেষ হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি তুহিন ব্লগ।আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।আমার মাতৃভাষা বাংলা।আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি।এই ব্লগে কাজ করার মধ্যমে আলাদা প্রশান্তি পায়।আমি পাশাপাশি একটি ব্যবসা করি।এ ছাড়া আমার একটি বাগান আছে। এবং বাগানে অনেক ফল ও সবজির চাষ করে থাকে।আমি ছবি আঁকতে পছন্দ করি।মাছের চাষ আমার প্রধান পেশা।এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম।সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
আপনি একদম ঠিক বলেছেন, এক্রেলিক পেন্টিং করতে আসলেই অনেক ধৈর্যের প্রয়োজন। এ ধরনের পেন্টিং সচরাচর করা হয় না তবে আমি একবার এটি ট্রাই করেছিলাম সেদিন বুঝতে পেরেছি এটি করতে আসলে অনেক ধৈর্যের প্রয়োজন। আপনার ধৈর্য এবং ক্রিয়েটিভিটি দেখে সত্যি আমি অনেক মুগ্ধ হয়েছি খুবই সুন্দর এবং প্রফেশনাল ভাবে এটি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনার এক্রেলিক পেন্টিং দেখে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম। কি দারুন লাগছে দেখতে, তা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবোনা। ভাই আপনার এক্রেলিক পেন্টিং দেখেই বেশ বুঝতে পারছি ঠিক কতটা ধৈর্য ধরে আপনাকে এটি সম্পন্ন করতে হয়েছে। এক্রেলিক পেইন্টিং এর কালার কম্বিনেশন অত্যন্ত চমৎকার হয়েছে। পেইন্টিংটির প্রতিটি ধাপ এত সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। আমি চেষ্টা করি এক্রেলিক পেইন্টিং গুলো আরো সুন্দর করে উপস্থিত করার জন্য।অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এ্যাক্রেলিক কালার করা সত্যিই অনেক সময় ও ধৈর্যের ব্যাপার। এই ধরনের কাজ গুলো খুব নিখুঁত হাতে সময় ও ধৈর্য্য নিয়ে করতে হয় তবেই তা সৌন্দর্য পায়। ভাইয়া আপনি খুব সুন্দর করে নিখুঁতভাবে দৃশ্যটি এঁকেছেন দেখতে খুবই চমৎকার হয়েছে। কালার কম্বিনেশন টা অসাধারণ হয়েছে। সবমিলিয়ে অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এতো সুন্দর ভাবে মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার এক্রেলিক পেইন্টিংটি সত্যিই চমৎকার হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে এটি আর্ট করতে আপনার অনেক সময় লেগেছে। আর ধৈর্য তো অবশ্যই প্রয়োজন। কেননা এ ধরনের একটি আর্ট করতে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। দারুন ভাবে আপনি আর্ট টি করেছেন। কালার কম্বিনেশনটা চমৎকার ছিল, যার জন্য আর্ট টি দেখতে অনেক বেশি ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অনেক ধন্যবাদ এতো গঠন মূলক মন্তব্য করার জন্য। আপনার জন্য সুভ কামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই চমৎকার একটি এক্রেলিক পেন্টিং পেন্টিং অংকন করে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। যদিও আমি এরকম অঙ্কন কখনোই করিনি তবে আপনার কথা শুনে বুঝলাম এই অংকন করতে অনেক বেশি দক্ষতার প্রয়োজন হয়। আমি মনে করি যে কোন জিনিস করতেই অনেক বেশি দক্ষতা অর্জন করতে হয় দক্ষতা না থাকলে সেটা পরিপূর্ণভাবে কখনোই করা সম্ভব হয়ে ওঠেনা। আপনার এই অংকন আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার গঠনমূলক মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit