আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি আজ ( ০৪ - ০৩ - ২০২৪)
আসলামু আলাইকুম,আমার স্টিম বন্ধুগন। আশা করি আল্লাহুর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি @tuhin002। আজকে আমি নতুন করে খুব সুন্দর একটি নাটক রিভিউ করার ইচ্ছা পোষণ করেছি। আর তাই আজকে আমি যে নাটকটি শেয়ার করতে যাচ্ছি, সেই নাটকের নাম "ভবঘুরে" , পর্ব- ৩৩"। আমি বরাবরই পুরনো নাটক গুলো দেখতে ভীষণ ভালোবাসি। এই নাটক গুলোর মধ্যে শিক্ষনীয় বিষয় গুলো বেশি থাকে। এই নাটকটির প্রথম পর্ব নিচে স্ক্রিনশটের মাধ্যমে ধাপে ধাপে তুলে ধরা হলো ....
নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য। |
---|
নাটকের নাম | "ভবঘুরে" পর্ব - ৩৩। |
---|---|
পরিচালক | আল- হাজেন। |
অভিনয় | আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবু, জয়রাজ, রহমত আলী, লুৎফর রহমান জর্জ, দিহান, কচি খন্দকার, আ-খ- ম হাসান, প্রাণ রায়, আরফান আহমেদ, হান্নান শেলী, মাসুদ রানা মিঠু, ডলি জহুর, শাহনাজ খুশি, নাদিয়া, আলভী, সাইকা আহমেদ ও মায়া ঘোষ। |
দৈর্ঘ্য | ১৯ মিনিট ১৮ সেকেন্ড |
ভাষা | বাংলা |
মুক্তির তারিখ | ১৪ জুন২০২২ ইং। |
নাটকের সারসংক্ষেপ |
---|
নাটকে যদি আখম হাসান এবং আরেফিন থাকে তাহলে সে নাটকের যে মজা থাকবে না এটা তো হতে পারে না। এদিকে মুরুব্বির একটা ভাইস্তা রয়েছে সে তার মেয়েকে বিয়ে দেয়ার জন্য একজন লোককে আনার কথা ছিল এবার সেখানে তারা দুইজন বদমাইশি করেন তারা ছেলে সেজেছে এবং বাড়িতে এসেছে। তারা যতটুকু পেরেছে আপ্যায়ন করেছে তাদেরকে বেশ খাওয়া হয়েছে খাওয়ানোর তার ভাতিজা তার চেয়ে সেই লোকটাকে নিয়ে বাড়ির উঠানে এসেছে। এসে তাদেরকে দেখে অবাক তখন সে বলছে এই যদি ছেলে হয় তাহলে এরা কে তখন তারা নিজের কথা সকল কথাগুলো স্বীকার করে এবং সে বলে যে আমরা তাদের নিজের পরিচয় দেয় এটা শুনে সেই বাড়িওয়ালার বউ রেগে যায় এবং তখন তারা বলে এমন কি এমন বেশি কিছু খাওয়াইছেন যা আমাদের উপর এ ধরনের আচরণ করছেন। ছেলে রাগ করে চলে যায় তখন আকম হাসান দৌড়ে গিয়ে তাকে থামিয়ে দেয়।
এখানে নায়িকার মা বলতেছে আমি এমন একজন মানুষ আমি কারোর কথা শুনতেও চাই না বলতেও চায়না কিন্তু তোরা দুইজন আমার মেয়ে হয়ে তোরা যে কাজ শুরু করেছিস তাতে মানুষের সামনে আমি গিয়ে দাঁড়াতে পারছি না। তোদের নায়িকা হওয়ার শখ জেগেছে তোদের শখ আমি বের করব এই বলে তাদের সামনে হাত নেড়ে কথা বলছে এবং তাদেরকে শাসন করছে। আসলে এখানে তার ভাইয়ের মেয়েটা বেশ ভালো তার মানে পোকার কথা শুনতেছে কিন্তু তার নিজের মেয়েটা অত্যান্ত অভদ্র কোন ভাবে তার কথা শুনতেছে না। তার মাথায় ঢুকে দেয়া হয়েছে যে সে নায়িকা হবে আর এটা নিয়েই কিন্তু সে পড়ে আছে। তাদেরকে যে কেউ কোনো কিছু জিজ্ঞাসা করলে কোন কিছুই সে বলতে চাচ্ছে না অর্থাৎ সে বুঝতে পারছে যদি আমি কোন কিছু বলি তাহলে আমাকে আর এই কাজটা না করতে দিতে পারে তার জন্য সে সবসময় নিজেকে সবার কাছ থেকে দূরে সরিয়ে রাখছে। তবে তার মা তাকে সাব জানিয়ে দিয়েছে এরপরে যদি কোন কিছু হয় তাহলে তাদের ক্ষমা করবে না।
গ্রামে সিনেমা তৈরি করার জন্য একজন পরিচালক এসেছে এই বিষয়টি আপনারা হয়তোবা সবাই অবগত হয়ে গেছেন। সে সিনেমার নাম করে গ্রামের প্রত্যেকটা মেয়েকে সে লবণ দেখাচ্ছে এবং প্রত্যেকটা মেয়ের সরলতার সুযোগ নেয়ার চেষ্টা করছে। গ্রামের মেয়েরা অত্যন্ত সহজ সরল এবং লোভী। একদিকে যেমন তাদের সরলতা থাকে অন্যদিকে তাদের লোভের কারণে নিজের সর্বনাশ দেখি আনে। এখানে বিষয়টি একটু ভিন্ন সে এখানে এসেছে এবং এই এদের বাসায় খাওয়া দাওয়া করছে এবং এই মহিলাকে পটানোর জন্য সব রকম ব্যবস্থা সে তৈরি করছে। কিন্তু অন্যদের মধ্যে মতো এই একটু ব্যতিক্রম তাই একে কোনভাবেই বাগে আনার মত তেমন কোন কিছু করতে পারছে না। পরিচালক এখানে যে কথাই বলুক না কেন প্রত্যেকটা কথা সে এড়িয়ে চলছে। তাই এখানে সে একটু বিভ্রান্তিতে পড়ছে।
বেশ আগের পর্ব আপনারা জানেন যে বন্ধুর সাথে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল এবং এসে গরুচোরের বদনামে তাকে বেঁধে রাখা হয়েছে। সকালে চা নাস্তা করে বের হয়েছে প্রায় বিকেল ঘুরে যাচ্ছে তার আসার কোন খোঁজ খবর নাই তাই তার বন্ধু হঠাৎ করে তার কথা মনে হওয়াতে সে ভীষণ চিন্তিত হয়ে পড়ল। তাই সে তার ভাবির সাথে এবং গ্রামের এক চাচার সাথে এই বিষয়ে আলোচনা করছিল। তার চাচা তাকে বলছিল এটা বেঁচে চিন্তিত ব্যাপার যে এখন পর্যন্ত তার কোন খোঁজ নেই চলো তাহলে তাকে খুঁজে দেখার দরকার রয়েছে। এরপরে তার ভাবিও তাদের কথায় সম্মতি দিল এবং বলল তোরা একটু বাইরের দিকে যা গিয়ে খুঁজে দেখ তোরা পাস কিনা।এই বলে তার বন্ধু এবং চাচা দ্রুত বাড়ি থেকে বের হয়ে গেল তার খোঁজার জন্য আর নাটকটি এই পর্বটি এখানেই সমাপ্ত হয়ে যায় পরবর্তী পর্ব নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব।
আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
ভবঘুরে নাটকের এটি ৩৩ তম পর্ব। এই নাটকটির অন্য পর্ব থেকে এ পর্বটি আমার কাছে বেশ ভালো লেগেছে। এই নাটকের কয়েকটি চরিত্র আমার কাছে দারুন লেগেছে এর মধ্যে আখম হাসান বেস্ট। অনেক সময় নিজের বুদ্ধি থাকলেও যে নিজের অনেক কিছু করা সম্ভব এটা এখানে কিছুটা বুঝে দিয়েছে ।আমার কাছে দারুণ লেগেছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে এই পর্যন্তই, ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন,ধন্যবাদ সকলকে।
ব্যক্তিগত রেটিং । |
---|
নাটকটিতে আমি আমার ব্যক্তিগত রেটিং পয়েন্ট ১০ এর মধ্যে ৮.৭ দিবো।
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার দুইটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness

OR
https://x.com/ABashar45/status/1896867551973618037?t=SSJFW0CwOLV5Ojtmb2ERjg&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখতে দেখতে ভবঘুরে নাটকের ৩৩টা পর্ব শেষ হয়ে গেল। আর আমার কাছে অনেক ভালো লেগেছে আজকের এই পর্বের রিভিউটা পড়তে। এই নাটকের বেশির ভাগ পর্বের রিভিউ আমি পড়েছি। আশা করি আপনি এভাবে আস্তে আস্তে নাটক টার সবগুলো পর্বের রিভিউ আমাদের মাঝে শেয়ার করে নিবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit