পেন্সিল আর্টের সংগ্রহশালা। by @tuhin002

in hive-129948 •  2 years ago 
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি আর তা হলো আমার পেন্সিল আর্টের সংগ্রহশালা। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ....


InShot_20230424_195854273.jpg


সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। আমাদের মাঝ থেকে ঈদ বিদায় নিয়েছে। কিন্তু ঈদের আমেজটা এখনো রয়ে গেছে কম বেশি। যদিও এবার ঈদের বিভিন্ন ঝামেলার কারণে সেভাবে উপভোগ করতে পারিনি। ঠিকভাবে এই ব্লগে কাজও করতে পারেন এই সপ্তাহে। তো যাই হোক বেশ কিছুদিন ধরে আমি পেন্সিল আর্ট করেছি। আজ আমি পেন্সিল আর্টের সংগ্রহশালা গুলো আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। যদিও ইতিপূর্বে এই আর্ট গুলো আপনাদের মাঝে শেয়ার করেছি। তারপরও এখন পুনরায় আপনাদের মাঝে তুলে ধরছি। আশা করি আমার পেন্সিল আর্ট গুলো আপনাদের ভালো লাগবে।


IMG_20230415_222328.jpg


এটি হল মুসলমানদের ইবাদতের জায়গা। যাকে আমরা এক কথায় বলে থাকি মসজিদ। মুসলমানেরা তাদের ধর্ম পালন করার জন্য এই ঘরটি সবথেকে উত্তম। আমি মসজিদে তৈরি করেছি মসজিদের উপরে কিছু পাখি উড়ন্ত পাখি এখানে তৈরি করেছে। মসজিদের একটি মিনারসহ গম্বুজ তৈরি করেছে এবং মসজিদের পরিপূর্ণ রূপ দেয়ার জন্য চেষ্টা করেছি।


IMG_20230320_112636.jpg


এটি হলো ঈদগা মুসলমানদের বছরে দুইটা নামাজের পবিত্রতম জায়গা। বছরে একমাস সিয়াম সাধনার পরে একটি ঈদ হয়ে থাকে যার নাম ঈদুল ফিতর,এবং আরেকটা হল ঈদুল আযহা। আমি পেন্সিল আর্টের মাধ্যমে ঈদগা তৈরি করেছিলাম। যার এক পাশে চা দেখেছিলাম এবং উপরে দেখে কিছু উড়ন্ত পাখি পেন্সিল আর্টের এর মাধ্যমে দিয়ে তৈরি করেছিলাম।


IMG_20221207_171546.jpg


বই আমাদের সবচেয়ে ভালো বন্ধু। বই আমাদের মনকে আলোকিত করতে সাহায্য করে। তবে আমাদের জ্ঞান যদি শুধু পাঠ্য বইতে সীমাবদ্ধ থাকে তাহলে সেইটা আমাদের কোনো কাজে আসে না। তাই পাঠ্য বই ছাড়াও আমাদের আরো অনেক উপকারী বই পড়তে হবে। আর এই বোঝাতেই আমার এই ছবটি আঁকা।


IMG_20221130_202848.jpg


এখানে আমি একটি বিড়ালের ছবি এঁকেছি। বিড়ালটি আমি খুবই সহজ পদ্ধতিতে এঁকেছি। এটি আকঁতে ছয়টি পাঁচ লিখে নিয়েছিলাম। তারপর পাঁচগুলো দিয়ে বিড়ালটি এঁকেছি। বিড়াল আঁকার সবচেয়ে সহজ পদ্ধতি এটি।


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।

আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।

পোস্টের বিবরণ

ক্যাটাগরিপেন্সিল আর্ট
ফটোগ্রাফি@tuhin002
ডিভাইসpoco M2
লোকেশনগাংনী,মেহেরপুর

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


IMG_20221018_140222.jpg

আমি @tuhin002 ব্লগ। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে লিখতে,পড়তে অনেক ভালোবাসি। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমার একটি বাগান আছে। বাগানে অনেক ফল ও সবজির চাষ করে থাকি।আমি ছবি আঁকতে পছন্দ করি। অবসর সময় মাছ ধরতে অনেক ভালো লাগে। আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার জন্য দোয়া করবেন। আমি সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে তুলে ধরলাম। আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

ভাই আপনার পেনসিল এ আঁকা আর্ট গুলো দারুণ ছিলো। সব গুলো আর্ট যেনো তাকিয়ে থাকার মতন সুন্দর ছিলো। সত্যি পেনসিল দিয়ে আপনি অনবদ্য সব আর্ট করেছেন । যা দেখলে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। শুভেচ্ছা রইলো ভাই।

ধন্যবাদ ভাই আপনার অসাধারণ মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার এই পোষ্টের মাধ্যমে এতগুলো পেন্সিল আর্ট এর সংগ্রহশালা একসাথে দেখে ভীষণ ভালো লেগেছে আমার কাছে। আপনি এই রিভিউ পোষ্টের মাধ্যমে আবারো নতুন করে পেন্সিল আর্টগুলো সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে ভালো লেগেছে। দক্ষতার সাথে এই কাজগুলো সম্পূর্ণ করেছিলেন আপনি।

ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য।

আপনার এই পেন্সিল আর্ট গুলো আমি মনে হয় এর আগে দেখি নাই। তাই আপনার রিভিউ পোস্ট এর মাধ্যমে সবগুলো দেখে ভালোই লেগেছে। নতুন করে আবারো এই পোস্টগুলো দেখলে ভীষণ ভালো লাগে। আপনি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে প্রত্যেকটা আর্ট করেছেন। বলতে হচ্ছে জাস্ট অসাধারণ ছিল আপনার আজকের এই রিভিউ পোস্ট।

আমার রিভিউ করার মধ্যে দিয়ে আপনি সব পোস্ট দেখতে পারছেন ও ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

ওয়াও আপনার পেন্সিল আর্ট এর সংগ্রহশালা দেখে ভালো লাগলো ভাইয়া।আপনি প্রতিটি আর্ট খুব সুন্দর করেছেন ভাইয়া।আমার অনেক ভালো লেগেছে এখনকার সব আর্ট।আগে অনেকগুলো আর্ট মিস করেছিলাম।এই পোস্টটির মাধ্যমে সবগুলো দেখে নিতে পারলাম।আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

আমার পোস্টের মধ্যে দিয়ে আপনি সব আর্ট গুলো দেখতে পারছেন জেনে ভালো লাগলো আপু।

সব আর্টের মধ্যে পেন্সিল আর্ট অনেক সুন্দর লাগে আমার কাছে। সব পেন্সিল আর্ট দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক গুলো পেন্সিল আর্টের সমন্বয়ে একটি সংগ্রহশালা তৈরি করেছেন দেখতে দারুণ ছিল। আপনার শেয়ার করা সংগ্রহশালাশ পোষ্টের প্রতিটি আর্ট দেখতে অনেক সুন্দর হয়েছে।

অনেক ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করার জন্য।

আপনি দারুন দারুন পেন্সিল আর্ট করেন। আজকে এই পোষ্টের মাধ্যমে আপনি সেই পেন্সিল আর্ট গুলো পুনরায় তুলে ধরেছেন।সব গুলো অনেক সুন্দর ছিল আর এই সুন্দর আর্ট গুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আর্ট তৈরি করতে আমার বেশ ভালো লাগে। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।

  ·  2 years ago (edited)

আপনার প্রত্যেকটি পেন্সিল আর্ট অনেক সুন্দর হয়েছে ৷ পেন্সিল আর্ট গুলো দেখে অনেক ভালো লাগে ৷ ধন্যবাদ আপনাকে আপনার পেন্সিল আর্টের সংগ্রহশালা সুন্দর ভাবে শেয়ার করার জন্য ৷

আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।