আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি গান। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...
বর্তমান সময়ে খুব সুন্দর সুন্দর গান হয়েছে। আর এইসব গান শুনতে ভীষণ ভালো লাগে।তবে আজকে আমি আপনাদের মাঝে একটি পুরনো গান নিয়ে এসেছি। এর আগে আমি বেশ কিছু গান গেয়ে আপনাদেরকে শুনিয়েছি। বরাবরের মতো আজকেও একটি খুব সুন্দর গান আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এসেছি। আজকে যে গান উপস্থাপন করতে যাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে।
অনেক দূরে ঐ যে আকাশ নীল হল
আর তোমার সাথে আমার আঁখির মিল হল
কৃষ্ণচূড়ার মতন এমন অনুরাগে লাল
আর খেয়াল খুশির মযুরপঙ্খী
উড়িয়ে দিয়ে পাল।
আজ এ গান আমার দোল-দোলানো
প্রজাপতির পাখা
রামধনুকের সাতটি রঙের স্বপ্নে যেন মাখা
আজ ফাগুনে ঐ আগুন ছড়ায়
পলাশেরই ভাল।
বেশ লাগে এই সীমার বাঁধন ছাড়িয়ে যেতে।
তাই দুজনে চাই যে শুধু হারিয়ে যেতে।
আজ আলাপনে মিষ্টি সুরের।
আলিম্পনা এঁকে ফু
রিয়ে যাবে প্রহরগুলো তোমায় আমায় দেখে
কুহুর গানে দুঁহুর প্রাণে
সুর যে খোঁজে তাল।
গান:- অনেক দূরে ঐ যে আকাশ নীল হল।
🍁শিল্পী- সন্ধ্যা মুখোপাধ্যায়।
গান কভার:- তুহিন।
https://youtube.com/shorts/_-orPB-qgbE?si=FArV1mBkFrvcv6kX
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ। |
---|
আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার দুইটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
অনেক সুন্দর একটা গান কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার কন্ঠে গান শুনতে আমার কাছে সব সময় অনেক বেশি ভালো লাগে। অনেকদিন পরে আপনার কন্ঠে আবারো গান শুনতে পেলে খুবই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/ABashar45/status/1885364545738465480?t=dPHnclD5iXRCOVyUN4e6aw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি মনে করি যারা গান গাইতে জানে তাদের অবশ্যই গান কভার করা প্রয়োজন। এতে নিজের কন্ঠটা ভালো থাকে পাশাপাশি মনটা প্রফুল্ল রাখা যায়। আপনি আজকে অসাধারণভাবে দারুন একটা গান কভার করেছেন ভাই। আপনার কন্ঠে গান শুনতে এমনিতেই আমি অনেক পছন্দ করি। একদম হাই স্কুল লাইফ থেকে এ পর্যন্ত কম বেশি শুনে আসছি। তাই বলতে পারি দারুন কন্ঠে আবারো গান শুনতে পারলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় এর অনেক দূরে ঐ যে আকাশ নীল হলো গানটি এর আগে কখনো শোনা হয়নি। আপনার পোস্টে আপনার কন্ঠে আজকে প্রথম শুনলাম। অত্যন্ত চমৎকার লেগেছে আপনার কন্ঠে গাওয়া এই গানের কভারটি। পুনরায় অপেক্ষায় রইলাম আপনার পরবর্তী গানের কভার শোনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit