স্পোর্টস রিভিউ :- ইন্টার মিয়ামি ও আটলান্টার মধ্যেকার ম্যাচ।

in hive-129948 •  2 months ago 
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি খেলাধুলা বিষয় সম্পর্কে আপনাদের সামনে একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি।


IMG_20241103_091815.jpg


ইন্টার মিয়ামি দলের লাইন আপ।


IMG_20241103_085730.jpg


আটলান্টা দলের লাইন আপ।


IMG_20241103_085744.jpg


খেলার রিভিউ।


IMG_20241103_085713.jpg

খেলা দেখতে বরাবর আমি পছন্দ করি। আর ফুটবল খেলা তো বেশ ভালোই লাগে। যেকোনো দলের খেলা দেখতে ভালো লাগে। তবে মেসি যদি থাকে তাহলে তো আর কথাই নেই। আটালান্টা এবং মিয়ামি খেলাটা দেখছিলাম বেশ ভালো লাগছিল। খেলার মধ্যে একটা বিষয় লক্ষ্য করেছিলাম দুই দলের মধ্যে বেশ উত্তেজনক মুহূর্ত সময়গুলো খুব ভালোভাবে কাজে লাগাতে পারছিল না। অর্থাৎ তারা দুই দলে হয়ে বেশ কিছু মিস করছিল প্রথম থেকে। তবে খেলাটির মধ্যে বেশ উত্তেজনা ছিল দুই দল ছিল ভাল। আসলে ফুটবল খেলা হলো মজার খেলা আর এই খেলার মানুষ বেশি আনন্দ অনুভব করে


IMG_20241103_085700.jpg

খেলা শুরু হওয়ার অনেক পরে বেশ কিছু আক্রমণ করেছিল মিয়াম কিন্তু তারা কোনভাবে সফল হতে পারছিল না ঠিক এমন সময় বিপক্ষ টিমে যে গোলকিপার ছিল তার একটা ছোট্ট ভুলের গোল খেয়ে যায় তারা। আসলে ডি বক্সের ভিতরে অনেক প্লেয়ার ছিল এই সময়ে গোলকিপার বল মারতে গিয়ে হাত থেকে ফসকে যায় কিন্তু এটা তো নেই গাল ছিল কারণ সে তো মারতেই গিয়েছিল তাই তার বল হাত থেকে পড়ে যাওয়ার কারণেই ইন্টার্মিআমের একজন প্লেয়ার বলটি পেয়ে যায় এবং সেই বল গোল করতেছে একটুও ভুল করে নাই। আর এই কারণে গোলের সুবাদে তারা এগিয়ে যায়। তবে বলতেই হয় যদিও গোলটি খুব একটা সুবিধাজনকভাবে হয়নি কিন্তু এটা ছিল নিকাল গোল তাই রেফারি এটিকে গোল হিসেবে বিবেচিত করেছে।


IMG_20241103_085621.jpg

খেলার মধ্যে আটালাম তার প্লেয়ার গুলো মাঝেমধ্যে এমন খেলা করেছে সত্যিই ভালো লেগেছে। যদিয়ালবা মেসির সুয়ারেজ এরাও বেশ কিছু সুযোগ ছিল গোল করার জন্য কিন্তু তারা সেগুলো মিস করেছে। এবং আটলান্টার প্লেয়ার গুলো কয়েকটা শর্ট নিচে একটা শর্ত বার পোস্টে লেগেই ঘুরে আসলো। আমি প্রথম থেকে বলছিলাম এই খেলাটি সত্যি অনেক দেখার মত একটি খেলা ছিল কারণ দুই দল আক্রমণ ছিল বিধ্বস্তমত ।কিন্তু সমস্যা ছিল একটাই তারা কোনভাবেই কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারছিল না। আটলান্টা প্লেয়ার আপনি পড়ে যেন তারা বেশ খুদ্দার হয়ে উঠলো। আর তার ফলও তারা পেয়ে গেল। তার কিছুক্ষণ পরেই তারা গোল করে এবং দলের সমতা ফেরায়।


IMG_20241103_085524.jpg

দুই দলের মধ্যে খেলা তখন সমতায়। যদিও বারবার আটলান্টা বেশ আক্রমণ করছিল। তবে তারা যেভাবে আক্রমণ করছিল সেই সুবাদে তাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। এক্সট্রা টাইমে অর্থাৎ পাঁচ থেকে ছয় মিনিট এক্সট্রা টাইম দিয়েছিল সেই এক্সট্রা টাইমের মধ্যে তারা দারুন একটা সুযোগ তৈরি করে এবং সেই সুযোগে তারা গোল করতে একটুও ভুল করেনি। আর গোলটি এমন একটা মুহূর্তে গোল হয়েছে যে পরবর্তীতে সেই গোল শোধ দেওয়ার মতো কোন সম্ভাবনা নেই তাই তো ইন্টার মায়ামি এই খেলায় শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে মাঠ ছাড়ে। তবে খেলাটি বেশ দারুন ভাবে উপভোগ করেছি কারণ টানটান উত্তেজনার মধ্যে দিয়ে খেলাটি শেষ হয়েছে।


পোস্ট বিবরণ

শ্রেণীস্পোর্টস
ডিভাইসpoco M2
স্ক্রিনশট সোর্সApple tv
লোকেশনমেহেরপুর


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.