"আসসালামুআলাইকুম"
"আমার বাংলা ব্লগ"প্রতিযোগিতা - ৬২ $PUSS কয়েন নিয়ে ব্যানার তৈরির প্রতিযোগিতা। |
---|
আজ আবারও আপনাদের মাঝে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে এসেছি। আজ আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পোস্ট শেয়ার করবে আপনাদের মাঝে। $PUSS এর লোগো ও ব্যানার তৈরির জন্য সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা যেহেতু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পোস্ট করি আর সেই পোস্ট সাজাতে আমরা আমাদের পছন্দ মতো অ্যাপস ব্যবহার করি। তেমনি আমি সবসময়ই লেখা কিংবা অন্য কোনো কিছু সাজাতে কেনভা অ্যাপস ব্যবহার করপছি। চেষ্টা করেছি নিজের জায়গা থেকে যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী। puss নিয়ে আমাদের উন্মাদনার শেষ নেই। আর সে জায়গা থেকে আমাদের মাঝে যে কনটেস্ট দিয়েছে সেই কনটেস্টে আমি অংশগ্রহণ করলাম এবং আমার যতটুকু সাধ্য আমি চেষ্টা করেছি।
প্রয়োজনীয় উপকরণ
- মোবাইল।
- কেনভা।
🎋 অংকন প্রণালী🎋
প্রথম ধাপ
প্রথমে একটি সাদা ক্যানভাস নিয়েছি। যেহেতু ব্যানার তৈরী করবো তাই ব্যানারের সাইজে নিয়েছি।
দ্বিতীয় ধাপ
এরপর পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে নিয়েছি। আমি এখানে কালো ও সোনালি ব্যাকগ্রাউন্ড দিয়েছি।
তৃতীয় ধাপ
এবার উপরের দিকে puss কয়েনের লোগো দিয়ে puss এর নাম লিখেছি।
চতুর্থ ধাপ
এরপর এখানে puss কয়েন সম্পর্কে দুইটি তথ্য লিখেছি।
পঞ্চম ধাপ
এবার এখানে আরো কিছু তথ্য যুক্ত করেছি।
ষষ্ঠ ধাপ
উপরে buy now এর দুটি লোগো সংযুক্ত করেছি।
সপ্তম ও শেষ ধাপ
এবার নিচে স্টিম ওয়ার্ল্ড, ট্রোন, সান পাম্প ও আমার বাংলা ব্লগ এর লোগো সংযুক্ত করে ব্যানার তৈরী সম্পূর্ণ করেছি।
এই ছিল আমার প্রতিযোগিতার আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/ABashar45/status/1833794696017240478?t=hQv-1uvwXJ_nlHj0Z3L-xg&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Puss কয়েন নিয়ে খুব সুন্দর একটি ব্যানার তৈরি করেছেন। বেশ ভালো লাগলো আপনার তৈরি করা ব্যানার টা দেখে। খুব সুন্দর ভাবে ব্যানারটা ডিজাইন করেছেন আপনি। কালার কম্বিনেশনটা দারুন হয়েছে। চমৎকার একটি ব্যানার তৈরি করার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভীষণ ভালো লাগলো ভাইয়া। অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য। দোয়া করি ভাইয়া প্রতিযোগিতায় প্রতিযোগীর মধ্যে একজন হয়ে উঠুন।দারুণ একটি ব্যানার তৈরি করেছেন ভাইয়া puss কয়েন নিয়ে। আপনার তৈরি করা ব্যানার টি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। খুবই চমৎকার ভাবে ব্যানার টি তৈরি করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য পেয়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অনেক সুন্দর ব্যানার তৈরি করেছেন ভাইয়া। আমাদের সকলের প্রিয় কয়েনটাকে ঘিরে সবাই কমবেশি সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করছে প্রতিনিয়ত। এ দেখে আমার খুবই ভালো লাগে। আমি কেমন ব্যানার তৈরি করতে জানিনা যার জন্য সম্ভব হয়নি। তবে আপনাদের সৃজনশীল জ্ঞান দেখে খুবই ভালো লেগেছে। অনেক সুন্দর হয়েছে ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু আপনার গঠন মূলক মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। $PUSS কয়েন নিয়ে ব্যানার তৈরি করেছেন আর চমৎকার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো। আপনার তৈরি করা ব্যানার খুবই সুন্দর হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে খুবই সুন্দর একটি ব্যানার তৈরি করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এরকম অসাধারণ একটি ব্যানার দেখে খুবই ভালো লাগছে ৷ যেভাবে আপনি ব্যানার তৈরি করার ধাপগুলো একের পর এক শেয়ার করেছেন তা খুবই সুন্দর হয়েছে৷ একই সাথে এখানে আপনি এই ব্যানার তৈরি করার মাধ্যমে আপনার প্রতিভাকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit