গজল কভার :- বাবা তুমি কেমন আছো? ছোট্ট মাটির ঘরে..

in hive-129948 •  6 days ago 
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি গজল। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...


father-6648076_1280.jpg

Source


আমার মনে হয় গজল সবার কাছে বেশ ভালো লাগে। আর এটা ভালোলাগারই জিনিস, একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যখন মন ভালো থাকবে না মনের মধ্যে অশান্তি থাকবে তখন আপনারা গজল শুনবেন দেখবেন মন ভালো হয়ে যাবে। আজকে আমি গজল কভার করতে যাচ্ছি। বাবা প্রতিটা সন্তানের জন্য গুরুত্বপূর্ণ।তিনি কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারে যখন বাবা মারা যায়। আজকে আমি কারোর ছেলে, কালকে আমি কারোর বাবা। অনেক সময় এ সহজ অংকটা আমাদের মাথায় ধরে না। যখন আমরা সন্তান থাকি তখন বাবা-মায়ের প্রতি কত অত্যাচার করে থাকি বা বাবা মাকে ছেড়ে আমরা অনেক দূরে থাকি । কিন্তু যখন আমরা বাবায় পরিণত হয় তখন বুঝতে পারি তাদের সে দুঃখ কষ্টটা। এই গজলটির মধ্যে সেই ধরনের প্রকাশের পেয়েছে। যাহোক কথা না বাড়িয়ে আমি শুরু করছি আমার আজকের ব্লগ...


🇧🇩 গজলের রিলিক্স।


🥀বাবা তুমি কেমন আছো? ছোট্ট মাটির ঘরে...।


বাবা তুমি কেমন আছো? ছোট্ট মাটির ঘরে..
তোমার কথা হৃদয় মাঝে,পড়ছে বারে বারে..।
বাবা তুমি কেমন আছো? ছোট্ট মাটির ঘরে..
তোমার কথা হৃদয় মাঝে,পড়ছে বারে বারে..।

বাবা..গো..ও.. ও.. বাবা....
বাবা..গো..ও..ও.. বাবা....
বাবা..গো..ও.. ও.. বাবা....
বাবা..গো..ও..ও.. বাবা....।

কত আদর কত স্নেহ, তোমার কাছে পেলাম..
সব কিছু হারিয়ে আজকে,নিঃস্ব হয়ে গেলাম।

কত আদর কত স্নেহ.. তোমার কাছে পেলাম..
সব কিছু হারিয়ে আজকে,নিঃস্ব হয়ে গেলাম..।
ভালোবাসি তোমায় বাবা,বুকটা যে যায় ছিঁড়ে
তোমার কথা হৃদয় মাঝে,পড়ছে বারে বারে..।

বাবা.. গো..ও.. ও.. বাবা..
বাবা.. গো.. ও..ও.. বাবা..।
বাবা.. গো.. ও.. ও.. বাবা..
বাবা.. গো.. ও..ও.. বাবা..।

তোমার মত আপন কেহ,পাই না তো আর খুঁজে
তাইতো আজই ঘুমের ঘোরে,অশ্রুতে যায় ভিজে

তোমার মত আপন কেহ,পাই না তো আর খুঁজে
তাইতো আজই ঘুমের ঘোরে,অশ্রুতে যায় ভিজে

সুখে থেকো পরম সুখে.. জান্নাতের ভিতরে..।
তোমার কথা হৃদয় মাঝে, পড়ছে বারে বারে..।

বাবা..গো.. ও.. ও.. বাবা..
বাবা..গো.. ও.. ও..বাবা..
বাবা.. গো.. ও..ও.. বাবা..
বাবা.. গো.. ও..ও.. বাবা..।

বাবা তুমি কেমন আছো..? ছোট্ট মাটির ঘরে..
তোমার কথা হৃদয় মাঝে.. পড়ছে বারে বারে..।
বাবা তুমি কেমন আছো..? ছোট্ট মাটির ঘরে..
তোমার কথা হৃদয় মাঝে.. পড়ছে বারে বারে..।

বাবা.. গো.. ও ও.. বাবা..
বাবা.. গো.. ও ও.. বাবা..
বাবা.. গো.. ও ও.. বাবা..
বাবা.. গো.. ও ও.. বাবা..।


🥀গানের কিছু তথ্য🌹

গজল:-বাবা তুমি কেমন আছো? ছোট্ট মাটির ঘরে....।

🍁শিল্পী:- ওয়ায়দুল্লাহ তারেক

গজল কভার:- তুহিন।


https://youtube.com/shorts/qCTxngf2vEw?si=NtoyRtLfO99oZP7c

Source


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।


আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

বাহ দুর্দান্ত একটি গজল কভার করে শেয়ার করেছেন। আসলেই দাঁত থাকতে যেমন দাঁতের মর্যাদা বুঝি না আমরা, ঠিক তেমনি অনেক কুলাঙ্গার সন্তান আছে যারা মা-বাবা থাকাতে বাবা-মার কদর বুঝেনা। আপনি কিন্তু অনেক সুন্দর ভাবে কভার করেছেন সুরেলা কন্ঠ দিয়ে। অপেক্ষায় থাকলাম আমার পরবর্তী কভার শোনার জন্য। তবে কভারের ভিডিও লিংকটি ডিরেক্ট এখানে শো করালে বেশি ভালো হয়।

আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য। কভার করার সময় নেটওয়ার্কের সমস্যার কারণে এটা হয়েছিল ভাই।

আপনার কণ্ঠে গজলটি শুনতে পেরে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া আমরা কখনো বাবা মার দুঃখ কষ্ট বুঝতে পারি না। তবে নিজেরা বাবা হলে বুঝা যায়। আপনি অনেক সুন্দর একটা গজল কভার করেছেন।ধন্যবাদ আপনাকে।

প্রতিটা সন্তান যখন তার বাবা মায়ের কদর বুঝতে পারে তখন আর বুঝেই কোন পার থাকেনা। কারণ সময় ততক্ষণ পর্যন্ত শেষ হয়ে যায়।

ঠিক বলেছেন ভাইয়া গজল শুনলে মন যেনো শান্ত হয়ে যায়। বিশেষ করে মন খারাপের সময় গজল শুনলে খুব ভালো লাগে। যাই হোক আপনি আজ খুব সুন্দর একটি গজল কভার করেছেন। এই গজল শুনলে বাবাকে হারানোর যে কষ্ট তা আরও যেনো বেড়ে যায়। আপনার কণ্ঠে এত সুন্দর গজল শুনে খুব ভালো লাগলো। সম্পূর্ণ গজল খুব সুন্দর ভাবে কভার করেছেন। এই গজল যত শুনি ততই আরও বেশি শুনতে ইচ্ছে করে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি গজল কভার করার জন্য।

সেই প্রথম থেকেই সব সময় চেষ্টা করে যাই গান অথবা গজল দুইটাই খুব চমৎকার ভাবে গেয়ে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপনাকে।

ভাইয়া আপনি দেখতেছি দুর্দান্ত একটি গজল কভার করেছেন আমাদের মাঝে। তবে গজল শুনতে আমার কাছে বেশ ভালো লাগে। আসলে অনেক ছেলে মেয়ে বোঝেনা বাবা-মা কি জিনিস। অত্যাচার এবং তাদের থেকে দূরে চলে যায়। আর সেরকম একটি চমৎকার গজল গেয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি আপনার কন্ঠে গজল শুনে মুগ্ধ হয়ে গেলাম।

সব সময় নিজের জায়গা থেকে চেষ্টা করি সুন্দর করে গজল গুলো গেয়ে আপনাদের মাঝে তুলে ধরার জন্য।

আসলে আমি যখন গজল শুনি তখন মনের মধ্যে শান্তি অনুভব করতে পারি।যাইহোক আপনি আজকে খুব সুন্দর একটি গজল কভার করছেন। আপনার কন্ঠে গজল কভারটি শুনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া পোস্ট টি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

গজল শুনলে মনের মধ্যে একটা প্রশান্তে আসবেই এটাই স্বাভাবিক। আপনার মনের অনুভূতিটা জেনে ভালো লাগলো ধন্যবাদ।