"ইলিশ মাছ দিয়ে লাউ রান্নার রেসিপি"(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )steemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 

হ্যালো........
আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন। আমি @tuhin002 বাংলাদেশ থেকে বলছি আজ (২১-০৯-২০২২)

সর্বশেষ মূলক ছবি

IMG_20220921_203558.jpg

আসলামু আলাইকুম আমার স্ট্রিম বন্ধু গন আশা করি আপনারা ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি @tuhin002 আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি ইলিশ মাছ দিয়ে লাউ রান্নার রেসিপি। গরমের সময় রুটি লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না খেতে আমি খুব ভালোবাশি। ইলিশ মাছ দিয়ে লাউ রান্নার রেসিপি নিচের ধাপে ধাপে শেয়ার করা হলো .....

রেসিপি তৈরির উপকরণ

ক্রমিক নম্বরউপাদান
ইলিশ মাছ
লাউ
সয়াবিন তেল
কাঁচা ঝাল
পিয়াজ
ধনে বাটা
লবণ
রসুন

ধাপ-১

IMG_20220921_203024.jpg

আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি লাউ।লাউটি আমি বাজার থেকে কিনে এনেছি। লাউ দেখতে গোল অনেক সুন্দর লাগছে। লাউ খেতে আমি খুব পছন্দ করি। গরমের সময় লাউ হয়ে থাকে। তবে বর্তমানে প্রায় সব সময় কমবেশি লাউ বাজারে পাওয়া যায়।

ধাপ--২

IMG_20220921_210510.jpg
IMG_20220921_203241.jpg

এখন আমি লাউটি বঁটিতে অর্ধেক কেটে নিলাম এরপর লাউয়ের খোসা গুলো সুন্দর ভাবে সরিয়ে নিলাম। ওগুলোকে আমি সুন্দরভাবে একটি সাইজ মতো করে কেটে নিলাম।টুকরো টুকরো লাউগুলো রাখার জন্য আমি একটি পাত্র ব্যবহার করেছি। পাত্রটি হলো লাল। কিছু পানি আছে আমি লাউগুলো কেটে পানির পাত্রে রেখে দিছে।

ধাপ-৩

IMG_20220921_203306.jpg

এখন আমি একটি ইলিশ মাছ কুটে একটি পাত্রে রেখে দিয়েছি। সাথে কাঁচা মরিচ। ইলিশ মাছ গুলো সুন্দর ভাবে আসছারি ভালভাবে ধৌত করে আমি একটি পাত্রে রেখে দিয়েছি।

ধাপ-৪

IMG_20220921_203355.jpg

এখন আমি এই ইলিশ মাছ গুলো ভেজে নেয়ার জন্য চুলোতে একটি কড়া বসিয়েছি এবং চুলোতে কাঠের আগুন দিয়েছি এবং তাতে আগুন ধরিয়ে দিয়েছি এখন কড়াটা আমি ভালোভাবে আগুনের তাপে তাতিয়ে নেব। কড়াতে পানি শুকানোর আগ মুহূর্ত পর্যন্ত ভালোভাবে কড়াটি আগুনের তাপে শুকিয়ে নেব।

ধাপ-৫

IMG_20220921_203412.jpg

কড়ার পানি গুলো শুকিয়ে গেলে তেল ঢেলে দিব। এরপরে ইলিশ মাছ গুলো যে পিস করা হয়েছে সেগুলো পর্যায়ক্রমে সুন্দরভাবে ভেজে নেবে। যাতে মাসের ভেতরে কাঁচা না থাকে এবং রান্না করতে সুবিধা হয়। ইলিশ মাছ ভেজে নেওয়ার পরে একটি পাত্রে মাছ গুলো সব উঠিয়ে নেব।

ধাপ-৬

IMG_20220922_091758.jpg
IMG_20220921_203500.jpg

পেঁয়াজ রসুন এবং মসলাজাতীয় জিনিসগুলো একত্রিত করে পাটায় বেটে নিয়েছি। বাটা মসলা গরম কড়ার উপরে তেল দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবং কষানো শেষ না হওয়া পর্যন্ত এগুলোকে কষাতে হবে।

ধাপ-৭

IMG_20220921_203520.jpg

মসলাগুলো সুন্দর মত কষানো হওয়ার পরে লাউ গুলো মসলার মধ্যে ঢেলে দিতে হবে এবং সুন্দরভাবে নাড়তে হবে।কোন পর্যন্ত লাউ গুলো কষানো শেষ না হওয়া পর্যন্ত লাউ ও সুন্দরভাবে কষাতে হবে। এরপর যখন শেষ হবে তখন পানি ঢেলে দিতে হবে। পানি ঢেলে দিয়ে আবারও কিছুক্ষণ জ্বাল করতে হবে।

ধাপ-৮

IMG_20220921_203541.jpg

লাউ গুলো সুন্দর ভাবে কষানো হয়ে গেলে লাউ এর মধ্যে ইলিশ মাছ গুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে এবং আস্তে আস্তে নাড়তে থাকতে হবে।পানিগুলো টগবগে ফুটতে থাকবে ততক্ষণ জ্বাল দিতে হবে। একটা পর্যায়ে পানি গুলো শুকিয়ে আসবে। এবং পরিপূণ রেসিপি তৈরি হবে।

ধাপ-৯

IMG_20220921_203558.jpg

লাউ ও ইলিশ মাছের রান্না শেষ হয়ে যাওয়ার পরে,একটি পরিস্কার পাত্রে ঢেলে নিলাম। তৈরি হয়ে গেল লাউ ইলিশ মাছের সুস্বাদু মজার মজার রেসিপি।

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


IMG_20220723_115342_9~3.jpg

আমি তুহিন ব্লগ।আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।আমার মাতৃভাষা বাংলা।আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি।সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম।সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

উফ ভাইয়া স্বাদের লাউয়ের রেসিপি দেখে স্বাদ নেয়ার জন্য মন উতলা হয়ে উঠলো ভাইয়া । মন চাচ্ছে রাতের খাবারের জন্য বাটি থেকে রেসিপির কিছু অংশ তুলে রাখি , আমার খুবই পছন্দের একটা রেসিপি ভাইয়া ,আহহহহহ । ইলিশ মাছ যদিও আমি তেমন খাইনা বাট লাউয়ের রেসিপি হলে সেটা যাই হোক ছাড়া ছাড়ি নাই । ধন্যবাদ ভাইয়া আমার পছন্দের একটা রেসিপি শেয়ার করার জন্য

ভাই লাউ তরকারি আমার অনেক পছন্দের একটি খাবার। এটা যে আপনার পছন্দের খাবার শুনে খুব ভালো লাগলো।আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

ওয়াও আপনি খুব অসাধারণ ভাবে ইলিশ মাছ দিয়ে লাউ রান্নার রেসিপি করেছেন। খুব লোভনীয় পোস্ট। ইলিশ মাছের সাথে লাউ রান্না। দুইটি খুব ফেভারিট জিনিস। সত্যি আপনার রেসিপি দেখে আমার জিভে জল এসে গেলো। খুব সুন্দর করে সাজিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

লাউ তরকারি আমার অনেক পছন্দের খাবার আপু।

আমিও ভীষণ ভালোবাসি গরমের সময় রুটি লাউ দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না খেতে অনেকদিন পরে লাউ এর রেসিপি দেখতে পেলাম আমি। অনেকদিন হয়েছে লাউ রেসিপি খাওয়া হয়না। আমার কাছে তো ভীষণ ভালো লাগে এটি। আপনি ইলিশ মাছের সাথে লাউ রান্না করেছেন দেখে লোভ সামলাতে পারছিনা। কারণ দুটোই আমার ফেভারিট।