স্বহস্তে বানানো এক্রলিক পেন্টিং |
Device - poco M2
আমি আজকে আপনাদের মাঝে একটি নতুন এক্রলিক পোস্ট নিয়ে হাজির হয়েছি। গত রাত্রে খুব একটা ভালো লাগছিল না।তাই একটু বাইরে হাটতে গেলাম।বাহিরে গিয়ে দেখি আকাশ জোসনার আলোয় আলোকিত হয়ে আছে।যদিও বাইরে বেশ ঠান্ডা ছিল।কিন্তু জোসনার আলোয় ঘুরতে অনেক ভালো লাগছিল।কিছুক্ষণ পরে আমি আমার রুমে ফিরে আসলা। ভাবলাম কালকে তো আবার পুনরায় পোস্ট করা লাগবে। রাত্রে ঘুম আসছিল না।তাই ভাবলাম সকালে উঠে তো পোস্ট করতে হবে। তাই রাতেই বসে পড়লাম এবং এই এই এক্রলিক পেইন্টিংটি তৈরি করলাম।আশা করি আপনাদের ভালো লাগবে।
ক্রমিক নম্বর | উপাদান |
১ | পেপার |
২ | ব্রাশ |
৩ | এক্রেলিক কালার |
৪ | রং মেশানো বাটি |
Device-poco M2
প্রথমে আমি সাদা কাগজের উপরে ফ্ল্যাট ব্রাশ ও স্কাই ব্লু দিয়ে আকাশের এক অংশ কালার করে নিয়েছি। |
Device-poco M2
এই ধাপে আমি আকাশের পরবর্তী অংশে ব্র্যান্ড সেনেনা ও র-সেনেনা এবং লাল কালার দিয়ে সূর্যাস্তের রক্তিম আকাশ এঁকেছি। |
Device-poco M2
এই ধাপে আমি ফান ব্রাশ ও গ্রীন কালার ব্যবহার করে নিচে কিছু ঘাস এঁকেছি। |
Device-poco M2
পরবর্তী ধাপে আমি ব্রান্ট সেনেনা কালার ব্যবহার করে ঘাসের নিচে কিছু মাটি এঁকেছি। |
Device-poco M2
এই ধাপে আমি কিছু গাছ এঁকেছি। গাছগুলো আঁকার জন্য আমি র-সেনেনা কালার ব্যবহার করেছি। |
Device-poco M2
এই ধাপে আমি দুটি গাছ গ্রীন কালার এঁকেছি। এবং বাকি গাছগুলো আঁকার জন্য আমি লাল কালার ব্যবহার করেছি। |
Device-poco M2
এবার আমি হলুদ কালার একটি অস্ত যাওয়া সূর্য এঁকেছি। |
Device-poco M2
পরর্বতীতে আমি নদীর পানিতে প্রতিফলিত হয়েছে এমন দেখানোর জন্য ওপরের করা কালার গুলো আবার করেছি তবে এবার কালার গুলো হালকা করে করেছি। |
Device-poco M2
এই ধাপে প্রতিফলিত আকাশ এবং গাছ ও সূর্যটি এঁকে সম্পূর্ণ করেছি। |
Device-poco M2
ছবিটি সম্পন্ন হওয়ার পর আমি আমার হাতের সিগনেচার দিয়েছি। |
Device-poco M2
হাতের সিগনেচার সহ এক্রোলিক পেইন্টিং সম্পূর্ণ হওয়ার পর একটি ছবি তুলেছি। |
সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি।আল্লাহ হাফেজ।
আমি তুহিন ব্লগ।আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।আমার মাতৃভাষা বাংলা।আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি।এই ব্লগে কাজ করার মধ্যমে আলাদা প্রশান্তি পায়।আমি পাশাপাশি একটি ব্যবসা করি।এ ছাড়া আমার একটি বাগান আছে। এবং বাগানে অনেক ফল ও সবজির চাষ করে থাকে।আমি ছবি আঁকতে পছন্দ করি।মাছের চাষ আমার প্রধান পেশা।এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম।সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
ভাইয়া সত্যি বলতে অসাধারণ।আপনি নদীর পাড়ের সূর্যোদয়ের দৃশ্য খুবই ভালভাবে ফুটিয়ে তুলেছেন।গাছের প্রতিফলন গুলোও পারফেক্ট হয়েছে।ধন্যবাদ ভাই দৃষ্টিনন্দন একটি পেইন্টিং শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি চেষ্টা করেছি আর বাকিটুকু তো আপনাদের সামনে তুলে ধরেছি। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আর্টটি সুন্দর হয়েছে।তবে মার্কডাউনের দিকে আরো নজর দিতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু। আমি চেষ্টা করবো আগামী দিনে ভালো করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া অসাধারণ একটি এক্রেলিক পেইন্টিং দেখতে পেলাম।বেস্ট আর্ট পোস্ট আজকের।খুব সুন্দর ভাবে আপনি প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর পেইন্টিং টি শেয়ার করার জন্য।আপনার পরবর্তী পেইন্টিং এর অপেক্ষায় রইলাম ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ভালো লেগেছে শুনে আমার অনেক ভালো লাগলো আপু। আপনাকে ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ! অসাধারণ একটি এক্রেলিক পেইন্টিং করেছেন ভাই। দেখে একেবারে মন ভরে গেল। সূর্যাস্তের সময় যে রক্তিম রং ধারণ করেছে, সেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। সবকিছু খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপনি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাদের ভালো লাগলেই আমার চেষ্টা সফল হবে। ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit