আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি খেলাধুলা বিষয় সম্পর্কে আপনাদের সামনে একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি।
খেলার রিভিউ।
প্রত্যেক বছরেই টি-টোয়েন্টি হয়ে থাকে আবুধাবিতে। আমরা খেলা দেখেছে টি-টোয়েন্টি এখন হচ্ছে টি টেন। টিটেন অর্থ হলো মোট ষাঅটটি বলের খেলা আর ষাট যত রান করা যায়। তাহলে বুঝতে পারছেন খেলাটা কেমন ভালো লাগবে প্রত্যেকটা বলে খেলতে হয়। রাত্রে ঠিক এমন একটা খেলা দেখার জন্য বসে গেলাম এবং খেলাটা দেখে বেশ ভালো লাগলো। আড়ালে রস তার অসাধারণ ব্যাটিং করছিল তার শর্টগুলো ছিল অতি মানবীয়। আফ্রিকান এই ব্যাটিং যুদ্ধ নিজের দলে খেলে না তবে এইদিকে যেসব লিগ খেলে ঘরওয়ালি গুলো দারুন পারফরমেন্স করেছে। রসুল সবচেয়ে বড় কথা তার খেলাটা আমার ভীষণ ভালো লাগে।
দলের যখন প্রথম উইকেট পড়ে তখন রোশুর রান হয় 61। কি অসাধারণ খেলা প্রত্যেকটা বল চার এবং ছক্কার পরিণত করেছে। প্রত্যেক অফারে 15-20 করে রান নিচ্ছিল তার অসাধারণ ব্যাটিং দেখে সত্যের ভীষণ ভালো লাগছিল। আসলে টি টেন খেলা গুলো তো এমন হওয়া উচিত দশ অপারে অন্ততপক্ষে 130 থেকে 40 রান হতে হবে। এ ধরনের খেলা গুলো দেখতে যেমন মজা লাগে তেমনি বেশি আনন্দ অনুভূতি হয়। যেহেতু এসব খেলা গুলো খুব সল্প সময়ের মধ্যে হয় তাই দেখার মানসিকতা বেশি থাকে।
ডেকেন শেষ পর্যন্ত ১০ ওভারে রান করে ১২৮ রান ১০ ওভারে এই রান করতে তাদের উইকেট খরচ করতে হয় মাত্র তিনটা। সর্বমোট যদি 128 সন হয় তাহলে প্রত্যেক ওভারের রান করেছে গড় এভারেজে ১২.৮। তাহলে বুঝতে পারছেন প্রত্যেক ওভারে একটা দুইটা তিনটা চার অথবা একটা দুইটা ছক্কা রয়েছে। আসলে এসব খেলা গুলো বিনোদনের জন্য হয়ে থাকে। বিপরীত দলের জন্য ১০ ওভারে এড়ান অনেক তারপরও টি-টেন খেলা।
প্রথম ইনিংস দেখে বেশ ভালো লাগছিল মনে হয়েছিল কি টেন খেলা দেখতেছি কিন্তু পরে যে খেলাটা হল তাতে দেখে আমি সত্যি হতাশ। 15 বিশ রান না করতে তিন উইকেট হারিয়ে বসে। আর এটা দেখে মনে হয়েছিল যে এটা খেলা দেখছি নাকি দেখতেছি। আসলে এখানে যেসব প্লেয়ারগুলো আসে তারা প্রত্যেকজনে হার্ট এটার ব্যাটসম্যান। কিন্তু ক্রিকেট খেলা এমন একটা খেলা প্রত্যেকটা দিন প্রত্যেক ব্যাটসম্যানের জন্য একই হয় না। হয়তোবা আজকে সেদিনটা তাদের পড়েছে।
মাত্র ৩৫ রানে ৬ উইকেট শেষ। যেখানে রানের দরকার ছিল ১২৮ রান মাত্র ১০ ওভারে সেখানে ওভারগুলো শেষের দিকে কিন্তু রানের সংখ্যা খুবই কম এখানেই বোঝা আছে তাদের পরাজয় নিশ্চিত। যখন প্রথমে ব্যাটসম্যান গুলো ভালো কিছু করতে পারে না তখন শেষের ব্যাটিংদের কাছ থেকে ভালো কিছু আশা করাটা একেবারেই নির্বোধ বোকামি ছাড়া কিছুই না। খেলা পড়া যায় যখন নিশ্চিত তখন তো আর কি আর করা এখন তাদেরকে ওভার শেষ করতে হবে এটাই হল মূল কথা।
শেষ পর্যন্ত তারা ৭ উইকেট হারায় অবশ্য অলআউট হয় না তবে রান করে মাত্র ৬০ রান। 128 রানের টার্গেটে ৬০ রান করে অলআউট। এটা সত্যি একটা লজ্জা ব্যাপার। তারপরও ক্রিকেট খেলা সব দিন সমান যায় না। শুভকামনা রইল দুইটা দলের জন্য তবে ব্লাডারেটর খুব দারুণ খেলেছে আজকে সত্যি তাদের প্রশংসা করতে হয় আর আজকে খেলার পেছনে সবচেয়ে মূল নায়ক হলো রোষো । তার অতি দানবীয় ব্যাটিং পারফরমেন্সে তারা ৬৮ রানে জয়লাভ করে।
পোস্ট বিবরণ
শ্রেণী | স্পোর্টস |
---|---|
ডিভাইস | poco M2 |
স্ক্রিনশট সোর্স | FOX cricket |
লোকেশন | মেহেরপুর |
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। |
---|
👨🦰আমার নিজের পরিচয়👨🦰
আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেকদিন হলো ক্রিকেট খেলা দেখা হয় না। ফুটবল খেলা যেটা প্রায়ই দেখা হয় ।সাকিব টি-টেন লিগে খুবই ভালো পারফরম্যান্স করছে। অল্প ওভারে খেলা বেশি রান হওয়াটাই স্বাভাবিক কিন্তু টার্গেট অনুযায়ী আশানুরূপ রান করতে পারিনি। রিভিউ পড়ে ভালই লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ফরমেট চালু হবার পর থেকে ক্রিকেট খেলায় যেন আরো উত্তেজনা বৃদ্ধি পেয়ে গিয়েছে। আমি মাঝে মাঝেই এখন এই খেলাটা দেখি। অল্প সময়ে শেষ হয়ে যাওয়ার কারণে এই খেলা দেখতে অনেক বেশি মজা লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ক্রিকেটের আরও ছোট সংস্করণ এই টি টেন লীগ। ক্রিকেট সেরকম দেখা হয় না। তবে টি টেন এর স্কোর গুলো মাঝে মাঝে চোখের সামনে চলে আসে। এখানে যারা পরে ব্যাটিং করে রান করার একটা চাপে থাকে। আর এইজন্যই হয়তো দ্রুত অলআউট হয়ে যাওয়ার প্রবণতা টা বেশি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit