গান কভার : তুমি কি দেখেছ কভু।

in hive-129948 •  10 months ago 
আমি @tuhin002, আমি আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে আমার পক্ষ থেকে জানায় সালাম," আসসালামু আলাইকুম" সবাই কেমন আছেন ? আশা করি, মহান আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহুর অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো একটি গান। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ...


ছবিটি কেনভা দিয়ে তৈরি


পৃথিবীটা একটা স্বার্থপর জায়গা। যে জায়গাটায় মানুষ শুধু নিজের কথাই চিন্তা করে। অপরের কথা চিন্তা করে সে মানুষের সংখ্যাটা নেহাইত অনেক কম। জীবনের অনেকটা পথ আপনি যার সাথে একা চলেছেন মাঝপথে দেখবেন ছেড়েছে চলে গেছে। একটু খোঁজ নিয়ে দেখবেন এমন মানুষেরা সবাই ছিল স্বার্থপরতার চাদরে মোড়ানো। যারা দুঃখ দূরঅবস্থার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করে তারা জানে জীবন কাকে বলে। দুঃখ অসহায় মানুষের কম বেশি চাওয়া পাওয়া থাকে কিন্তুু সে গুলো তাদের জন্য স্বপ্ন। ঘুম ভাঙতেই সব শেষ। যে বাবা মা তার সন্তানের জন্য নিজের জীবন দিয়ে দেয়,সেই সন্তান ঐ বাবা মাকে ছেড়ে স্বর্থের টানে একদিন দূরে সরে যায়। স্বার্থপরতা বড়ই নিষ্ঠুর যেটা আপন পর দেখে না।


গানের রিলিক্স


তুমি কি দেখেছ কভু।

তুমি কি দেখেছ কভু
জীবনের পরাজয়?
দুঃখের দহনে, করুন রোদনে,
তিলে তিলে তার ক্ষয়।

তুমি দেখেছ কভু
জীবনের পরাজয়?
দুঃখের দহনে,করুন রোদনে
তিলে তিলে তার ক্ষয়
তিলে তিলে তার ক্ষয়।

তুমি কি দেখেছ কভু
জীবনের পরাজয়?
দুঃখের দহনে,করুন রোদনে
তিলে তিলে তার ক্ষয়
তিলে তিলে তার ক্ষয়

আমি তো দেখেছি কত যে স্বপ্ন
মুকুলেই ঝরে যায়।
শুকনো পাতার মর্মরে বাজে
কতো সুর বেদনায়।

আমি তো দেখেছি কত যে স্বপ্ন
মুকুলেই ঝরে যায়।
শুকনো পাতার মর্মরে বাজে
কত সুর বেদনায়।
আকাশে বাতাসে নিষ্ফল আশা
হাহাকার হয়ে রয়....
দুঃখের দহনে করুন রোদনে
তিলে তিলে তার ক্ষয়
তিলে তিলে তার ক্ষয়

প্রতিদিন কতো খবর আসে যে
কাগজের পাতা ভরে,
জীবন পাতার অনেক খবর
রয়ে যায় অগোচরে।
প্রতিদিন কত খবর আসে যে
কাগজের পাতা ভরে,
জীবন পাতার অনেক খবর
রয়ে যায় অগোচরে

কেউ তো জানে না
প্রাণের আকুতি
বারে বারে সে কি চায়,
স্বার্থের টানে প্রিয়জন কেন
দূরে সরে চলে যায়।

কেউ তো জানেনা
প্রানের আকুতি
বারে বারে সে কি চায়,
স্বার্থের টানে প্রিয়জন কেন
দূরে সরে চলে যায়।
ধরণীর বুকে পাশাপাশি তবু
কেউ বুঝি কারো নয়..

দুঃখের দহনে করুন রোদনে
তিলে তিলে তার ক্ষয়,
তিলে তিলে তার ক্ষয়।
তুমি কি দেখেছ কভু
জীবনের পরাজয়?
দুঃখের দহনে করুন রোদনে
তিলে তিলে তার ক্ষয়,
তিলে তিলে তার ক্ষয়।
তুমি দেখেছ কভু..


🥀গানের কিছু তথ্য🌹

গান:- তুমি কি দেখেছ কভু।

সুরকার: সত্য সাহা।

🍁 শিল্পী:- আব্দুল জব্বার।

ছায়াছবির নাম:- এতো টুকু আশা।

🌹 গান কভার:- তুহিন।


Source


সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় নিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।


আজ এই পর্যন্ত। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।


👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


1666192548913_1666192548801_1666192548599_1666192548416_1666192548270_1666192548091_1666192547839_1666192547665_1666192022150.jpg

আমি আবুল বাশার খায়রুল আলম তুহিন। আমার জন্ম ১১ এপ্রিল ১৯৯৫ সালে। আমার বাসা মেহেরপুর জেলা,গাংনী থানা, জুগীর গোফা গ্রাম। আমি বিবাহিত। বর্তমানে আমার একটা পুত্র সন্তান আছে। আমি গ্রাজুয়েশন শেষ করেছি রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রী কলেজ থেকে। আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি। এই ব্লগে কাজ করার মাধ্যমে আলাদা প্রশান্তি পায়। আমি ছবি আঁকতে,গান গাইতে,কবিতা লিখতে অনেক পছন্দ করি। এছাড়া আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। আর আমি স্টিমেটে জয়েন করেছি (২৭ - ০৬ - ২০২২) সালে। সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইলো।


Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )


4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHviAUBY9Vc8ousmvcnNywqK...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPxFqYAEtmnwbJrshP4Tdaov4BmxkXJqLhx2USjht6Vy2soth7e34k1TKBQ2RZ2vXNJBF8X9uKH9aLNKFV...xU6W1ggWaLoBhkXz82k34bfNqfnFypapZe2oHzEHELJzLj6msr2RorLQSivfSXJaPiBZmUdQYzewFKsaGxDCyC6yRhEDYu8mNwzeEnkjmmjmpLrQEyQZKZnCTp.png

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দুঃখ দুর্দশার মাঝে জীবন অতিবাহিত করে অনেকেই। আর এর মাঝে সবাই ভালো থাকার চেষ্টা করে। ভাইয়া আপনার গান শুনে মন ভালো হয়ে গেল। এর আগে আপনার গান শুনিনি। আজকে প্রথমবার শুনে ভালো লেগেছে।

ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

আপনি ঠিক বলেছেন ভাইয়া স্বার্থপরতা বড়ই নিষ্ঠুর। আসলে ভাইয়া পৃথিবীটা বড়ই স্বার্থপর,স্বার্থের জন্য মানুষ সব কিছুই করতে পারে।যাইহোক আপনি অনেক সুন্দর একটা গান কভার করেছেন।এই গানটা আমার অনেক প্রিয় তবে সময়ের অভাবে শোনতে পারি না। আজ আপনার কণ্ঠে শোনতে পেরে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

হঠাৎ করে এই গানটির কথা মনে পড়লো। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

অনেক জনপ্রিয় একটি গান শেয়ার করেছেন ভাই। খুব ভালো লাগলো গানটি শুনে। বিশেষ করে এই প্রিয় গানটি আপনার কন্ঠে শুনতে পেয়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

গানটি আপনার প্রিয় এটা আমার জানা ছিল না। তবে আপনার প্রিয় গানটি আমার কন্ঠে শোনাতে পেরে ভীষণ ভালো লাগলো।

আমারো খুব ভালো লেগেছে ভাই।,

কালজয়ী গান গুলো শুনতে অনেক বেশি ভালো লাগে। তুমি কি দেখেছ কভু গানটির কথা গুলো বাস্তবতার সাথে মিলে যায়। গানটি প্রায় ৫০ বছর আগের গান। এই গানটি আপনার কন্ঠে শুনতে পেয়ে খুশি হলাম। অনেক সুন্দর করে কভার করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকবেন।

ঠিক বলেছেন ভাই অনেক বাস্তব বাদি একটি গান। এই গানটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

আজকে অসম্ভব সুন্দর একটি গান কভার করেছেন। শুনতে আমার কাছে ভীষণ ভালো লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ কন্ঠে কভার করেছেন। প্রতিনিয়ত প্রতি সপ্তাহে আপনার কন্ঠে একটা গান শুনে আমার অনেক ভালো লাগে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

চেষ্টা করি সব সময় সুন্দর ভাবে গেয়ে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

আপনের গান কভার গুলো আমার কাছে বেশ ভালো লাগে আপনার কন্ঠে বিভিন্ন ধরনের গান শুনতে পেরে বেশ আনন্দ পেয়ে থাকি আমি। সামনের দিনে এরকম সুন্দর সুন্দর গানের আশায় থাকলাম। সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

চেষ্টা করি সব সময় সুন্দর ভাবে গেয়ে আপনাদের মাঝে তুলে ধরা জন্য। ধন্যবাদ ভাই।

আপনি আজকে চমৎকার একটি গান কভার করেছেন। এই গানটি ছোট বেলা থেকেই শুনে আসছি। আপনি অনেক সুন্দর ভাবে পুরো গানটি কভার করেছেন। আপনার কন্ঠে এতো সুন্দর একটি গান শুনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

অনেক পূরনো গান, তবে অনেক সুন্দর একটা গান। কথা গুলো অনেক সুন্দর। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

দীর্ঘ দিন পর একটি ছায়াছবির গান আপনার মাধ্যমে শোনার সুযোগ হলো।ছায়া ছবির গান গুলো একটু ভিন্ন ধরনের হয়ে থাকে। আপনি অনেক পুরনো একটি ছায়া ছবির গান আপনার গলায় পরিবেশন করেছেন। গানটি যেমন সুন্দর, তার থেকেও বেশি সুন্দর আপনার গলা। যাইহোক আপনি বেশ ভালো গাইছেন ভাইয়া।

এই গানটি সেই সময়ের অনেক জনপ্রিয়। আর গানটির কথা গুলো অনেক সুন্দর। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

ছোটবেলা থেকেই এই গানটি আমার ভীষণ পছন্দের। আর আপনার কন্ঠে এই দারুন গানটি শুনে তো মুগ্ধ হয়ে গেলাম ভাইয়া। সত্যি ভাইয়া আপনি কিন্তু চমৎকার গান করেন। আর আপনার গানের গলা অসাধারণ এবং ভারী মিষ্টি। দারুন একটি গান গেয়ে পরিবেশন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

আপনাকে অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

জনপ্রিয় একজন শিল্পী আব্দুল জব্বার এর জনপ্রিয় একটি গান আপনি কবার করেছেন ।গানটি আমার ভীষণ পছন্দের পুরনো এই গানটি যতবার শুনি আমার কাছে ততবার নতুন মনে হয়। আপনার কন্ঠে এই গানটি অসাধারণ লাগছে এমন একটি জনপ্রিয় গান কভার করেছেন দেখে আমার অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

পুরনো গান গুলো মানুষের জীবন নিয়ে কথা বলে।এই গানটি বাস্তব বাদি একটি গান। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

মামা আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকার একটি গান কভার শেয়ার করেছেন। আপনার কন্ঠে গান শুনতে সব সময় আমার কাছে বেশ ভালো লাগে। এমনিতেই শিল্পী আব্দুল জব্বার এর গান আমার কাছে ভালো লাগে। এত সুন্দর ভাবে মিষ্টি কন্ঠে চমৎকার একটি গান কভার শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ মামা।

গানটির কথা হঠাৎ করে মনে পড়লো, তাই নিজের কন্ঠে গেয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

ভাই, আমিও গত সপ্তাহে এই গানটি গেয়ে শেয়ার করেছিলাম। গানটি আমার খুবই পছন্দের একটি গান। আর তাই আমার পছন্দের গানটি আপনার গলায় শুনতে পেয়ে, খুবই ভালো লাগলো। পুরনো দিনের এই জনপ্রিয় গানটি খুব সুন্দর ভাবে কভার করেছেন ভাই, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

আমি অনেক খুশী হয়ে গেলাম ভাই। আপনার পছন্দের গানটি আমি গেয়ে আপনাকে শোনাতে পেরেছি। ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

বাহ! চমৎকার একটি গান কভার করলেন আপনি সেই হারানো দিনের গান। এক সময় রেডিওতে অনেক শোনা হত এই গান। যখন আমরা ছোট ছিলাম তখন রেডিও এর প্রচলন ছিল। বারোটা বাজার জন্য অপেক্ষা করতাম সুন্দর সুন্দর গানগুলো শোনার জন্য। আমার পছন্দের গানের মধ্যে এটা অন্যতম। আপনি অনেক সুন্দর ভাবে কভার করে শেয়ার করলেন ধন্যবাদ।

আপনাকে অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

জনপ্রিয় একটি গান আজ কভার করলেন ভাইয়া। এই গানটি খুবই জীবনধর্মী।আপনি গানটি খুব সুন্দর ভাবে গাওয়ার চেষ্টা করলেন।আপনার কন্ঠে গানটি শুনে ভালো লাগলো। সুন্দর একটি গান কভার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

আপনি সঠিক বলেছেন আপু সত্যি এই গানটি অনেক জীবনধর্মী একটি গান। গানের মধ্যে জীবনের কথাগুলো খুবই সুন্দর ভাবে তুলে ধরেছে। আপনাকে ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

পৃথিবীটা একটা স্বার্থপর জায়গা।

আমার মতে--পৃথিবীটা স্বার্থপর জায়গা নয়,মানুষগুলো স্বার্থপর। যাইহোক আপনি সুন্দর কিছু বাস্তবধর্মী কথা তুলে ধরেছেন।আর এই গানটি খুবই জনপ্রিয় ,যেটা আমি ছোটবেলা থেকেই শুনে আসছি।আপনার কণ্ঠে গানটি শুনে ভালো লাগলো ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

এই গানের একটা লাইন আমাকে খুব আকৃষ্ট করে। জীবন পাতার কত খবর রয়ে যায় অগোচরে। সত্যিই আমাদের জীবনের কথা কথা অগোচরেই রয়েছে। গানটা পুরাতন হলেও বেশ জনপ্রিয় একটা গান। গানটা বেশ দারুণ কভার করেছেন ভাই। বেশ দারুণ লাগল গানটা আপনার কন্ঠে। ধন্যবাদ আমাদের সাথে গানের কভার টা শেয়ার করে নেওয়ার জন্য।।

একটা বিষয় কি ভাই, আগে যেসব সিনেমা গুলো হতো এবং ওই সব সিনেমার যেসব গান গুলো ছিল উভয়ে মানুষের কথা বলতো। মানুষের জীবনের কথা বলতো। বাস্তব কিছু তুলে ধরতো। এই গানটি তার একটি অংশ। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।