সন্ধ্যাকালীন তোলা আমার কিছু ফটোগ্রাফি (১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

in hive-129948 •  2 years ago 

হ্যালো......
আসসালামু আলাইকুম, আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন।আমি @tuhin002 বাংলাদেশ বলছি।আজ (০৬-০৮-২০২২)

আসলামু আলাইকুম,আমার স্ট্রিম বন্ধুগন।আশা করি আল্লাহুর কৃপায় আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি @tuhin002।আজকে আমি প্রথম শেয়ার করতে যাচ্ছি আমার তোলা সন্ধ্যাকালীন কিছু ফটোগ্রাফি।নিচে ধাপে ধাপে ফটোগ্রাফি শেয়ার করা যাক.....

IMG_20220804_184151_5.jpg

প্রথমে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন তা হলো সন্ধ্যার ঠিক শেষ লাগনে,যখন সূর্য ঢলে পড়েছে শেষ দিগন্তে।আকাশে তীর্যক আলোর আভা আকাশে ফুটে উঠেছে।

IMG_20220804_184809_6.jpg

এই ছবিতে আপনারা দেখতে পারছেন কিছু বাড়ি পাশে পুকুর মাঝে একটি হিয়ারিং রাস্তা।চারপাশে কিছু গাছ দেখা যাচ্ছে, গাছের উপরে কিছু তার ও দেখা যাচ্ছে।

IMG_20220804_184428_9.jpg

আমি রাস্তায় পাশ দিয়ে হেটে আসছিলাম দেখাতে পেলাম একটি পুকুর।পুকুরের চারপাশে কলা গাছ,বাঁশ ঝাড়,এক কথাই পুকুরটি চারপাশে গাছ পালিয় বেষ্টনী।

IMG_20220804_184418_3.jpg

আমাদের এলাকায় সবচেয়ে বেশি নারিকেল গাছ।এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টির বেশি গাছ রয়েছে। এখানকার দৃশ্য অনেক সুন্দর।

IMG_20220804_184333_8.jpg

পুকুরের পাশে গাছপালা আর ঠিক গাছপালার মাথার উপরে আকাশ যা যা সূর্যের আলো। যদিও সূর্য ডোবার সময় যে হালকা রঙের আভা ফুটে উঠেছে।

IMG_20220804_184300_9.jpg

এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের মাঝখানে কারেন্টেে খুটি যেখান থেকে আমাদের বাড়ির আশেপাশে সবাই কারেন্ট সংগ্রহ করে থাকি।

IMG_20220804_184021_1.jpg

এটা আমাদের বাড়ির আশ পাশ।চারদিকে গাছ পালায় বেষ্টনী। সন্ধ্যার শেষ সময় এই ছবিটি আমার ফোনে আমি কেমেরায় বন্দী করি।আকাশে দৃশ্যটা অনেক সুন্দর দেখাচ্ছে।

প্রয়োজনীয় তথ্যাবলী

আমার পরিচিতিতথ্য বিশেষ
আমার নাম@tuhin002🇧🇩
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল
ব্লগিং মোবাইলWalton primo H8
আমার বাসাগাংনী, মেহেরপুর.

লোকেশন///https://w3w.co/jukeboxes.police.averted

👨‍🦰আমার নিজের পরিচয়👨‍🦰


IMG_20220723_115342_9~3.jpg

আমি তুহিন ব্লগ।আমার পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।আমার মাতৃভাষা বাংলা।আমি বাংলা ব্লগে কাজ করতে অনেক ভালোবাসি।সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম।সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

Logo.png

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এবং ৫% এবিবি স্কুল এর জন্য )

banner-abbVD.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সূর্য ডোবার আগ মুহূর্তের খুবই সুন্দর সুন্দর কিছু আলোকচিত্র ক্যামেরাবন্দি করে আমাদের মধ্যে তুলে ধরেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে সুন্দর উপস্থাপনা করেছেন শুভকামনা রইল আপনার জন্য

আপনার প্রথম ছবিটি অসাধারণ হয়েছে ভাইয়া বাকি ছবি গুলো ভালো হয়েছে ,আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্যে।

সন্ধ্যাকালীন সময়ের প্রাকৃতিক দৃশ্যের অসম্ভব সুন্দর ছবি শেয়ার করেছেন আপনি। প্রকৃতি যেন অন্যরকম সাজিয়ে সেজে উঠেছে। সন্ধ্যার সময় এই চিত্র দেখিতে আসলেই অনেক ভালো লাগে আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

সন্ধ্যাকালীন সময়ে লালচে আকাশের ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। আজকে আপনার মাধ্যমে খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। আপনি খুবই সুন্দরভাবে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে বর্ণনা সহকারে উপস্থাপন করেছেন। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

সন্ধ্যাকালীন দৃশ্যগুলা আসলে অনেক সুন্দর হয়। প্রাকৃতিক জায়গার দৃশ্যগুলা অসাধারণ হয়। আপনি সুন্দর কিছু ছবি শেয়ার করেছেন আমাদের মাঝে। ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। শুভ কামনা রইলো আপনার জন্য।

সন্ধ্যাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি ভাইয়া। যা দেখতে আমার কাছে খুবই ভালো লাগলো। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে বলুন। আপনার সবগুলো ফটোগ্রাফি আমার খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সন্ধ্যাকালীন সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সন্ধ্যাকালীন মুহূর্তে আপনি অনেক চমৎকার একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন সন্ধ্যাকালীন মুহূর্তে গোধূলি লগ্নের ফটোগ্রাফি খুবই চমৎকার হয় সেটা আপনার এই ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যায়। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

সন্ধ্যার ফটোগ্রাফি গুলা একবারই দারুন হয়েছে। কারণ সন্ধ্যার সময় প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক সুন্দর ফুটে ওঠে। আপনার উপস্থাপনা অসাধারণ ছিল। আপনার জন্য শুভকামনা রইল।

সন্ধ্যা বেলা আসলে প্রকৃতির রূপ আরো বেশি বৃদ্ধি পায়। যেটা দেখে আসলেই মুগ্ধ হওয়ার মত। আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল বিশেষ করে প্রথম ফটোগ্রাফি টা আমার কাছে সত্যি খুব ভাল লেগেছে ধন্যবাদ।

ধন্যবাদ ভাই