♥️"আমি তো প্রেমে পড়েছি "♥️ নাটক রিভিউ 🍇১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য!steemCreated with Sketch.

in hive-129948 •  2 years ago 

হ্যালো.....
আসসালামু আলাইকুম,আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন।আমি @tuhin002.বাংলাদেশ থেকে বলছি। আজ আমি বাংলা নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি।আজকের নাটকের নাম"আমি তো প্রেমে পড়েছি

Screenshot_20220730-212109.png
"মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে"

নাটকটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নামআমি তো প্রেমে পড়েছি
পরিচালকজুয়েল হাসান
অভিনয়আ,খ,ম হাসান,পুনম হাসান জুই,রেজা হাসান
দৈর্ঘ্য৩৭ মিনিট ৩১সেকেন্ড
ভাষাবাংলা
নাটকের শুরুতে আ,খ,ম হাসান নাচতে নাচতে বাড়ি ভিতর আসে এবং তার অঙ্গভঙ্গি দেখে মনে হয় যেন সে কিছু যেন একটা পেয়েছে। সে অনেক খুশি।

Screenshot_20220730-204502.png
"মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে"

বাড়িতে প্রবেশ করে তার বাবা মা কে ডেকে বলে,আমি প্রেমে পড়েছি।এই কথা গুলো শুনে তার বাবা তো রেগে মেগে লাফ দিয়ে ঘরে চলে যায়।

Screenshot_20220730-204645.png
"মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে"

তার দেখে মা বলে বাপরে প্রেমে পড়লে আর উঠতে পারে না।তখন হাসান হাসে আর বলে মা আমি তো পড়তে চাই নি,এমনই পড়ে গেছি।

Screenshot_20220730-212121.png
"মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে"

একটু পারে ঘরে চলে যায় হাসান এবং একটি বালিশ বুকে নিয়ে বলে বৃষ্টি আমি তোমার প্রেমে পড়ে গেছি।

Screenshot_20220731-120740.png
"মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে"

কিছুক্ষণ পরে সে কল্পনার জগতে বৃষ্টির হতে হাত রেখে দুজনেই নাচতে থাকে এটা দেখে।

Screenshot_20220731-120542.png
"মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে"

কিছু সময় পরে তার মা দেখে তার ছেলে বালিশ বুকে নিয়ে কথা বলছে।পিছনে ফিরে দেখে তার মা তখন হাসান বলে তোমার ছেলে বড় হয়েছে ঘরে আসলে একটু সাড়া দিয়ে আসা যায় না।

Screenshot_20220731-120612.png
"মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে"

হাসান বাগানের মধ্যে দিয়ে হেটে আসছে হঠাৎ আব্বাস ভাই বলে ডাক দেয়।তখন আব্বাস বলে,এভাবে কেউ ডাকে।তখন বলে কি হয়েছে বল নান্নু,বলে তুমি বলে প্রেমে পড়েছ।

Screenshot_20220731-122646.png
"মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে"

কথা চলে কিছু সময় দুজনের মধ্যে হঠাৎ নান্নু বলে তুমি বৃষ্টিকে বিয়ে করে তুমি রাজা হয়ে যাবা।বলতেই তাকে মারতে যায়।

Screenshot_20220731-122008.png
"মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে"

প্রথমবার দেখা হয় বৃষ্টির সাথে অনেক কিছু বলে কিন্তু বলতে পারে না তার মনের কথা।

Screenshot_20220731-122739.png
"মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে"

এরপর সে বাড়ি ফিরে আসে এবং তাকে তার ভালোবাসার কথা কিভাবে বলবে বাড়িতে রিয়াসেল করতে থাকে।

Screenshot_20220731-123335.png
"মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে"

দ্বিতীয় বার দেখা হয় বৃষ্টির সাথে তখন সে তার ভালোবাসার কথা বলতে পারে না।তখন বৃষ্টি বলে কথা বলতে এসে বলতে পারেন না,কথা বলতে আসেন কেন?এই কথাটা বলে চলে গেল।পথে নান্টুর সাথে দেখা তার কাছে কিছু পরামর্শ নেই। সে বলে বৃষ্টি আপা যা পছন্দ করে তাই তোমাকে করতে হবে।

Screenshot_20220731-123921.png
"মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে"

যেহেতু বৃষ্টি গান শেখে তাই সে গান গাওয়া জন্য ওস্তাদজী কাছে যায়। এবং সে সেখানে গিয়ে বলে আমি গান গাইবো।

Screenshot_20220731-124141.png
"মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে"

এবার ওস্তাদজী গান গাওয়ার জন্য হারমনিয়াম দেয় এবং কিছু সময় পরে দেখলাম সব ইতিহাস।হাহাহা

Screenshot_20220731-124432.png
Screenshot_20220731-124459.png

Screenshot_20220731-124503.png

Screenshot_20220731-124520.png
"মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে"

মনের শক্তি বাড়ানোর জন্য ব্যাম করে। নিজেকে বৃষ্টির সামনে ভালোবাসার কথা এবার বলবেই।

Screenshot_20220731-124645.png

Screenshot_20220731-124617.png
"মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে"

আবারও দেখা হয় বৃষ্টির সঙ্গে এবার বলতে ব্যার্থ হয়।পুনরায় বৃষ্টি চলে যায়।

Screenshot_20220731-124701.png

Screenshot_20220731-124848.png
"মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে"

আবারও ঘরে চলে যায় এবং কিছু সময় ধরে কিভাবে বলবে তা ভাবে হঠাৎ চিৎকার করে ওঠে।তার বাবা মা দৌড়ে এসে তাকে বলে কি হলো তোর।

Screenshot_20220731-124911.png

Screenshot_20220731-124900.png

      "মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে"
এবার রাতে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে বৃষ্টি বলছে আমি তোমাকে নিয়ে পালাবে।তাই বলে বৃষ্টির হাত ধরে রাতের আধারে পালিয়ে যায়।

Screenshot_20220731-125008.png

Screenshot_20220731-125027.png
"মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে"

এবার মজার ব্যাপার হলো বৃষ্টি একটি ছেলের হাত ধরে বলে আব্বাস ভাই আপনাকে ধন্যবাদ আমাকে উপকার করে।আমি একে ভালো বাসি।এ কথা শুনে চিৎকার করে ওঠে ঘুম থেকে তার বাবা-মা তাড়াতাড়ি তার ঘরে আসলে জিজ্ঞেস করে সে কিছু বলে না।

Screenshot_20220731-125050.png

Screenshot_20220731-125128.png

Screenshot_20220731-125148.png
"মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে"

এই স্বপ্ন দেখে সে সিদ্ধান্ত নেয় আজকেই তাকে ভালোবাসার কথা বলবে। সামনে যাওয়ার পরে আর কিছু বলতে পারেনা তখন বৃষ্টি নিজেই তার ভালোবাসার কথা বলে বলে আব্বাস ভাই আমি তোমাকে ভালোবাসি।একথা শোনা মাত্র সে হারিয়ে গেছে।

Screenshot_20220731-125158.png

Screenshot_20220731-125259.png

Screenshot_20220731-125345.png
"মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে"

কিছুক্ষণ পরে দেখতে পারে শেষে এক জায়গায় শুয়ে আছে তখন বৃষ্টি তার কাছে কে বলে তোমার কি হয়েছে সে বলে আমি তোমার কথা শুনে ফিট হয়ে গেছি। পরে দুজনেই একে অপরের বুকে জড়িয়ে নেই।

Screenshot_20220731-125420.png

Screenshot_20220731-125427.png

Screenshot_20220731-125601.png
"মোবাইল থেকে স্ক্রীনশট নেওয়া হয়েছে"

এই নাটকটি আমার অনেক ভালো লেগেছে। তাই আমি ১০ ভেতর ৯ দিতে চাই। নাটকের লিংক নিচে দেওয়া হলো

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

মুভি থেকে নাটক দেখতে আমি বেশি পছন্দ করি ।আখম হাসানের নাটক গুলো আমার আমার বেশ ভালো লাগে । তার প্রায় নাটকগুলোই আমার দেখা কিন্তু এই নাটকটি এখন পর্যন্ত দেখা হয়নি। একসময় দেখার চেষ্টা করব।

  ·  2 years ago (edited)

ভাইয়া আপনি খুব সুন্দর একটা নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। রিভিউ পড়ে মনে হচ্ছে নাটকটি দেখতে বেশ মজার। আমি অবশ্যই নাটকটি একবার দেখে নেব। আসলে ব্যস্ততার কারণে এখন খুব একটা নাটক মুভি দেখা হয় না।

আপনার রিভিউ এর নাটকটি আমি এখনো দেখিনি। তবে রিভিউ ভাবছি দেখে ফেলব। আখম হাসানের নাটক আমার কাছে বেশ ভালোই লাগে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি নাটকের রিভিউ দেওয়ার জন্য।

আখম হাসানের অভিনীত নাটকগুলো সব সময় আমার কাছে অনেক ভালো লাগে। আমি যখনই ইউটিউবে যাই তখনই এখনো হাসানের নাটক গুলো দেখতে চেষ্টা করি। কিন্তু আজকে আপনি আমাদের মাঝে যে নাটকটি রিভিউ শেয়ার করেছেন সেটা এখন পর্যন্ত আমার দেখা হয়নি কিন্তু আপনার রিভিউটি পড়ে নাটকটি সম্পর্কে কৌতুহল আরো বেড়ে গেল। আমি আজকে রাতেই নাটকটি দেখে নিব।

আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া। আখম হাসানের নাটক গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আমিও মাঝে মাঝে সময় পেলে এর নাটক দেখি। আপনি অনেক সুন্দর ভাবে নাটকের রিভিউ আমাদের তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভেচ্ছা রইল

আপনি তো দেখছি বেশ সুন্দর একটি নাটকের রিভিউ করেছেন। আমি আবার বাংলা নাটক গুলো দেখতে বেশ পছন্দ করি। কয়েকদিন আগেও আ খ ম হাসানের কয়েকটা নাটক দেখেছিলাম। কিন্তু এই নাটকটি এখনো দেখা হয়নি। আপনি যখন নাটকের রিভিউ করেছেন অবশ্যই দেখে নিব।

খুবই সুন্দর একটি নাটকের রিভিউ করেছেন আপনি। হাসান ভাইয়ের নাটক গুলো আমার খুবই ভালো লাগে। আমার খুবই পছন্দের একজন অভিনেতা সে। খুবই সুন্দর ভাবে আপনি নাটকের ভিডিও করেছেন।

আপনি দারুণভাবে নাটক রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার রিভিউ দেখে নাটক দেখার প্রতি আগ্রহ বেড়ে গেল