শাপলা দীঘির পার

in hive-129948 •  5 months ago  (edited)

Black and Blue Modern Gradient Zoom Virtual Background_20240615_071719_0000.png

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।
আমি আজ থেকে একটা গল্প বলবো । গল্পের নাম দিয়েছি । শাপলা দীঘির পার
আশা করি এই গল্পটি সবার ভালো লাগবে ।
তো চলুন শুরু করা যাক আজকের গল্প।

একটি সবুজে ঘেরা গ্রাম। পাখির ডাক আর নদীর কুলকুল ধ্বনি মিলে এক অপূর্ব সুর সৃষ্টি করে এই গ্রামে। সেই গ্রামেই বাস করতো উত্তম,সে সাধারণ কৃষক পরিবারের ছেলে। গ্রামবাসীর কাছে সে খুব আদরের। উত্তমের সরলতা সবার মনে জায়গা করে নিয়েছে।

একদিন শহর থেকে এক দল ছেলে-মেয়ে গ্রামে আসে। তারা গ্রামীণ জীবনের অভিজ্ঞতা নিতে এসেছে। তাদের মধ্যে বাণী নামের এক মেয়েও ছিল। আবার এই গ্রামেই বাণীর মামার বাড়ি ও ছিল।তাই সবাই যাবার পরেই বাণী কিছু দিন এই গ্রামেই মামার বাড়ি থাকবে।বাণী শহরের নামী কলেজে পড়াশোনা করে। খুব মেধাবী আর ছাত্রী।

উত্তমের সাথে বাণীর প্রথম দেখা হয় গ্রামের মেলায়। বাণীর চোখে ছিল নতুন এক জগৎ দেখার আনন্দ আর উত্তমের চোখে ছিল মুগ্ধতা ভালো লাগা। উত্তম সেই মেলায় শাপলা ফুল বিক্রি করতে এসেছিল। বাণী তার কাছে এসে জানতে চাই, এই ফুল গুলো কি এই গ্রামেই হয়। এই ফুল নিয়ে তাদের মধ্যে আলাপ শুরু হয়। উত্তম তাকে গ্রাম ঘুরিয়ে দেখায়, গ্রামের গল্প বলে। বাণী সেই সরলতা আর শান্ত পরিবেশে দেখে মুগ্ধ হয়।

দিন দিন তাদের আলাপ বাড়তে থাকে। বাণী উত্তমের কাছ থেকে গ্রাম্য সংস্কৃতি আর জীবনের অনেক কিছু শিখতে থাকে। অন্যদিকে উত্তম বাণীর কাছ থেকে আধুনিক শিক্ষা আর শহুরে জীবনের কাহিনী শোনে। এক সময় তারা বুঝতে পারে, তারা একে অপরকে ছাড়া থাকতে পারছে না। তাদের মধ্যে প্রেমের এক অদ্ভুত অনুভূতি জন্ম নেয়। বাণী আর উত্তম সময় পেলেই ওই শাপলা ফুলের দীঘির কাছে গিয়ে বসে গল্প করে।

কিন্তু সমস্যাও ছিল। উত্তম জানত বাণী শহরের মেয়ে, । অন্যদিকে বাণীও জানত, উত্তমের জন্য শহরে আসা সহজ হবে না। কিন্তু তারা ঠিক করে, ভালোবাসার শক্তিতে সব বাধা পেরিয়ে যাবে।

তারা দুজন , দুজনকে কথা দেই তারা কোনো দিন ও এক আরেক জন কে ছেড়ে যাবে না।
বাণী বলে উত্তম , আমি আগামী কাল শহরে যাচ্ছি । তুমি ভালো থেকো, নিজের খিয়াল রেখো। আর শোনো আমাকে কোনো দিন ভুলে জেও না। আমি যেখানে থাকি আমি শুধু তোমার উত্তম।

এই বলে বাণী চলে যায় শহরে , তাদের প্রতিদিন নিয়ম করে কথা হয়।
দুজন তাদের মনের কথা শেয়ার করে।

দেখতে দেখতে বাণী তার পড়াশোনা শেষ করে গ্রামে ফিরে আসে। তারা দুজন মিলে গ্রামের উন্নতির জন্য কাজ শুরু করে। বাণী শহরের আধুনিক শিক্ষা আর উত্তমের গ্রামীণ জ্ঞান মিলিয়ে এক নতুন স্বপ্ন দেখে।

শেষে, তাদের প্রেম শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তারা গ্রামকে উন্নত করার মাধ্যমে সমাজেও এক নতুন উদাহরণ সৃষ্টি করে। তাদের প্রেম এবং সংগ্রাম গ্রামের লোকজনের মনে স্থায়ী দাগ কেটে যায়। তাদের প্রেম কাহিনী গ্রামবাসীর মুখে মুখে ছড়িয়ে পড়ে। তাদের জন্যই সবাই আশীর্বাদ করে।
এবং গ্রামবাসী অনেক আনন্দ করে তাদের বিয়ে দেই।

তারা দুজন মিলে গ্রামে একটা স্কুল চালু করে।
তারা খুব সুখে শান্তি তো জীবন যাপন করে।

সমাপ্ত

সবাই কে অসংখ্য ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaFYLUUkHV6dSwLV7zz7zNE5rVJ5qtN3Zm6SdmcqGFekXXVnJVmd6y7N12FUdQ...xanRUefX7PYzUbi2zovtPsG5QcGuGgiyhkJur9LnLhaBtL31haW2181SsBXzcn223B22y6ehCkS5KiST2zcCrkSfQWM67QR6iJFvTfuNnYv1Uzo82nmnfMsEC6.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!