↜ উৎসব ↝
পুজো মানেই আনন্দ আলোকময় চারিধার;
সুন্দর পোশাক আর উদ্দীপনা নিয়ে
রাস্তায় নামে হরেক রকম মানুষের ঢল ।
পাড়ায় পাড়ায় খুশি, হাসে ছেলে বুড়োর দল;
অনেক দিন পর সেই আনন্দ নিয়ে
ঘরে ফিরেছি সীমান্তের উৎসব রেখে ।
প্রতিদিন অনিশ্চয়তা আর আকস্মিকতা
নিয়ে উৎসব রচিত হয়, ভোর থেকে রাতে;
গুলির এক একটা আওয়াজ আতশবাজি
আর কামানের হুঙ্কার শব্দ বাজি হয়ে;
আমাদের উৎসব পালিত হয় হাসি কান্নায় ভেসে।
আজকে আমাকে পাঠানো হলো ঘরে,
এই দুর্গা পূজার আনন্দকে দু'হাতে জড়িয়ে।
আমি একটু অন্য রকম হয়ে গেছি,
এই উৎসব আমাকে টানে না ।
এই মাটির মূর্তিতে আমি মাতৃত্ব খুঁজি না,
আমার ঘরে সহস্ত্র রাত্রি পেরিয়ে
পথ চেয়ে বসে আছে জগৎ জননী ।
আমার সব উৎসব তাঁকে আবর্তিত করে,
পুজো হয় বিশ্বাসের আলোকে নিভৃতে
হৃদয়ের মাঝে হৃদয়ের আহ্বানে।
তোমার দুর্গা আলোয় ভরা
বিসর্জন যাবে দশমীর ঘন্টা বাজলে,
আমার দুর্গার অশ্রু শুকালেই,
পৃথিবী থেকে অসুররা নিপাত যাবে।
বাহ পূজার উৎসব সম্পর্কে সুন্দর একটি কবিতা লিখেছেন। পড়ে অনেক ভালো লাগলো ও অনেক কিছু জানতে পারলাম। আপনার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা আমাদের দাদা পোস্ট হুবুহু কপি করেছে ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@rex-sumon এটা আমাদের @rme প্যানথম দাদার ব্যবহৃত ফটো। আমার মনে হচ্ছে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা কি করলেন দাদা কে হুবু হু কপি করে দিলেন 🙄🙄🙄🙄🙄কবিতাটা দাদার লিখা আর ছবিটাও দাদার
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit