দেখুন, সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব রয়েছে সেই দূরত্বকে বলা হয় হ্যাবিটেবল জোন অর্থাৎ এই অঞ্চলে পানি একই সাথে তরল আকার ও থাকতে পারে বরফ আকারেও থাকতে পারে এবং বাষ্পীয় কারো থাকতে পারে। এ জন্যই সূর্য থেকে এই দূরত্বটা আমাদের সকলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আসন্ন ভবিষ্যতে আমাদের সূর্যের আকার আরো বড় হতে পারে এবং সেই সূর্য বুধ গ্রহকেও গিলে ফেলতে পারেন। এমত অবস্থায় পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব টি রয়েছে সেটাও কিন্তু আস্তে আস্তে কম হবে এবং আমাদের এই পৃথিবী আরো উষ্ণ হয়ে যাবে।
ইতিমধ্যে ২০২৪ সালে দাঁড়িয়ে আমরা পৃথিবীর গড় উষ্ণতা সম্পর্কে বিভিন্ন তথ্য পাচ্ছি এবং এমনও অনেক তথ্য পাওয়া যাচ্ছে আমাদের দুই মেরুতে থাকা বরফ টুকরোগুলোও বেশি বেশি গলা শুরু করছে এবং সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা ও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও দাবানলের মত বিভিন্ন ধরনের বিষয়বস্তু ঘটছে। এক কথায় পৃথিবী ধ্বংস একদম নিকটে চলে এসেছে বলেই ধারণা করা হচ্ছে।
যদি ভবিষ্যতে আমাদের সূর্যের আকার বড় হয়ে যায় তখন কিন্তু পৃথিবী আর হ্যাবিটেবল জোনে থাকবে না। তখন হ্যাবিটেবল জোনে থেকে যাবে আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গল গ্রহ এবং সেজন্যই মঙ্গল গ্রহে মানুষ বসতি স্থাপন করার জন্য উঠেপড়ে লেগেছে। কারণ আমাদের গ্রহের মতো অন্যান্য গ্রহ আশেপাশের নেই বললেই চলে। একটি রয়েছে সেটাও ৪.৫ আলোকবর্ষ দূরে যেখানে মানুষের পৌঁছাতেই লক্ষ কোটি বছরের বেশি সময় লাগবে। তাই বিকল্প হিসেবে আমাদের সৌরজগতের মঙ্গল গ্রহকে বেছে নেওয়া হয়েছে। জানিনা মানুষেরা সেটা করতে পারবে কিনা। তবে সেটা সময়ের সাথে সাথেই আমরা সকলেই উত্তর পেয়ে যাবো। যাই হোক আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ এতো চমৎকার এবং তথ্যবহুল পোস্ট পড়তেও ভালো লাগে।হ্যাবিটেবল জোন সম্পর্কে সম্পূর্ণ অজানা ছিলাম আমি। ভবিষ্যতে সূর্যের আকার বড় হয়ে গেলে পৃথিবীতে অবস্থান করা আসলেই কঠিন হয়ে যাবে দেখতেছি। আশা করি মঙ্গল গ্রহে বসবাস করার মতো জায়গা খুঁজে পাবে বিজ্ঞানীরা। যা আমাদের প্রত্যেকের জন্যই উপকারী হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit