আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে ভাবলাম এমন একটা লেখা নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হই। যে লেখাটি হয়তো আপনারা খুব একটা দেখেন নি কিংবা খুব একটা লেখালেখি হয় না এই বিষয়ে। কিন্তু এই ব্যাপারটাই আমাদের চারপাশে ফর হামেশাই ঘটে চলেছে। কিন্তু আমরা কেনো যেনো খুব একটা নজর দেই না সেই দিকটাতে। তাই আসলে আমি ভাবলাম যে, এই ব্যাপারটি নিয়েই কেনো না একটু লেখালেখি করা যাক।
প্রথমে একটা উদাহরণ দেই, তারপরে আসলে আমার টাইটেলটির ব্যাপারটি বুঝতে পারবেন। ধরুন কোনো একটা ব্যাপারে কোনো একটি দল ক্ষমতায় থাকলো বেশ অনেক বছর এবং তারা সেই সারা বছর লুটপাট ধ্বংস, ধর্ষণ থেকে শুরু করে পৃথিবীর যতো খারাপ কাজ রয়েছে সবকিছুই করলো এবং তাদের জন্য তাদের চারপাশের মানুষরা অনেক বেশি অশান্তি ভোগ করলো। সেই সাথে তারা শুধু সাধারণ মানুষদেরকে অশান্তি দিয়েছে, তা নয়। দ্বিতীয় যে আরেকটি দল রয়েছে তাদেরকেও ঠিক সমানভাবেই অশান্তি দিয়েছে।
এরপরে পরবর্তীতে জনগণ অতিষ্ঠ হয়ে সেই প্রথম দলকে নামিয়ে যখন দ্বিতীয় দলকে ক্ষমতায় বসালো। তখন দ্বিতীয় দল ঠিক ওটাই করলো, যেটা প্রথম দল করেছিলো।অর্থাৎ প্রথমেই শুরু করলো, প্রথম দলের উপরে অত্যাচার এর পরে শুরু করলো তার চারপাশের মানুষদের উপরে লুটতরাজ, হত্যা, হিংসা বর্বরতা ইত্যাদি। এবং তারা সেটার নাম দিলো, প্রতিশোধ। এখন আপনি যখন একই রকম ভাবেই প্রতিশোধ নিয়ে নিচ্ছেন। তাহলে তারা আর খারাপ কিভাবে হলো?
অর্থাৎ ব্যাপারটা তো একেবারে সমান সমান হয়ে গেলো। তাই না? আসলে প্রতিশোধ যখন নিয়েই নিচ্ছেন। তখন আপনারা আবার দ্বিতীয় দল খারাপ কিংবা দ্বিতীয় দল থেকে প্রথম দলকে খারাপ বলা। এইসব আসলে আমি আর মানতে রাজি নই। কারণ আপনারাও ঠিক একই খারাপ। আর আপনারা যখন একই খারাপ। তখন সবসময় অন্যকে দোষ দেওয়ার কারণ আর আমরা দেখি না।