আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমার গ্রাম খুব পছন্দ। কারণ গ্রামের ওই নির্মল হাওয়া ওই পরিবেশ, ওই ভোরবেলার পাখির ডাক, পাখির কলকাকলি। এসব আমি খুব বেশি পছন্দ করি। কারণ শহরের এই কোলাহলপূর্ণ অবস্থান, এতো দালান কোঠা, এতো রোগ জীবাণু কিংবা এতো দূষিত পরিবেশ। এসব এ মানুষ থাকতে থাকতে একটা সময় মানুষ অনেক বেশি ক্লান্ত হয়ে পরে। এই ক্লান্ত হয়ে পরার কারণ হলো, আমরা যখন একটা খারাপ জায়গাতে অনেক দিন ধরে বসবাস করার চেষ্টা করি। তখন আসলে আমাদের শরীর ও অনেকটা ক্লান্ত হয়ে পরে।
এবং আমি মনে করি মানুষের সেই ক্লান্ত ব্যাপারটা দূর হয়ে যায় গ্রামের পরিবেশে গেলে। কারণ গ্রামের পরিবেশটা এখনো শহরের তুলনায় অনেকটাই পরিষ্কার রয়েছে। কিন্তু আমার আজকের কথা একটু ভিন্ন। অর্থাৎ আমার ব্যাপার যদি আমি বলি। তাহলে বর্তমানে আমার গ্রামে যেতে একটুও ভালো লাগে না। উপরে বললাম, গ্রামে যেতে ভালো লাগে এখন আবার বলছি গ্রামে যেতে ভালো লাগে না। নিশ্চয়ই ভাবছেন তার কারণটা কি, সেটাই একটু ব্যক্ত করার চেষ্টা করছি।
গ্রাম আমার বরাবরই অনেক পছন্দের জায়গা। কিন্তু গ্রামে যেতে এখন আর ইচ্ছে করে না। কারণ আমি যেটা খেয়াল করলাম। সেটা হচ্ছে, গ্রামে এখনো বিভিন্ন ধরনের কুসংস্কার জীবিত রয়েছে। ব্যাপারটা এমন নয় যে, গ্রাম এখনো পরিবর্তন হয়নি। কিন্তু কিছু কিছু গ্রামে কুসংস্কারের অবস্থাটা এতো বেশি নিম্নে। যেটা দেখলেই নিজের ভয় লাগে। যেমন গ্রামে গেলে যেই প্রশ্নের অনেক বেশি সম্মুখীন হতে হয়। সেটা হলো, এই যে বিয়ে কেনো করছি না।কিংবা মেয়ে হয়েও কেনো এত জোর গলায় কথা বলি ইত্যাদি ইত্যাদি অর্থাৎ এমন এমন কিছু কুসংস্কার আমি দেখেছি। যেগুলোর অস্তিত্ব যে পৃথিবীতে থাকতে পারে সেটাই আমার জানা ছিলো না।
আমি কিন্তু এখানে সব গ্রামীন পরিবেশ কিংবা সব গ্রামের কথা বলছি না। অর্থাৎ গ্রামে কিছু কিছু ব্যাপার এমন রয়েছে। যেগুলো আমার চোখে পরেছে। তাই আসলে আমার এই মতামত। আমি জানিনা আমার মতামতের সাথে সকলের মতামত মিলবে কিনা। কিন্তু এটা ঠিক যে, কিছু কিছু গ্রামে এখনো এমন কিছু কিছু পরিবেশ রয়েছে। যেগুলো এখনো অনেক বেশি ডেভলপ হওয়ার দরকার। আবার কিছু কিছু গ্রাম এখন অনেক উন্নতি করেছে।