অদম্য রবিনের সংগ্রামের গল্প (তৃতীয় পর্ব)

in hive-129948 •  4 days ago 

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


রবিনের হাতে জ্বলে উঠল এক নতুন শক্তি। সেদিনের ম্যাচে রবিন ম্যান অফ দ্য ম্যাচ হয়। সেখান থেকেই তার জেলা টিমে পাকাপাকিভাবে খেলার সুযোগ আসে। রবিন এবার ঠিক করল, সে আর থামবে না। এবার তার স্বপ্ন জাতীয় দলে খেলা। তবে সেই পথে বাধা কম ছিলো না। জেলা পর্যায়ে নিয়মিত ম্যাচ খেলার জন্য প্রচুর ভ্রমণ করতে হতো। অনেক সময় রাতে ঘুমানোর জায়গা থাকত না। খাওয়া-দাওয়ার সঠিক ব্যবস্থাও ছিল না। রবিন এসব কষ্টকে উপেক্ষা করে খেলার মধ্যে ডুবে থাকত। কিন্তু এত পরিশ্রম সত্ত্বেও জাতীয় দলের ডাক আসছিল না।

1000002218.png

তবু রবিন হাল ছাড়েনি। সে জানত, একদিন তার সময় আসবেই। প্রতিদিন নতুন উদ্যমে সে নিজেকে তৈরি করত। এত বছর ধরে সংগ্রাম করে আসার পর, অবশেষে সেই দিনটা এলো। জাতীয় দলের নির্বাচকেরা এক প্রতিযোগিতা দেখার জন্য এসেছিলেন। রবিন সেদিন নিজের সেরা খেলা খেললো। সেদিনের ম্যাচে তার দল টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। কিন্তু ব্যাটিং করতে নেমে রবিনের দলের টপ অর্ডারের চারজন ব্যাটসম্যান দ্রুত আউট হয়ে যায়। তখন ক্যাপ্টেন রবিনকে ব্যাটিং করতে পাঠায়।

রবিন চার উইকেট পড়ে যাওয়ার পরও দারুন সাহসিকতার সাথে দুর্দান্ত একটি ইনিংস গড়ে তোলে। প্রথমে রবিন ধীরেসুস্থে খেলতে থাকে। পরবর্তীতে যতই সময় গড়াতে থাকে ততই আগ্রাসী সে ব্যাটিং করতে থাকে। রবিনের দুর্দান্ত শতরানের উপর ভর করে তার দল আড়াইশো রানের একটা স্কোর গড়ে তোলে। বিপক্ষ দল যখন ব্যাটিং করতে নামে এক পর্যায়ে তারা খুব সহজেই জয়ের দিকে এগিয়ে চলছিলো। (চলবে)

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


PUSS_Banner2.png



ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রবিন এই ম্যাচে এতটা চাপে থাকার পরেও এতো ভালো ব্যাট করেছে, এটা জেনে খুব ভালো লাগলো। রবিন মনে হয় এই ম্যাচে বোলিংও ভালো করেছে এবং এতে করে রবিনের দল এই ম্যাচটি জিতে যাবে। যাইহোক পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।