মাঝে মাঝে আবহাওয়া পরিবর্তন করুন

in hive-129948 •  3 days ago 

mountains-6544522_1920.jpg

Source

বর্তমানে আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রেই এতটা ব্যস্ত হয়ে পড়েছি যে, আমাদের জীবনে যে একটু শান্তি দরকার, একটু আবহাওয়া পরিবর্তন দরকার এই বিষয়টা আমরা মাঝেমধ্যেই ভুলে যাই। বছরের পর বছর একই কাজ, বারবার প্রতিদিন করতে হয়। এতে করে আমাদের মন মানসিকতা এবং নিজের শরীরের এবং নিজের ভালোলাগা মন্দলাগা এই বিষয়গুলো আস্তে আস্তে জীবন থেকে হারিয়ে যায়। আমি ব্যক্তিগতভাবেই মনে করি জীবনের সব কাজই করতে হবে, সেই সাথে নিজেকেও ভালো রাখার চেষ্টা করতে হবে।

এইতো গত কয়েকদিন আগেই আমি কক্সবাজার থেকে ঘুরে আসলাম। সেখানে ঘুরে আসার পর নিজেকে অনেকটাই ফ্রেশ বলে মনে করছি। এর আগে যত দিন অতিবাহিত হতো নিজেকে কেমন যেন একটু ছোট ছোট মনে হতো। কোন কাজেই ঠিক ভাবে মন বসত না। এছাড়াও একটা একঘেয়েমি চলে এসেছিল। যার কারণে কাজগুলো সঠিকভাবে করে উঠতে পারছিলাম না। দুদিনের ছুটি নিয়ে কক্সবাজার থেকে ভালো ইনজয় করে এসেছি। ঘুমিয়েছি, ঘুরেছি, বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি, আরো অনেক কিছুই করেছি যেটা আসলে রিফ্রেশমেন্ট এর জন্য দরকার ছিল। এটাও আমি মনে করি এটা প্রত্যেকের জীবনেই দরকার, হয়তো বছরে ১ বার।

আপনার যদি প্রকৃতি ভালো লাগে। তাহলে চেষ্টা করবেন পরিবার নিয়ে একবার হলেও কোথাও থেকে ঘুরে আসতে যেখানে। দেখবেন আপনার পরিবারও ইনজয় করবে সেই সাথে আপনারও ক্লান্তি ভাব দূর হয়ে যাবে। এই যে এক ঘামের যে বিষয়গুলো এখান থেকে আপনি মুক্তি পাবেন এবং নতুন করে কাজ করার জন্য এনার্জি পাবেন। তাই আমি মনে করি যখনই আমাদের একঘেয়েমি টা চলে আসে তখনই আবহাওয়া পরিবর্তন করা দরকার। এটা করলে আপনার কাজের প্রতি মনোযোগিতা আরো বেশি বৃদ্ধি পাবে। আজকের মত এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

হ্যাঁ ভিন্ন ভিন্ন আবহাওয়ার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে জীবনটা স্বাভাবিকভাবে উপভোগ করা যায়। একই কাজের সাথে দীর্ঘদিন সংযুক্ত থাকা বা একই পরিবেশের সাথে একটানা একঘেয়েমি যেন জীবনকে থামিয়ে রাখে।