আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
এক শ্রেণীর লোকেরা রয়েছে, যারা কখনোই আয় উন্নতি করতে পারে না। আসলে তারা যে কোনো সুযোগ পায় না, তা কিন্তু না। আমাদের আশেপাশে আপনি একটু খুঁজলেই এই ধরনের মানুষ দেখতে পারবেন। যারা লাইফে অনেক অনেক অপরচুনিটি পেয়েও কোনোটাই কাজে লাগাতে পারেনি। যেমন আমি যদি আমার একটা দূর সম্পর্কের আত্মীয়ের কথা বলি। তাহলে ব্যাপারটা আপনাদের কাছে আরো ক্লিয়ার হবে।
আমার অনেক দূর সম্পর্কের একটা আত্মীয় রয়েছে। যাকে আসলে সকলেই প্রতিবারই কোনো না কোনো জব খুঁজে দেয়। এবং কোনো ছোটখাটো জব খুঁজে দেয় এমনটা নয়। অর্থাৎ তার যোগ্যতা অনুযায়ী অনেক ভালো চাকরি তাকে খুঁজে দেওয়া হয়। কিন্তু দুঃখের ব্যাপার হলো, সেই চাকরিগুলোলে সে মোটেও বেশি দিন ধরে থাকতে পারে না। শুধুমাত্র তার অলসতার কারনে। এমন একদিনের ঘটনা যদি বলি তাহলে ভালো বুঝতে পারবেন।একটা স্বনামধন্য খাবারের ব্যাকারিতে তাকে ক্যাশিয়ার হিসেবে রাখা হয়েছিলো এবং একদিন দেখা গেলো সে প্রায় ৭ লক্ষ টাকা শুধুমাত্র রেখে চলে গিয়েছিলো। কারণ ওই সাত লক্ষ টাকা নিয়ে সিড়ি বেয়ে উঠে উপরে রাখতে হবে। সেই কাজটুকু না করার জন্য সে নিচের তালার ফ্লোরে টাকাগুলো রেখে বাড়ি চলে গিয়েছিলো!
আসলে এই ধরনের মানুষগুলো কখনো আয় উন্নতি করতে পারে না। শুধুমাত্র তাদের অলসতার জন্য এবং তারা তাদের হাতের লক্ষ্মীকে সবসময় পায়ে ঠেলে। অর্থাৎ যতোটা আসার কোনো চান্স থাকে। তারা সেসব চান্স একেবারেই বন্ধ করে দেয় নিজেদের অলসতার জন্য। কারণ ধরুন আপনি আপনার কোনো কাজ কাউকে দিতে চাচ্ছেন। এখন আপনি আগে অবশ্যই দেখবেন যে, সে ভালোভাবে কাজটা করবে কিনা এবং তখন যখন দেখবেন যে ওই মানুষটা অলস। আপনি স্বাভাবিকভাবে তাদের কোনো কাজ দিবেন না। আর এভাবেই তারা তাদের কাজ হারায় ।