মনুষ্যত্বের পতন

in hive-129948 •  5 days ago 
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

পৃথিবীতে সব কিছুর পতন হলেও পৃথিবী হয়তো টিকে থাকবে। কারণ পৃথিবীতে ভালো-মন্দ, খারাপ সবকিছু মিলেই তো মানুষ সবকিছু মিলেই পৃথিবী, সবকিছু মিলিয়েই সমাজ। অর্থাৎ কোনোটা হয়তো পরিমাণে কিছুটা কম হবে। আবার কোনো জিনিস হয়তো পরিমাণে অনেক বেশি হবে। এভাবে করেই কিন্তু আসলে আমাদের পৃথিবীতে একটা ভারসাম্য বজায় থাকে। অর্থাৎ সবকিছুর ভারসাম্যই এভাবে বজায় থাকে। কখনো কম আবার কখনো বেশি।

কিন্তু বর্তমানে আমাদের সমাজে যেটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। সেটা হলো, মনুষ্যত্বের অধঃপতন। আসলে যে কোনো কিছুর পতন আমাদের জন্য কষ্টের অর্থাৎ কোনো ভালো জিনিসের পতন অবশ্যই কষ্টের। কিন্তু সেটা যদি হয় মনুষ্যত্বের সেটা সত্যিই মেনে নেওয়া যায় না। আজকে আমি একটি সত্যি ঘটনা বলবো, তাহলে আপনারা আরো বিস্তারিত বুঝতে পারবেন।

আজকে আমার সামনে দুটো মানুষ ঝগড়া করছিলো এবং একজন মানুষের শুধুমাত্র ওই একজন ছিলো আর একজন মানুষের পক্ষে বেশ অনেকজন ছিল। অর্থাৎ তার বন্ধু-বান্ধব এখন এক পর্যায়ে আমি দেখলাম যে, অপরপক্ষ অর্থাৎ যে একা ছিল। সে যখন ঝগড়া করতে করতে কান্না করছিল। তখন অন্য দলের বাকি সকল মেম্বার একসাথে হাসাহাসি করছিল। ব্যাপারটা আমার কাছে অসম্ভব হিংস্র লেগেছে।

কারণ দোষে গুনেই মানুষ। তাই কোনো মানুষ দোষ করে কিংবা গুন। কেউ যখন কান্না করছে, তখন আপনি যদি হাসাহাসি করেন। সেটা আসলে কতোটা নির্বুদ্ধিতার এবং হিংস্রতার এবং মনুষ্যত্বের অধঃপতন এর ব্যাপার হয়ে যায়ন সেটা হয়তো আমরা কেউ ভাবতেও পারছি না। কারণ আপনিই ভাবুন, আমাদের সমাজ কতোটা খারাপ হলে কোনো মানুষ কান্না করছে। আর আমরা তাকে সামনে নিয়ে হাসতে পারি। এমনটা কখন হতে পারে? এমনটা তখনই হতে পারে যখন আমাদের সমাজ একেবারে সম্পূর্ণভাবে তার মনুষত্ব হারিয়েছে তখন।আসলে এই বাস্তবতা গুলো নিজ চোখে দেখতেও খারাপ লাগে।

ABB.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বর্তমান সময়ে বেশিরভাগ মানুষের মনুষ্যত্ববোধ আছে বলে আমার মনে হয় না!আজকাল মানুষ শুধু মানুষকে হেয়ো করতেই বেশি পছন্দ করে আর এগুলোতে অনেক বেশি মজা পায়।প্রতিপক্ষ একটু দুর্বল হলেই সকলেই হুমড়ি খেয়ে পড়ে তাকে অপমান করার জন্য।আপনার ঘটনাটি পড়ে খুবই দুঃখজনক লাগলো একা একজন মানুষকে এভাবে তাচ্ছিল্য করা মোটেও ঠিক নয়।ঈশ্বর সকলের সুবুদ্ধি প্রদান করুক।অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।