আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
চ্যারিটি আমাদের মনের কোণের একটা সফট কর্নারে সব সময় থাকে। কারন চ্যারিটি মানে হলো, কাউকে সাহায্য করা। কোনো কিছুর ক্ষেত্রে সাহায্য করা কিংবা কোনো কাজে ডোনেশন করার মতোন ব্যাপার। অর্থাৎ শুদ্ধ বাংলা ভাষায় যদি বলি। তাহলে সাহায্য করাকেই আমরা মূলত চ্যারিটি ফান্ড হিসেবে ধরে থাকি কিংবা আমাদের যে ফান্ডটা আমরা কাউকে সাহায্য করার জন্য দেই। সেটাকেই আমরা চ্যারিটি ফান্ড হিসেবে ধরে নেই।
কিন্তু আজকে আমি আপনাদেরকে একটা বিষয়ে সাবধান করতে এসেছি। সেটা হচ্ছে, সব সময় চ্যারিটি মানেই যে সেটাকে বিশ্বাসী হিসেবে ধরে নিয়ে আপনাকে সাহায্য করতে হবে, তা কিন্তু নয়। কারণ আপনি যদি কোথাও কোনো কিছু ডোনেট করতে চান কিংবা আপনি যদি কোনো চ্যারিটিতে সাহায্য করতে চান, অংশ নিতে চান। তাহলে প্রথমে যেটা খেয়াল করবেন এবং যাচাই করবেন। সেটা হচ্ছে সেটা বিশ্বাসী কিনা।
কারণ বর্তমানে এমন অনেক চ্যারিটি ফান্ড রেইজ করা হয়। যেগুলো একেবারে ভুয়া এবং যেগুলোর সাথে সম্পর্কিত থাকে অনেক বড় বড় দল। যারা আসলে এভাবে অসৎ উপায়ে এবং কোনো কষ্ট ছাড়াই টাকা ইনকাম করতে পছন্দ করে। অর্থাৎ তারা আসলে কোনো কাজই করেনা। শুধুমাত্র একটা ভুয়া চ্যারিটি গঠন করে এবং তার মাধ্যমে অন্যান্য মানুষদের সেন্টিমেন্টের জায়গাটিকে নষ্ট করে তাদের কাছ থেকে মিথ্যে বলে টাকা নেয়।
আর আপনার কষ্টের টাকা কোনো মিথ্যে মানুষদের কাছে বা কোনো খারাপ লোকেদের হাতে পরুক এটা নিশ্চয়ই আপনি কখনোই চাইবেন না। আমি নিজেও চাইবো না। কারণ আমার কষ্টের টাকা আমি চাই এমন কোনো ব্যক্তি পাক। যার আসলেই সেই টাকার কিংবা সেই সাহায্যের দরকার আছে। কিন্তু আমরা বেশিরভাগ সময় শুধুমাত্র যাচাইয়ের অভাবে ভুল জায়গায় টাকা দিয়ে ফেলিবএবং অনেক সময় নিজেদের অজান্তেই ভুল মানুষদের সাহায্য করি এবং তারাই আমাদের টাকা দিয়ে আমাদের সর্বনাশের পথে নামে।তাই কোথাও ডোনেট করার আগে খুব ভালোভাবে যাচাই করবেন এবং সব কাগজপত্র কিংবা যদি সম্ভব হয়। তাহলে আপনি স্বশরীরে সেখানে উপস্থিত থেকে এরপরে সাহায্য করার চেষ্টা করবেন। এতে করে যেমন অসাধু লোকেরা সুযোগ পাবেনা আপনার টাকাটা নষ্ট করতে। ঠিক তেমনটাই অন্য একটা বিপদগ্রস্ত মানুষ সাহায্য পাবে।