পালিয়ে বাঁচার উপায় নেই!

in hive-129948 •  18 days ago 
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকে মজার ছলেই আপনাদের সাথে একটা সত্যি কথা নিয়ে আলোচনা করবো। যে সত্যি কথাটি হয়তো আমরা সব সময় ভাবি। কিন্তু এটা নিয়ে লেখালেখি করতে হয়তো আমাদের মন সায় দেয় না। কারণ যে ব্যাপারটি নিজেরাই নিজেদের কাছ থেকে গোপন করে রাখি। সেই ব্যাপারটি নিয়ে আসলে আলোচনা করতে কারোরই ভালোলাগার কথা না। তবে আমি তার শুরুটা কিছুটা মজার ফলেই করতে চাই অর্থাৎ আলোচনাটি।

স্কুল লাইফে থাকতে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে কোনো একটা ক্লাসে, একটা টপিক ছিলো। যেটা আমার অসম্ভব ভয় লাগতো। অর্থাৎ একেবারেই পড়াটি মাথায় ঢুকতো না। সেই ভয়ে আসলে আমি কি করলাম কি, ওই টপিকটি বাদ দিয়ে বাকি সবকিছু খুব ভালো করেই পড়লাম। কারণ যাতে বাকি সবকিছু লিখে রেজাল্ট ভালো করতে পারি এবং বরাবরের মতো আমার প্ল্যান কাজ ও করলো।

কিন্তু যখন পরের ক্লাসে উঠলাম। তখন দেখি শুধুমাত্র ওই টপিক নয়। ওই টপিক নিয়ে দুই তিনটি চ্যাপ্টার পর্যন্ত রয়েছে। অর্থাৎ অগত্যা যতোই ভয় পাই আর বিরক্তি হই। ওই টপিক আমার ক্লিয়ার করতেই হয়েছে। আমাদের জীবনটাও ঠিক তেমন এটা মানেন?

অর্থাৎ জীবন থেকে পালিয়ে বাচার কোনো সুযোগ নেই। জীবনের অনেক পর্যায়ে আমরা অনেক ভাবে দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি, আটকে পরেছি। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে আমাদের জীবনের চলতে থাকাটাই আসল। অর্থাৎ কোনো কিছুর জন্যই কিন্তু জীবনে আমাদের পালিয়ে বাঁচার সুযোগ নেই। কারণ আমরা যদি কোনো কিছু থেকে পালিয়ে বাঁচতে চাই। তাহলে দেখা যায় যে, এরপরে আরো মারাত্মক কিছু দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য। জীবনের যে পরিস্থিতি আসুক না কেনো।আমাদের সেটা মোকাবেলা করার মতো সাহস অন্তত আমাদের মনে রাখা উচিত। কারণ আমরা যদি এই সাহস আমাদের মনের মধ্যে না রাখি। তাহলে আসলে কোনো।উপায় থাকবেনা। অর্থাৎ বেঁচে ফেরার কোনো উপায় থাকবেনা। কারণ জীবনের খারাপ পরিস্থিতি গুলোর সম্মুখীন সকলকেই হতে হয়।

ABB.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!