পুলিশের চাকরিটা পেতে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছিলো। পরীক্ষা পাস করার পর শামীম প্রথম যখন থানায় কাজ শুরু করে। তখন তার মনোভাব ছিলো একেবারে সাদা। সে অন্যায় দেখলেই বিরোধিতা করতো। সবার জন্য ন্যায় বিচার চাইত। থানার সিনিয়র অফিসারদের তাকে খুব একটা পছন্দ ছিলো না। কারণ তার নিষ্ঠা আর আন্তরিকতার কারনে সে সবার চোখে পড়ত। সবাই শামীমের বেশ প্রশংসা করতো। তবে থানার কিছু লোকজন তার এই জনপ্রিয়তা মোটেই পছন্দ করত না।
তারা মনে করত শামীম আসলে ছদ্দবেশী শয়তান। সে ভালো মানুষের ভাব ধরে আছে। কিন্তু কয়েক বছরের মধ্যেই সব বদলে যেতে শুরু করল। প্রথমে তার কাছে আসতে লাগল ছোটখাটো উপহার। কোনো কোনো ব্যবসায়ী তাকে কিছু টাকা দিতে চাইতো নির্বিঘ্নে তাদের অবৈধ ব্যবসা চালানোর জন্য। শামীম প্রথমে বিষয় গুলো এড়িয়ে যেতে চেয়েছিলো। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে এই ছোটখাটো উপহারগুলোর পেছনে আছে বিশাল এক জাল। এবং একবার সেই জালে ধরা পড়ার পর আর মুক্তি নেই। (চলবে)
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।