রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম রাজস্থান রয়েল ম্যাচের রিভিউ।

in hive-129948 •  6 months ago 

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


গতকাল ১৯ নম্বর ম্যাচে রাজস্থান রয়েলসের মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টসে জিতে রাজস্থান রয়েলস প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দারুন সূচনা করে। একদিকে বিরাট কোহলি দুর্দান্ত খেলতে থাকেন। অপরদিকে তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন ফ্যাফ ডুপ্লেসিস। চৌদ্দ ওভারে ১২৫ রানে ব্যাঙ্গালোরের প্রথম উইকেট পতন হয়। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে তাদের সংগ্রহ দ্বারায় ১৮৩ রান।প্রথমে এই রানটাকে বেশ ভালোই মনে হচ্ছিলো। কিন্তু আমার মনে হয় পিচের কন্ডিশন বুঝতে বিরাট কোহলি কিছুটা ভুল করে ফেলেছিলো। শেষ পর্যন্ত বিরাট কোহলি ৭২ বলে ১১৩ রানে অপরাজিত ছিলেন। অপর পাশে ফ্যাফ ডুপ্লেসিস করেছিলেন ৪৪ রান।

Screenshot_20240407_175210.jpg

স্ক্রিনশট নেয়া হয়েছে Test One চ্যানেল থেকে

জবাব দিতে নেমে রাজস্থান রয়েলস শুরুতেই হোচট খায়। তারা কোন রান সংগ্রহ করার আগেই জয়সওয়ালের উইকেট হারিয়ে বসে। তখন অনেকে চিন্তা করেছিল রয়েল চ্যালেঞ্জার্স হয়তো ম্যাচটা জিতে যেতে পারে। কিন্তু পরবর্তীতে জজ বাটলার এবং সানজু স্যামসাং এর অসাধারণ ব্যাটিংয়ে ম্যাচটা রাজস্থান রয়েলস মোটামুটি সহজ ভাবেই জিতে নেয়। জস বাটলার দুর্দান্ত খেলে মাত্র ৫৮ বলে ১০০ রান করেন। অপরদিকে সানঝু স্যামসাং ৪২ বলে ৬৯ রান করেন। সানজু স্যামসাং আউট হয়ে গেলেও জস বাটলার দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। অবশ্য সানজু স্যামসাং আউট হওয়ার পরে রাজস্থান রয়েলস আরো দুটো উইকেট হারিয়েছিলো। রিয়ান পরাগ এবং ধ্রুব জুরেল এর উইকেট। অবশ্য তাতে তাদের জয়ের পথে কোন সমস্যা তৈরি হয়নি। শেষ পর্যন্ত ১৯ ওভার ১ বলে তারা রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দেয়া টার্গেট টপকে যায়। দুর্দান্ত একটি শতকের জন্য জস বাটলার ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়।

আমার মনে হয় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যদি আরও ৩০ থেকে ৪০ টা রান বেশি করতে পারতো তাহলে এই ম্যাচটাতে আরো ফাইট হোতো। কিন্তু তারা পিচের কন্ডিশন বুঝতে ভুল করার কারণে রান কিছুটা কম করেছে। সেই সুবিধাটা পুরোপুরি উঠিয়েছে রাজস্থান রয়েলস। যদিও এদিন বিরাট কোহলি ও দর্শনীয় ব্যাটিং করেছিলেন। কিন্তু তার আরো আক্রমণাত্মক খেলা উচিত ছিলো। আর অপর পক্ষে জস বাটলার প্রমাণ করেছেন কেন তাকে ওয়ানডে ক্রিকেটের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান বলে বিবেচনা করা হয়। সবকিছু মিলিয়ে দর্শকরা দুর্দান্ত একটা ম্যাচ দেখতে পেয়েছেন। আশা করি এবারের আইপিএলে এমন আরো কিছু ম্যাচ দেখতে পাবো।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!