জীবনের বিশেষ কিছু মূহুর্ত

in hive-129948 •  6 days ago 

wedding-rings-1284225_1920.jpg

Source

প্রত্যেকটি মানুষের জীবনেই বিশেষ কিছু দিন রয়েছে যে দিনগুলো আমরা কখনই ভুলতে পারবো না। আমাদের জন্মদিন এবং আমাদের বিয়ের দিনটি আমাদের জন্য একদম স্মরণীয় হয়ে থাকে। ঠিক তেমনি আমাদের এই কমিউনিটির প্রতিষ্ঠাতা আর্মিদাদা এবং বৌদির আজকে কিন্তু বিবাহবার্ষিকী অর্থাৎ ৪ ডিসেম্বর। এই দিনটি দাদা এবং বৌদির কাছে আনন্দের দিন, তাদের এই দিনে একে অপরের জীবন সঙ্গী হয়ে ওঠার দিন। এই দিনে তাদের জন্য রইল অকৃত্রিম ভালবাসা এবং অনেক অনেক কৃতজ্ঞতা বোধ।

যে মানুষটার জন্য আমরা এতগুলো মানুষ নিজের পায়ে দাঁড়াতে পেরেছে, যেই মানুষটার অবদানের কারণেই আমরা আজ একটি সঠিক প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি। সেই মানুষটার আজকে বিবাহ বার্ষিকী এবং এই বিবাহ বার্ষিকী উপলক্ষে আমি দাদার প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ সবসময় জ্ঞাপন করছি। এছাড়াও বৌদি আমাদেরকে সব সময় সাপোর্ট করে গেছেন। যারা কমিউনিটির সূচনা লগ্ন থেকেই রয়েছেন তারা এই বিষয়ে অনেক ভালোভাবেই জানেন। বৌদি সব সময় দাদাকে সাপোর্ট করে গেছেন এবং এই প্লাটফর্মকে টিকিয়ে রাখার জন্য বৌদিও অনেকটাই চেস্টা করেছেন।

এর জন্য বৌদিকেও অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। বৌদি না থাকলে হয়তো আমরা একটি চমৎকার পরিবার পেতাম না। আমাদের এই কমিউনিটি গুলো এত চমৎকারভাবে গ্রো করতে পারত না বৌদি মেন্টালিভাবে ও অনেক সাপোর্ট করেছেন দাদাকে যার জন্য দাদাও আমাদের নিয়ে কাজ করতে পেরেছেন এবং দাদা তো অনেক জিনিয়াস একজন মানুষ। তিনি অনেক পরিকল্পনা করেই সব ধরনের কাজ করেন। সেরকম একজন মানুষের ছত্রছায়ায় আমরা আছি এ জন্যই নিজেকে অনেক গর্ববোধ মনে হয়। আপনারাও আজকের এই দিনে বৌদি এবং দাদাকে সম্মান প্রদর্শন করবেন এবং তাদের জন্য শুভ কামনা করবেন। আজকের জন্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে।

ABB.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Мої щирі вітання супругам! Хай їх сумістне життя буде счастливим ще довгі роки!