আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে গরম সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে কিছুদিন ধরে আমাদের চারিদিকের প্রকৃতিটা এমন রূপ ধারণ করেছে যে আমরা কেউ একটু ভালোভাবে সময় কাটাতে পারছি না। আসলে গরম যে পরিমাণে বেড়েই চলেছে তাতে মনে হচ্ছে যে আমরা আর এই পৃথিবীতে বেশি দিন বেঁচে থাকতে পারবো না। আসলে এই সমস্যাটা শুধুমাত্র আমার নয়। গোটা দেশের লোক এই একই সমস্যায় ভুগছেন। এছাড়াও আমরা হসপিটাল গুলোতে দেখতে পাচ্ছি যে এই গরমের সময় বাচ্চা থেকে শুরু করে একদম বয়স্ক লোক পর্যন্ত সবাই কি হারে ভর্তি হচ্ছে। আসলে এই গরমে অসুস্থ হয়ে অনেক বেশি লোক মারা যাচ্ছে। বিশেষ করে কষ্ট পাচ্ছে ছোট বাচ্চারা। আসলে ছোট বাচ্চারা তো তাদের অসুবিধার কথা যেমন বলতে পারেনা তেমনি তারা এই গরমে অনেক বেশি ছটফট করছে। আর একটা সমস্যা হচ্ছে ডায়রিয়ার সমস্যা।
আসলে কিছুদিন আগে আমি একটা ওষুধের দোকানে গিয়ে স্যালাইন কেনার জন্য দোকানদার দাদাকে বললাম। তখন দোকানদার দাদা আমাকে বললেন যে স্যালাইন নাকি শেষ হয়ে গেছে। আসলে এই গরমে সব থেকে বেশি পরিমাণ স্যালাইন বিক্রি হচ্ছে ওষুধের দোকানগুলোতে। এছাড়াও ডায়রিয়ার ওষুধও বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে। আর যে হারে আমরা ঘামছি তা বলার মত নয়। কেননা আমরা আমাদের পরনের পোশাক দিনে দুই থেকে তিনবার পরিবর্তন করতে হচ্ছে। এছাড়াও আমরা ফ্যানের নিচে বসেও কিন্তু শান্তি পাচ্ছিনা। আসলে অবাক করার মত বিষয় হলো ফ্যানের নিচে বসলেও আমরা একই হারে ঘামছি। আসলে এমন প্রকৃতির রূপ এর আগে আমরা কখনো দেখিনি। আর আমরা এই ভেবে চিন্তায় পড়ে গেছি যে বর্তমান সময়ে এত গরম পরছে তাহলে ভবিষ্যতে কি ধরনের গরম আমাদের সহ্য করতে হবে।
আসলে কাজকর্মে যাওয়ার সময় আমাদের দুই সেট জামা কাপড় রাখা লাগছে। কেননা আমরা বাড়ি থেকে যে জামা কাপড় পড়ে যাচ্ছি সেই জামাকাপড় কাজের ওখানে গিয়ে পুরো ভিজে যাচ্ছে এবং সেই জামা কাপড় চেঞ্জ করে পুনরায় নতুন জামা কাপড় পড়ে অফিস করতে হচ্ছে। বিশেষ করে আরও বেশি কষ্ট হচ্ছে যে যখন অফিস থেকে আবার পুনরায় বাড়ির দিকে আসছি তখন আরো বেশি গরম লাগছে। যদিও বাইরে হালকা হওয়া বইছে তবুও কিন্তু আমাদের গরম মোটেও কমছে না। আসলে বাড়ি গিয়ে যখন সারাদিনের পরিশ্রম শেষে বিছানায় শুয়ে পড়ছি তখন মনে হচ্ছে যে আমরা কোন জ্বলন্ত আগুনের উপর শুয়ে আছি। এছাড়াও বাড়ির বিছানা প্রতিদিন পরিষ্কার করতে হচ্ছে কারণ সারারাত ঘামের জলে পুরো বিছানাটা ভিজে যাচ্ছে। আসলে এর জন্য আমরা প্লাস্টিকের চাদর পাতিয়ে তার উপরে শুয়ে থাকছি। আর সারারাত একবার ঘুম থেকে উঠছি এবং আবার পুনরায় ঘুমিয়ে পড়ছি।
যেহেতু রাতের ঘুম কখনো ঠিকঠাকভাবে হচ্ছে না তাই সারাদিন কাজকর্মেও তেমন বেশি মন বসছে না। আসলে ঘুম যদি ঠিকঠাক না হয় তাহলে সারাদিনটা একদম অলস ভাবে আমাদের কেটে যায় এবং কোন কাজ করার মন-মানসিকতা আমরা সব সময় হারিয়ে ফেলি। আসলে এখনো মানুষ সচেতন হচ্ছে না এই গরমের বিষয়ে। আমার মনে হয় আমাদের দেশে গাছ লাগানোটাকে বাধ্যতামূলক করা উচিত এবং যারা গাছপালা কাটে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া উচিত। আসলে বর্তমানে যে অবস্থা সেই অবস্থার জন্য মানুষকে যদি জোর করে বেশি করে গাছ লাগানো না যায় তাহলে আমরা এই পৃথিবীতে ঠিকঠাক ভাবে বসবাস করতে পারবো না। এছাড়াও এইসব বিভিন্ন দুর্যোগের ফলে এই পৃথিবী থেকে বহু মানুষ মারা যাবে একদিন। তাইতো আমাদের এখন সচেতন হয়ে অতিরিক্ত গাছ লাগানো অবশ্যই দরকার।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
"আহা ভালো লেগেছে! 😊 এখন থেকে সর্বোচ্চ 1:10 অনুপাতে উত্তর, আরোহী ধারা, ভিডিও এবং ছবির জন্য সম্মান।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit