বৃষ্টির দিনে অফিসে না যাওয়ার জন্য সবথেকে ভাল এবং কার্যকরী অজুহাত হল-অফিসে বলতে হবে অ্যাসিড বৃষ্টি হচ্ছে ঘরের থেকে বাইরে বেরোনে যাচ্ছেনা, বৃষ্টির জলের ফোঁটা গায়ে পড়লেই গা পুড়ে যাওয়ার মতন অনুভব হচ্ছে এমন অবস্থায় অফিসের ফাইল গুলি সঙ্গে নিয়ে অফিসে যেতে গেলে ফাইলে অ্যাসিড বৃষ্টির জলের ফোঁটা পড়লেই ফাইল গুলি নষ্ট হয়ে যাবে এবং ফাইল এর সাথে অনেক টাকা-পয়সার হিসাব জলে চলে যাবে। এ কথাই শুনলেই ছুটি নিশ্চিত।
RE: এবিবি ফান প্রশ্ন- ৩৬০ || বৃষ্টির দিনে অফিস ফাঁকি দেয়ার জন্য কি কি অজুহাত দেয়া যায়? by abb-fun
You are viewing a single comment's thread from:
এবিবি ফান প্রশ্ন- ৩৬০ || বৃষ্টির দিনে অফিস ফাঁকি দেয়ার জন্য কি কি অজুহাত দেয়া যায়? by abb-fun