গত বুধবার সকালের দিকে বোনকে ডাক্তার দেখিয়ে বাসায় আসার পর তখন দুপুর হয়ে গিয়েছিলো। আর বোনের।অসুখ টা খুব একটা জটিল নয় জন্য বেশ মানসিক শান্তি লাগছিলো। ডাক্তার এর ওখান থেকে আসার সময় মামা বললো বাসায় অনেক গুলো ঔষধ আছ দীদা আর দাদুর সেগুলো নিয়ে সন্ধ্যাতে মামার অফিসে যেতে আর সাথে নতুন প্রসক্রিপশন নিয়ে যেতে বললো।পুরনো গুলো।বদলে নতুন নিবে তাই।
তাই ছয়টা বাজতে বেরিয়ে পড়লাম, কাসাই বাড়ি রেল গেট দিয়ে বেড়িয়ে চার নম্বর সেক্টর দিয়ে রিকশা করে পপুলার এর সামনে গেলাম। সেক্টর এর রাস্তা দিয়ে ঘুরতে আমার অনেক ভালো লাগে।দুঃখ একটাই ছবি তুলতে পারি নি কারন ছবি তুলে দেবার মানুষ ছিলো না।তারপর ঔষধ কিনলাম। আমার বোনের একটা সাবান এর দাম ৭৫০ টাকা নিলো।
তারপর সেখান থেকে বেড়িয়ে রিকসা নিয়ে গেলাম রাজলক্ষী তে।চারপাশে উচু দালান আর আলোর মেলা সাথে বাহারি দোকান। এর পর গেলাম আজমপুর বাস স্টান্ড এ টিকিট কাটতে। সেখান থেকে বেড়িয়ে হাটা শুরু করলাম, মামার সাথে কোন দিক কোন দিক যে হাঠলাম আমি বলতে পারবনা তবে হাঠতে অনেক মজা পেয়েছি।
এরপর গেলাম একটা রেস্তোরাঁ। সেখানে খাসির কাবাব আর নান রুটি খেলাম।
সেখান থেকে হাঠতে হাঠতে দেখি আমরা আবার পপুলার এর কাছে এসে গেছি। তারপর একটা রিকসা নিয়ে মামা ভাগ্নে মিলে সেক্টর এর ভেতর এর রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে আসলাম। আর আসার সময় মামি, বোন আর দীদা দাদুর জন্য মিস্টি আর কেকে নিলাম।
বাসায় এসে আবার ও খওয়া দাওয়া করলাম,মজা করলাম। তারপর ঘুমিয়ে গেলাম।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit