মামীর জন্মদিন ২০২৪

in hive-129948 •  28 days ago  (edited)
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আপনাদের মাঝে আমার মামীর জন্মদিন এর কিছু সুন্দর মুহুর্ত তুলে ধরব। শীত নেই বলতে বলতে এত বেশি শীত পড়ল,আর ভালো লাগছে না। এখন মনে হয় গরমই ভালো।

যাইহোক চলুন শুরু করা যাক আমার আজকের পোস্ট টি।

IMG_20241229_194546.jpg

গত ২৯/১২/২০২৪ তারিখ আমার একমাত্র মামীর জন্মদিন ছিলো। আর এটা মামী আমাদের বাসায় আসার পর দ্বিতীয় জন্মদিন। আর আমরা এবার ও যেহেতু ঢাকায় ছিলাম তাই এবার ও জন্মদিন এ অংশ গ্রহন করতে পেরেছিলাম।

IMG_20250104_213747.jpg
আর এবার জন্মদিনে মামীকে কোন ভাবে সারপ্রইজ দেওয়া যাই নি কারন মামী ছুটিতে আছে।তাই মামীকে জানিয়েই সব আয়োজন।
দুপুরে বেশ ভালো ভোজন এর ব্যাবস্থা ছিলো। তারপর বিকালে আমি ঘরটা একটু সাজালাম। আর মামা সন্ধ্যাতে কেক আনলো।মামা মামীর জন্য ফুল এনেছিলো। আর গিফট হিসেবে টাকা দিয়েছিলো।

IMG_20241229_194010.jpg
এবার আমরা কেক কাটলাম, তারপর রাতের জন্য লুচি আর তরকারি ছিলো সেগুলো ভেজন করা হলো।তবে এবার পায়েস খাওয়া হয়নি কারন মামীর পায়েস খাওয়া কিংবা নতুন শাড়ী পরা নিষেধ। তাই দীদা আর পায়েস বানায় নি।
এরপর আমার যা কাজ জন্মদিন এ কত টাকা উঠলো সেগুলো সেগুলো গোনা। আমি ও গুনলাম বেশ মোটা অংকের টাকাই পেয়েছিলো মামী।

IMG_20250104_213721.jpg

IMG_20250104_213656.jpg
সবকিছু শেষ করে আমাদের যা কাজ একটু লুডু খেললাম। এটা এই কয়দিনে অভ্যাসে পরিণত হয়ে গেছে। এভাবে আনন্দ মজায় বেশ কাটলো মামীর জন্মদিন এর দিনটি।
জন্মদিন মানেই আমার জন্য একটা আনন্দ।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

Screenshot_2025-01-04-22-15-57-365_com.android.chrome.jpg

Screenshot_2025-01-04-22-15-10-325_com.android.chrome.jpg

Screenshot_2025-01-04-22-13-12-156_com.coinmarketcap.android.jpg