রেসিপি :আলু পটল এর রসা।

in hive-129948 •  4 months ago 
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি পোস্ট নিয়ে।আজ আপনাদের মাঝে শেয়ার করব আমার করা আলু পটল এর রসা রেসিপি টি। আলু পটল এর এই রেসিপি টি সম্পুর্ন নিরামিষ আর ভাত, পোলাও কিংবা রুটি পরোটা সব কিছুর সাথে অনেক সুন্দর করে খাওয়া যায়।


চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি টি।

প্রয়োজনীয় উপকরণপরিমাণ
আলু৩-৪টি
পটল৩-৪টি
আদা,জিরা বাঁটা২-৩ চামচ
তেল,লবন,হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো, চিনিস্বাদমতো
পাঁচ ফোঁড়নএক চিমটি
সাদা এলাচ,কালো এলাচ,তেজপাত২-৩ টি
কাঁচা মরিচ৪-৫ টি

রন্ধন পদ্ধতি

১ঃ শুরুতে আলু গুলো চারকোনা করে কেঁটে নিতে হবে ও ভালো করে ধুয়ে কড়াইতে তেল গরম করে হলুদ গুঁড়া ও লবন দিয়ে ভেজে নিতে হবে।


২ঃ একই ভাবে পটল গুলো কে হলুদ গুঁড়া ও লবন দিয়ে ভেজে তুলে নিতে হবে।


৩ঃএবার তেলে পাঁচ ফোঁড়ন, সাদা এলাচ, কালো এলাচ ও তেজপাতা ফোঁড়ন দিতে হবে ।


৪ঃ এখন আদা বাঁটা ও জিরে বাঁটা দিয়ে দিতে হবে।


৫ঃহলুদ গুঁড়ো, লবন,ঝালের গুঁড়ো স্বাদমতো দিতে হবে ও পানি যোগ করে ভলো করে কষিয়ে নিতে হবে।

৬ঃএবারে ভেজে রাখা আলু ও পটল গুলো দিয়ে দিতে হবে ও ভালো করে কষিয়ে নিতে হবে।


৭ঃ ফুঁটে এলে সামান্য চিনি দিতে হবে ও নামিয়ে নিতে হবে।

এভাবে শেষ করলাম আমার আজকের রেসিপি টি।


আমার মা আমাকে একটু স্পেশাল করে খাওয়ালো।আমার জামাই ষষ্ঠী খাওয়ার শখ পুরণ করল এক প্রকার।


আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের রেসিপি টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

বাহ আপনি তো খুব মজার রেসিপি করেছেন। আলু এবং পটল দিয়ে রসা রেসিপি করেছেন। তবে এই ধরনের নিরামিষ রেসিপিগুলো খেতে খুব মজাই লাগে।তবে এই ধরনের রেসিপি দিয়ে যে কোন জিনিস খেতে খুব মজায় লাগে। মজা রেসিপি খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।

পটল এবং আলু দিয়ে চমৎকার রেসিপি তৈরি করেছেন ভাইয়া। মনে হচ্ছে খেতে ভালো লেগেছে। সবজি খেতে আমিও অনেক পছন্দ করি। এভাবে মাঝে মাঝে সবজি রান্না করে খেলে অনেক ভালো হবে। ধন্যবাদ আপনাকে এই রেসিপি শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

আপনার মা আপনাকে জামাই ষষ্ঠী খাওয়ার একটি শখ পূরণ করেছেন তাহলে। পটল এবং আলু এভাবে একসাথে কখনো খাওয়া হয়নি। সাধারণভাবে রান্না করে খেয়েছি তবে এত ধরনের মসলা ব্যবহার করে কখনোই তৈরি করা হয়নি। রেসিপিটা দেখতে বেশ লোভনীয় লাগছে। ‌ খেতে নিশ্চয়ই দারুন হয়েছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

আলু পটলের রেসিপি তৈরি করেছেন। দেখতে পেয়ে অনেক সুস্বাদু মনে হচ্ছে। দেখে তাই খেতে ইচ্ছা করছে। রেসিপিটা আমার কাছে ইউনিক লেগেছে।

ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

আলু এবং পটল দিয়ে খুবই চমৎকার একটি সবজি রান্না রেসিপি শেয়ার করেছেন। আলু এবং পটল এর সংমিশ্রণে রেসিপি টা অনেক সুন্দর লাগছে। দারুন ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর মন্তব্য ও উৎসাহিত করার জন্য।

পটল আলু দিয়ে দারুন ভাবে আপনি রসা রেসিপি তৈরি করেছেন। দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা সুস্বাদু হয়েছিলো। তাছাড়া এধরনের রেসিপি রুটি অথবা গরম ভাত। যে কোনো টার সাথে খেতে অনেক বেশি মজা লাগে। রেসিপির কালারটা দারুন এসেছে। ধন্যবাদ এতো মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

নিরামিষ তরকারি দেখলে লোভ সামলানো মুসকিল। আলু,পটলও সয়াবিন দিয়ে চমৎকার সুন্দর রসা করেছেন ভীষণ সুস্বাদু হয়েছে রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে। ধাপে ধাপে চমৎকার সুন্দর করে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

সবজি গুলো ভেজে নিয়ে এরপর এত সুন্দর করে রান্না করেছেন দেখে ভালো লাগলো। এভাবে কখনো সবজি রান্না করা হয়নি। তবে মনে হচ্ছে তেলে ভেজে নিয়ে সবজি রান্না করলে খেতে অনেক ভালো লাগে।

জি আপু অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

image.png

আলু পটলের রসা রেসিপিটা বেশ দারুণ ছিল। আপনি অত্যন্ত সুন্দরভাবে এই রেসিপিটা সম্পূর্ণ করেছেন। দেখতে আমার ভীষণ ভালো লাগতেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য ও আমাকে উৎসাহিত করার জন্য।

রেসিপিটা অনেক লোভনীয় লাগছে দাদা বিশেষ করে পটল আর আলু গুলো প্রথমে তেলে ভেজে নিয়েছেন পরবর্তীতে ধাপে ধাপে রান্নার কাজ শেষ করেছেন যেটা লোভনীয়তা বাড়িয়ে তুলেছে। তাছাড়া রেসিপির ছবি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে যাই হোক শেয়ার করার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

আপনি আজকে খুব মজাদার একটা রেসিপি তৈরি করলেন। এই মজাদার রেসিপিটা আমার অনেকবার খাওয়া হয়েছে। পটল আমার খুব ই ফেভারিট। আর আলুর কথা তো নাই বললাম। আলু খেতে তো অসম্ভব ভালোবাসি। আলু পটলের রসা রেসিপি তৈরি করেছেন, দেখেই তো লোভ লেগে গিয়েছে। গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে অসম্ভব ভালো লাগবে। খাবারের পরিবেশন টা দারুন ভাবে করেছেন। আপনি যেভাবে খেতে বসেছেন মনে তো হচ্ছে এখনই সবকিছু শেষ করে দিবেন।

জি ভাইয়া মন ভরে খেয়েছিলাম।ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

আপনি আমাদের মাঝে খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন। আলু পটলের রসা আমার অনেক পছন্দের।
রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার আলু পটলের রসা রেসিপিটি অত্যন্ত মনোমুগ্ধকর এবং প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এই ধরনের নিরামিষ রেসিপি সত্যিই অনন্য এবং স্বাস্থ্যকর। আপনার পোস্ট পড়ে রান্নার প্রতি আগ্রহ আরও বেড়ে গেল। ধন্যবাদ এমন চমৎকার রেসিপি শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

আলু পটলের এইরকম রেসিপি কখনও খাইনি। আলু টা প্রথমে হালকা করে ভেজে নিয়েছেন। পরবর্তীতে দারুণ ভাবে তৈরি করেছেন রেসিপি টা। এটা বেশ আলাদা ছিল। এবং রেসিপি টা দেখে লোভনীয় লাগছে। সবমিলিয়ে দারুণ ছিল আপনার রেসিপি টা। ধন্যবাদ আমাদের সাথে রেসিপি টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

আলু পটলের যে কোন আমার খুব পছন্দের। আর যদি এরকম রসা রেসিপি তৈরি করা হয়, তাহলে তো আরো ভালো লাগে খেতে। আপনি রেসিপিটা এত মজাদার ভাবে তৈরি করলেন দেখে আমার তো খুব ভালো লেগেছে। দুপুরবেলা এরকম মজাদার রেসিপির সাথে এই ধরনের ভাজা জাতীয় খাবার গুলো থাকলে খুব ভালো লাগে। আপনি সবগুলো খবর অনেক মজা করে খেয়েছেন দেখছি। যারা এটা কখনো তৈরি করেনি, তারা সহজে তৈরি করে ফেলতে পারবে।

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

আপনার আলু ও পটলের রসা দেখতে বেশ সুন্দর হয়েছে। আমার কাছে মনে হচ্ছে খেতেও বেশ দারুন হয়েছে। সবজিগুলোকে আপনি যেভাবে তেলে ভেজে রান্না করেছেন দেখতে আসলেই খুব ভালো লাগছে। রান্নার প্রতিটি ধাপ সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।