কালী পুজা ২০২৪।

in hive-129948 •  last month 
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আবার ও আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। আজ কে পোস্ট করব কালী পুজাতে কাটানো কিছু সুন্দর মুহুর্ত। চলুন শুরু করা যাক আমার আজকের পোস্ট টি।

IMG_20241031_221713.jpg

গত ৩১/১০/২০২৪ তারিখ এ সনাতন ধর্মাবলম্বীদের কালী পুজা ছিল। দুর্গা পুজার পর এই পুজাটি সবচেয়ে বড় করে পালন করা হয়। আর কালী পুজা রাতের বেলা পালন করা হয়। তাই সারাদিন কোন তোরজোর না থাকলে ও সন্ধ্যা থেকে পুজার আমেজ শুরু হয়ে যায়।
আর সত্যি বলতে এবার পুজা আমার জন্য ভিষণ আনন্দদায়ক। কারণ প্রতিবছর ভাড়া বাড়ি সাজাই এবার দীর্ঘ বারে বছর পর নিজের বাড়িতে কালী পুজা পালন করলাম।

IMG_20241031_200326.jpg
সন্ধ্যা লাগতেই প্রদীপ জলে ভিজিয়ে সলতে পাকিয়ে সব প্রস্তুত করলাম। আর বোনকে বললাম তৈরি হয়ে নিতে, একটু সামনের মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসব। একটা শাড়ী পরার জন্য পুরো আলমারি এলোমেলো করল।

IMG_20241031_194411.jpg

IMG_20241031_190121.jpg
এরপর সুন্দর করে বাড়ি সাজিয়ে নিলাম, আর মা রুটি, তরকারি আর পায়েস রান্না করছিলো।

IMG_20241031_200930.jpg

IMG_20241031_200807.jpg

IMG_20241031_200449.jpg
তারপর বাসায় চৌদ্দ প্রদীপ জ্বালালাম। আমি, বোন আর বড় বড়মা মিলে বেরিয়ে পড়লাম পুজা দেখতে।

IMG_20241125_231246.jpg

IMG_20241125_231227.jpg

IMG_20241031_231743.jpg

IMG_20241031_223410.jpg

IMG_20241031_222932.jpg

IMG_20241031_222344.jpg
অনেক ক্ষন ঘোরাঘুরি করলাম বেশ মজা হলো। যদি ও আমরা যখন ঘুরছিলাম তখন পুজা শুরু হয়নি। আমরা বাসায় আসছি ১২:৪০ এর দিকে।
তারপর মা খাবার পরিবেশ করল।গরম গরম রুটি তরকারি অনেক সুস্বাদু লাগে

IMG_20241101_000545.jpg
আর চারদিকে শুধু বাজির আওয়াজ। বাজির শব্দে যেন ঘুম ধরতে চায় না। এভাবে অনেক আনন্দতে আমি আমার কালী পুজা কাটিয়েছিলাম।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Uploading image #1...

Uploading image #2...

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png