গত ৩১/১০/২০২৪ তারিখ এ সনাতন ধর্মাবলম্বীদের কালী পুজা ছিল। দুর্গা পুজার পর এই পুজাটি সবচেয়ে বড় করে পালন করা হয়। আর কালী পুজা রাতের বেলা পালন করা হয়। তাই সারাদিন কোন তোরজোর না থাকলে ও সন্ধ্যা থেকে পুজার আমেজ শুরু হয়ে যায়।
আর সত্যি বলতে এবার পুজা আমার জন্য ভিষণ আনন্দদায়ক। কারণ প্রতিবছর ভাড়া বাড়ি সাজাই এবার দীর্ঘ বারে বছর পর নিজের বাড়িতে কালী পুজা পালন করলাম।
সন্ধ্যা লাগতেই প্রদীপ জলে ভিজিয়ে সলতে পাকিয়ে সব প্রস্তুত করলাম। আর বোনকে বললাম তৈরি হয়ে নিতে, একটু সামনের মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে আসব। একটা শাড়ী পরার জন্য পুরো আলমারি এলোমেলো করল।
এরপর সুন্দর করে বাড়ি সাজিয়ে নিলাম, আর মা রুটি, তরকারি আর পায়েস রান্না করছিলো।
তারপর বাসায় চৌদ্দ প্রদীপ জ্বালালাম। আমি, বোন আর বড় বড়মা মিলে বেরিয়ে পড়লাম পুজা দেখতে।
অনেক ক্ষন ঘোরাঘুরি করলাম বেশ মজা হলো। যদি ও আমরা যখন ঘুরছিলাম তখন পুজা শুরু হয়নি। আমরা বাসায় আসছি ১২:৪০ এর দিকে।
তারপর মা খাবার পরিবেশ করল।গরম গরম রুটি তরকারি অনেক সুস্বাদু লাগে
আর চারদিকে শুধু বাজির আওয়াজ। বাজির শব্দে যেন ঘুম ধরতে চায় না। এভাবে অনেক আনন্দতে আমি আমার কালী পুজা কাটিয়েছিলাম।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit