কিছু এলোমেলো ফটোগ্রাফি।

in hive-129948 •  4 months ago 
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ বেশ কিছু দিন পর আবার ও আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমার তোলা কিছু এলোমেলো ছবি আপনাদের মাঝে শেয়ার করব। চলুন শুরু করা যাক আমার আজকের পোস্ট টি। ###
১ নং ছবি।

IMG_20230803_102731.jpg
এই ছবি টি অনেক দিন আগে তোলা। আমার বন্ধু তার বাড়ি থেকে আসার সময় অনেক গুলো কাঠ গোলাপ এনেছিলো।কাঠ গোলাপ আমার অনেক ভালো লাগে।
এর সাদা রং আর মাঝের হালকা কুসুম হলুদ রং দেখলে মন শান্ত স্নিগ্ধ হয়ে যায়।

২ নং ছবি।

IMG_20240904_141414.jpg
এটি আমাদের বাড়িতে থাকা বিড়াল এর ছবি। ওর জন্ম আমাদের বাড়িতে। ওর মাকে আমার বড় ভাই পালে।কিন্তু এই বিড়াল টি সারাদিন আমাদের বাড়িতে থাকে।সারাদিন পায়ের সামনে এসে ওর পিঠ দিয়ে ঘষে বর মেও মেও করে।

৩ নং ছবি।

IMG_20240818_202704.jpg

যে দিন এই চাঁদ উঠেছিলো আমি যে কতবার এই চাঁদ কে দেখেছি তার হিসাব নেই। চাঁদ তো এমনিতেই সুন্দর তবে সেদিন এর ওঠা চাঁদ আমার হৃদয় হরণ করেছিলো।চাঁদের চারপাশের মেঘ চাঁদ কে আর আকর্ষনীয় করে তুলেছিলো।

৪ নং ছবি।

IMG_20240711_151759.jpg
এই ছবি টি দেখে আমার এখন আম খেতে ইচ্ছা করছে।এই আম গুলো অনেক সুস্বাদু ছিল। এখনে ২০ কেজি আম ছিলো।এগুলো মামা অনলাইন এ অর্ডার করে আমাদের বাসায় পাঠিয়েছিলো।আম গুলো একটু কাঁচা ছিলো তবে পাঁকার পর অনেক মিষ্টি হয়ে গিয়েছিলো।

৫ নং ছবি।

IMG_20240816_225014.jpg

এই ক্যালকুলেটর টি আমার বোন রং করেছিলো তার বান্ধবীর জন্য। আমাকে এনে দেখালো বলল দাদা কেমন হইছে। আমি বললাম অনেক সুন্দর হইছে। আসলেই এটি দেখতে অনেক অনেক সুন্দর হয়েছিলো।তাই আমি একটা ছবি তুললাম।

৬ নং ছবি।

IMG_20240606_201901.jpg

এটি একটি ব্যাঙ্গের ছাতা। ব্যাঙ্গের ছাতা আর মাসরুম এর মধ্যে পার্থক্য আছে।ব্যাঙ্গের ছাতা বিষাক্ত হয় মনে হয়। তবে ছোট বেলায় এগুলো দেখলেই ভেঙ্গে ফেলতাম। এগুলো দেখতে অনেক সুন্দর লাগে।

৭ নং ছবি।

IMG_20240630_161001.jpg

এটি আমাদের বাড়ির পাশের একটি পুকুর। সেদিন মা টিউশন পড়াতে গেলে অনেক বৃষ্টি নামে। তখন আমি ছাতা নিয়ে মাকে আনতে গিয়ে ছবি টি তুলেছিলাম। বৃষ্টির জল যখন পুকুর এর জলে পড়ছিলো সে এক অদ্ভুত সুন্দর দৃশ্য।

আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

locationDevice :Xawmi MT 9i
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

বাহ আপনি আজকে আমাদের মাঝে বেশ কিছু চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে আপনাদের বাড়িতে থাকা বিড়ালের ফটোগ্রাফি। চমৎকার ভাবে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে চাঁদের ফটোগ্রাফি টা এবং বিড়ালের ফটোগ্রাফি টা অনেক বেশি ভালো লেগেছে। সাদা রঙের এই কাঠ গোলাপ ফুল গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি বেশ দক্ষতার সাথে প্রত্যেকটা ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

এ জাতীয় রেনডম ফটোগ্রাফি গুলো আমি খুব পছন্দ করে থাকি। কারণ একটি পোষ্টের মাঝে বেশ কিছু ধরনের ফটোগ্রাফি দেখা যায়। আর সে ফটোগ্রাফির পাশাপাশি অনেক বর্ণনা থেকে থাকে। সেগুলো বিভিন্ন বিষয়ে ধারণা দিতে সক্ষম। ঠিক তেমনি আপনার আজকের এই ফটোগ্রাফি মূলক পোস্ট পড়ার মধ্য দিয়ে অনেক কিছু জানতে পারলাম।

ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

কিছু কিছু ফটোগ্রাফি আছে দেখলে অন্যরকম ভালো লাগে। আজকে আপনি সেরকম চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। তবে আপনার ব্যাঙ্গের ছাতা এর ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ছোটকালে আমরাও ব্যাঙ্গের ছাতা দেখলে ভেঙে ফেলতাম। কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি ও বিড়ালের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সত্যি আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক অনেক ভালো লাগলো।

কাঠগোলাপ টা বেশ ভালো লাগছে। তবে বিড়ালের লুকটা অসাধারণ ছিল। চমৎকার করেছেন এই ফটোগ্রাফি টা। পাশাপাশি অন্য ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার ছিল। বৃষ্টির মধ্যে পুকুরের ফটোগ্রাফি টাও বেশ ভালো করেছেন ভাই। সবমিলিয়ে দারুণ ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।

দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া।আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। খুবই ভালো লাগলো ভাইয়া।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।