অবশেষে বাসায় আসলাম।

in hive-129948 •  2 days ago 
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে অনেক দিন পর আসলাম। আজ আপনাদের মাঝে অনেক দিন পর পোস্ট করব। অবশেষে গত শুক্রবার বাসায় আসলাম। তার কিছু মুহুর্তই আপনাদের মাঝে শেয়ার করব।

IMG_20250310_143848.jpg
গত ৯/২/২০২৫ তারিখ এ আমি আর বোন ঢাকা গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য। সেখানে দীদা ও দাদু ছিলো। তারাও অসুস্থ ছিলো। তাই মামা বলেছিলো তাদের কে নিয়ে একসাথে ঈশ্বরদী তে যাই। তাই ১৪ তারিখ আমরা চারজন ঈশ্বরদীর উদ্দেশ্য তে রওনা দিলাম। তিন মাস ঘর বন্ধ থাকায় একদম বাজে অবস্থা ছিলো। তাও সব পরিষ্কার করে আমরা বেশ আনন্দেই কাটাচ্ছিলাম। পরের দিন গোবিন্দগঞ্জ আসার জন্য চিন্তা করছি। এর মধ্যে দীদা মারাত্মক রকম অসুস্থ হয়ে গেলো সেই অসুস্থতা যদি ও এখনো সারে নি তবে আগের থেকে সুস্থ। বেশ ক দিন হাসপাতালে ভর্তি ছিলো।
আসলে ঘর সংসার সবারই। যে যার যার কর্মে ব্যাস্ত। তাই আমাদের গত শুক্রবার বাসায় আসতে হলো। আর ঐদিকে মামা মামী মিলে দীদা আর দাদু কে বিকালের ট্রেনে ঢাকায় নিয়ে গেলো। মা বললো যে আমাদের সাথে আমাদের বাসায় নিয়ে আসতে। কিন্তু আমাদের বাড়ি ঘর অনেক এলোমেলো। এখানে দীদার অসুবিধা হবে জন্য মামা নিজের সাথে করে নিয়ে গেলো।
IMG_20250307_110035.jpg
এদিকে আমাদের বাসার অবস্থা ও খারাপ। আবার মা আমি ও বোন মিলে সব পরিষ্কার করলাম। দীদা এখন সুস্থ কিন্তু অনেক দুর্বল।এই দুর্বলতা কাটতে অনেক সময় লাগবে। ডাক্তার পুরো বিশ্রাম এ থাকতে বলেছে।

IMG_20250307_110317.jpg
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Screenshot_2025-03-10-15-00-55-475_com.android.chrome.jpg

Screenshot_2025-03-10-15-00-41-072_com.android.chrome.jpg

Screenshot_2025-03-10-15-00-05-006_com.coinmarketcap.android.jpg

image.png