১ম বর্ষ পরীক্ষা (অর্নাস)

in hive-129948 •  3 months ago 
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ পোস্ট করব পড়াশোনা নিয়ে। চলুন শুরু করা যাক আমার আজকের পোস্ট টি।

IMG_20240912_063302.jpg
গত ১১/৯/২০২৪ তারিখ হঠাৎ করে দেখি শ্যাম সুন্দর দাদা মেসেজ এ একটা রুটিন পাঠিয়েছে।আমি তখন ঘুম রুটিন টা দেখি আমার অর্নাস ১ম বর্ষ পরীক্ষার। রুটিন দেখে আমার ঘুম উড়ে গেলো। কারন অনেক পড়া বাকি।আমি ভেবেছিলাম পরীক্ষা নভেম্বর এ হবে তাই অনেক পড়া জমিয়ে রেখেছিলাম, আস্তে আস্তে সময় নিয়ে পড়বো।

Messenger_creation_61797AA3-BDD9-42F2-9441-373E5DC28863.jpeg
এর পর এক প্রকার কঠোর ভাবে সিদ্ধান্ত নিলাম যে ভোর থেকে পড়বো টিউশন এর আগ পর্যন্ত। আবার সন্ধ্যা থেকে ১১ টা পর্যন্ত। আমার পড়া দেখে আমার মা আর বোন অবাক, মার কাছে যা খাইতে চাইলাম তাই খাওয়ালো।
সকালে চা দিলো, লুচি খেতে চাইলাম নুডুলস চাইলাম তাই দিলো। কতো আদার করলো বলল এভাবে সারা বছর পড়লে আমার ছেলের বিসিএস কেউ ঠেকাতে পারবে না।
IMG_20240913_074724.jpg
যেহতু এটা অর্নাস এ আমার প্রথম বর্ষ তাই অনেক নিয়ম আমি জানি না সে জন্য অনেক ভয় কাজ করছে আমার মধ্যে। আর পরীক্ষা শুরু ছিলো ১০/১০/২০২৪ থেকে দূর্গা পূজার মধ্যে তাই মন খারপ ও ছিলো।
এবার হঠাৎ দেখি গতকাল আবার রুটিন পরিবর্তন করা হলো।

Screenshot_2024-09-15-13-50-15-981_com.facebook.katana.jpg
এই রুটিন দেখার পর থেকে আজ এখন পর্যন্ত পড়তে বসি নি। আমার মা আমার উপর চরম রাগ হয়ছে।শ্যাম সুন্দর দাদা কে বললাম রুটিন পরিবর্তন হয়েছে দাদা বললো চাপ নাই আবার পরিবর্তন হবে এটা নাকি ন্যাশনাল ইউনিভার্সিটির প্রতি বছরের ঘটনা।
আমি এখন অপেক্ষাই আছি আবার রুটিন পরিবর্তন এর।
তবে আজ রাত নয় টা থেকে আবার কঠোর ভাবে পড়া শুরু করব,কারণ অনেক পড়া বাকি।
আপনারা দোয়া /আশীর্বাদ করবেন যাতে সন্মান এর সহিত পাশ করতে পারি। আর পরীক্ষা বিষয় এ যার যা উপদেশ আছে আমাকে দিয়েন। আমি মনে মনে অনেক ভয় পাচ্ছি।
আর যা পড়ছি সব কেমন জানি ভুলে ভুলে যাচ্ছি। খ আর গ বিভাগ এর প্রশ্ন উত্তর কি করে মনে রাখব।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পরীক্ষার রুটিন দেখলে ঘুম তো চলে যাবেই। আর অস্বস্তি কাজ করবে মনে। তবে টেনশন করিয়েন না ভাইয়া। এখন থেকে প্রস্তুতি নিলে সবকিছুই ভালোভাবে শেষ হবে। আপনার পরীক্ষার জন্য শুভকামনা রইল।

Upvoted! Thank you for supporting witness @jswit.

কমিউনিটির ঘোষণা অনুযায়ী সবাইকে ৫ হাজার টোকেন কিনে হোল্ড করতে বলা হয়েছে কিন্তু আপনার ওয়ালেটে মাত্র ৫০০ টোকেন দেখা যাচ্ছে।

IMG_20240917_104454.jpg

ঠিক আছে ধন্যবাদ।