ঘোরাঘুরি :রেললাইন

in hive-129948 •  2 months ago 
সবাই কে আমার নমস্কার ও আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন।আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আপনাদের মাঝে তুলে ধরব আমার ঘোরাঘুরির কিছু সুন্দর মুহুর্ত। আজ আমাদের এখানে বেশ ভালো ঠান্ডা পরেছে।আর আমার ভাগ্নী এসেছে।ওর সাথে সময় কাটাতে কাটাতে আমার কোন কাজই ঠিকঠাক হয়ে উঠে না। তাই এখন লিখতে শুরু করলাম।

চালুন শুরু করা যাক আমার আজকের পোষ্টটি।

IMG_20241012_151124.jpg

গতবছর দুর্গা পুজায় মামার বাড়ি গিয়ে সেখান কার পুরনো স্কুল দেখতে যাওয়ার পাশাপাশি গিয়েছিলাম রেলস্টেশন দেখতে।ঈশ্বরদী রেল জংশন এখানেই আমার মামার বাড়ী।
মাসির সাথে স্কুল ঘুরে চলে গেলাম রেললাইন দেখতে।এই রেললাইন আমি অনেক বার দেখেছি তবু ও বার বার যেতে ইচ্ছে করে।

IMG_20241012_150943.jpg

IMG_20241012_151914.jpg

IMG_20241012_152702.jpg
আমার মামা বাড়ী থেকে মাত্র দু মিনিট দুরে এই রেললাইন। এর বেশ কয়েকটা প্লাটফর্ম আছে।আমার কাজ হলো এই প্লাটফর্ম থেকে আরকে প্লাটফর্ম চারপাশে ঘুরে বেরানো।
রেললাইন টি দেখত বেশ সুন্দর। অনেক পুরাতন নতুন ভবন মিলিয়ে বেশ মনোরম একটা স্থান। সবচেয়ে বেশি ভালো লাগে ওভার ব্রিজ এর উপর দিয়ে আকাশ আর চারপাশে দেখা। আমি সেখান কার সৌন্দর্য বেশ ভালো উপভোগ করেছি। তবে একটু বিরক্ত ও হয়েছিলাম কারন আমার মাসি রোদের মধ্যে আমাকে দাঁড়িয়ে রেখে অনেক গুলে ছবি তুলিয়ে নিয়েছিলো।
এভাবে বেশ কাটলো আমার রেল ঘোরাঘুরি।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে।আমার আজকের পোস্ট টি। ভুল ত্রুটি গুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন।সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

Screenshot_2025-01-22-00-40-28-730_com.android.chrome.jpg

Screenshot_2025-01-22-00-40-06-610_com.android.chrome.jpg

Screenshot_2025-01-22-00-38-27-967_com.coinmarketcap.android.jpg

Screenshot_2025-01-22-00-40-28-730_com.android.chrome.jpg

Screenshot_2025-01-22-00-40-06-610_com.android.chrome.jpg

Screenshot_2025-01-22-00-38-27-967_com.coinmarketcap.android.jpg

রেল লাইনে ঘোরাঘুরির মুহূর্ত আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। বেশ ভালো লাগলো সুন্দর এই পোস্টটা দেখে। অনেকদিন পর চমৎকার রেল লাইনের দৃশ্য দেখে মনে পড়ল চুয়াডাঙ্গা ও যশোর রেলস্টেশনের কথা।

ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।