খাওয়া দাওয়ার ছবি।

in hive-129948 •  5 days ago 
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আপনাদের মাঝে শেয়ার করব কিছু খাবার এর ছবি, যেগুলো আমি বিভিন্ন সময় এ খেয়েছিলাম।

চালুন শুরু করা যাক আমার আজকের পোস্ট টি।

১ নং ছবি।

IMG_20250102_191158.jpg
উপরের ছবিতে দেখছেন রসে ঢুবানো মিষ্টি। এগুলো রসগোল্লা বলে।দাদু মিষ্টি খেতে পছন্দ করে বলে মামা এগুলো এনেছিলো।আর এই মিষ্টির বক্স টি আমার মা নিয়েছিলো

২ নং ছবি।

IMG_20241225_121721.jpg
এটা হচ্ছে পুডিং, যেটা আমার খেতে অনেক মজা লাগে। আর আমি মামীর কাছে আব্দার করছিলাম পুডিং বানিয়ে দেবার জন্য। মামীর বানানো পুডিং অনেক মজাদার হয়। আর পুডিং বানানো ও অনেক সহজ।

৩ নং ছবি।

IMG_20241220_210604.jpg
এখানে দেখতে পাচ্ছেন কিছু চিকেন বল মুরগী ভাজা ইত্যাদি, আসলে আমি নাম জানি না। এগুলো মামা অফিস থেকে আসার সময় এনেছিল। আর সেদিন বাসায় অনেক লোক ছিলো আর খাবার অল্প তাই কাউকে না দিয়ে আমি আর বোন চুপ করে ঘরের এক কোনে বসে খেয়েছিলাম চোরের মতো।

৪ নং ছবি।

IMG_20241129_201947.jpg
এগুলো হচ্ছে তেলপিঠে,পাটিসাপটা আর পায়েস। এগুলো বেশ কিছু দিন আগে আমার মা বানিয়েছিলো।এগুলো খেতে অনেক মজা লাগে। আর আমার মা অনেক সুন্দর করে বানায় পিঠে।

৫ নং ছবি।

IMG_20241206_122528.jpg
লুচি, পায়েস আর আলু কপির তরকারি একদম পারফেক্ট কম্বিনেশন। এগুলো আমার মা বানিয়েছিলো কারন আমার জ্বর এসেছিলো আমি খেতে চেয়েছিলাম।

৬ নং ছবি।

IMG_20250107_183843.jpg

এটি হচ্ছে ভাপা পিঠে।পিঠার মধ্যে এটা ও আমার অনেক পছন্দ। যদি ও আমাদের বংশে ভাপা পিঠে বানানো নাই। তাই কিনেই খেতে হয়। একটা ১৫ টাকা আর স্পেশাল ৩০ টাকা।

আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার আজকের পোস্ট টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।
Location
Device :Xawmi mt 9i.

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

Screenshot_2025-01-16-19-02-17-618_com.android.chrome.jpg

Screenshot_2025-01-16-19-02-01-851_com.coinmarketcap.android.jpg

প্রচন্ড লোভনীয় খাবার-দাবারের ছবি শেয়ার করেছেন আপনি আজকে আমাদের সাথে। বাঙালি মানে মিষ্টি প্রিয় মানুষ। আরে শীতকালে নলেন গুড়ের রসগোল্লার মতো অমৃত স্বাদ বোধহয় আর কিছু হয় না৷ মাঝে লুচি, পুডিং, ভাপা পিঠে উফফ কাকে ছেড়ে কাকে দেখি। বেশ কায়দা করে ছবিগুলো তুলেছেন। ভালো লাগল।

খাবার দেখলেই তো লোভ লেগে যায় এটাই হয়তো স্বাভাবিক। সুস্বাদু সব খাবারের সমাহার দেখতে পেলাম আপনার ফটোগ্রাফি পোস্টে। প্রতিটি খাবার ভীষণ লোভনীয়। তেলেভাজা এবং পাটিসাপটা পিঠা আমার খুবই প্রিয়। আপনার পোস্টে এত এত খাবারের ফটোগ্রাফি দেখে এখন খেতে ইচ্ছে করছে। যাইহোক ভাইয়া খুব সুন্দর গুছিয়ে বর্ণনা করে পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

বেশ অনেকগুলো লোভনীয় খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। সত্যি ভালো লাগার খাবারের ফটো যদি ধারণ করে রাখা যায় তাহলে সুন্দর ব্লগ উপস্থাপন করা যায়। দারুন একটি আইডিয়া পেয়ে গেলাম।

ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

আজকে আপনি দেখতেছি মজার কিছু খাবারের ফটোগ্রাফি করেছেন। খাবারের ফটোগ্রাফি দেখলে অন্যরকম ভালো লাগে। তবে আপনার সবগুলো ফটোগ্রাফি সত্যি চমৎকার হয়েছে। ভাপা পিঠার ফটোগ্রাফি দেখে তো নিজের ও খেতে মন চাইতেছে। তবে ভাপা পিঠা দোকানে বিক্রি করা হয়। আপনি কিনে খান ভাপা পিঠা। খাবারের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

এরকম খাবারের ছবি দেখলে সত্যি বেশ লোভ লাগে ভাই। বেশ লাগল। খাবারের ফটোগ্রাফি গুলো দারুণ করেছেন আপনি। পাশাপাশি বেশ দারুণ উপস্থাপন করে নিয়েছেন। সবমিলিয়ে অসাধারণ ছিল। ধন্যবাদ আপনাকে।।

ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।