অর্নাস প্রথম বর্ষ পরীক্ষা ২০২২-২০২৩.

in hive-129948 •  3 days ago 
সবাই কে আমার নমস্কার /আদাব। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি ও সুস্থ আছি। আজ আপনাদের মাঝে আবার ও আসলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ অনেক দিন পর আমি পোস্ট করছি। কারন গত ২১/১০/২০২৪ থেকে আমার অর্নাস প্রথম বর্ষের পরীক্ষা শুরু হয়েছিলো। নিদিষ্ট সময়ের অনেক পর আমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হলো।

IMG_20241028_114126.jpg
আর গত ১৯/১১/২০২৪ তারিখ আমার পরীক্ষা শেষ হলো।এই সময়টা আমি খুবই মানসিক অশান্তি তে, শারীরিক অসুস্থতায় কাটিয়েছি।কারন একেতে ঠান্ডা তারপর পরীক্ষার প্রস্তুতি নিয়ে শঙ্কা যতপরি ততই মনে হয় পড়া হলো না।
আমি বিবি এ তে একাউন্টিং এ পড়ি।
আর আমার পরীক্ষা কেন্দ্র ছিলো আজিজুল হক কলেজ বগুড়া তে। চারটা পরীক্ষা উচ্চমাধ্যমিক ভবনে হয়েছিল আর দুইটা অর্নাস ভবনে।
যাইহোক পরীক্ষার দিন গুলোতে ঘুম থেকে উঠে পড়া গুলোতে চোখ বুলিয়ে নেই তারপর স্নান, প্রার্থনা করে ৯ টার দিকে বাসা থেকে বের হই। তার পর এক দেড় ঘন্টা পর পৌঁছে যাই বগুড়া। সেখানে বন্ধুর মেসে উঠে রেস্ট নিয়ে আর ও অন্য বন্ধু মিলে বেড়িয়ে পড়ি পরীক্ষা কেন্দ্রের দিকে।

IMG_20241021_101441.jpg
পরীক্ষা কেন্দ্রের ভিতরের পরিবেশ টা একটু বেশিই থমথমে ছিল একদম নিশ্চুপ, কাউকে ঘাড় নড়াতে দেয় না।
আর বড় সমস্যা ছিল প্রতিদিন রুম পরিবর্তন করে আবার গিয়ে আসন খোঁজা লাগতো।
হিসাব বিজ্ঞান পরীক্ষার দিন দশ তলায় সিঁড়ি দিয়ে উঠছি। লিফ্ট এ ভিড় ছিলো। আর সেদিন কিছু খাবার সময় পাই নি।
পরে আমার অবস্থা খারাপ দেখে বান্ধবী একটা ডেইরি মিল্ক খেতে দিলো তাও আবার আরেক বন্ধু ভাগ বসালো।

IMG-20241106-WA0009.jpg

IMG-20241105-WA0003.jpg
আমার দুটি পরীক্ষা খুব খারাপ হয়েছে।কারন এবার প্রশ্ন বিগত বছরের প্রশ্ন গুলোর তুলনায় একটু ভিন্ন করেছে।
ব্যাস্টিক অর্থনীতি অনেক কঠিন, স্যার বলছিলো এটার প্রশ্ন অনেক কঠিন হয়, সেই মতো পড়ে গিয়ে দেখি সহজ গুলো আসছে যেগুলো আমি রিভাইস দেই নি।আর একাউন্টিং যে ম্যাথ স্যাররা বলে এখান থেকেই তোমারা ১০-১৫ মার্ক কমন
পাবে সে ম্যাথ আসেই নি।তাই খুব চিন্তাই আছি যে কি হবে রেজাল্ট। রেজাল্ট না পাওয়া পর্যন্ত শান্তি নাই।
তারপর পরীক্ষা শেষ করে বাসায় আস্তে আস্তে ৭-৭:৩০ বেজে যায়।
আপনারা দোয়া করিয়েন প্রথম বর্ষ সহ অর্নাস টা যেনো ভালো ভাবে শেষ করতে পারি।
আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আমার অর্নাস এর পরীক্ষার কিছু মুহুর্ত। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png

কোন পরীক্ষা খারাপ হলে মন খারাপ করতে নেই ভাইয়া। ভালোভাবে পড়ার চেষ্টা করতে হবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে মনোবল শক্ত রাখতে হবে। আপনার পরীক্ষার জন্য আজকে আপনাদের কলেজ দেখতে পারলাম আর বেশ কিছু জানতে পারলাম।